নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া।

এফ.কে আশিক

বাংলাদেশী

এফ.কে আশিক › বিস্তারিত পোস্টঃ

ভালবাসি বলার প্রথম সেই দিন

১৭ ই মে, ২০১৫ রাত ১০:৫২


কোন এক বৃষ্টির বিকেলে তোর বারান্দায়
বৃষ্টি স্নাত আমি দাড়িয়ে
অপেক্ষার প্রহর গুনছি

হাতে তোর প্রিয় কদম ফুল
অনেক প্রতিক্ষার পর
অবশেষে তোর দেখা

প্রিয় নীল শাড়ীতে
কপালে লাল টিপ খোপায় রক্ত জবা

নুপুরের ঝংকারে বৃষ্টির শব্দ মিলে মিশে একাকার
আমি অপলক দৃষ্টিতে তোর চোখে তাকিয়ে

যে কথা তোকে কখনোই বলা হয়নি
আজ তাই বলার দিন

তোর উত্তরটা আমার জানা নেই
তাই কিছুটা বিলম্ব

যদি আজকের পরে আর কখনোই
তোকে এভাবে দেখা না হয়

হাজারো ভাবনায় তোর চোখে ডুবে আছি
ক্ষনিক বাদে তোর স্পর্শে সংবিদ ফিরে পাওয়া

কিছুটা অপ্রস্তুত আমি
বারান্দা ছেড়ে তুই আমার সামনে

তোর হাতে আমার হাত দুটো শক্ত করে ধরা
তোর ঠোটে সেই হাজার বছরের চেনা হাসি

এ যেন অন্য রকম তুই আর আমি
বুকের ভিতর তোলপাড় সাগরের ঢেউয়ে
দুজনে আরো কাছাকছি

হাতে হাত চোখে চোখ রেখে ভালবাসি বলার
প্রথম সেই দিন, সেই স্মৃতি
আজও ভুলিনি।



সর্বস্বত্ব সংরক্ষিত



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৫ রাত ৮:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো কিন্তু বেশ কিছু টাইপো আছে।

২০ শে মে, ২০১৫ সকাল ১০:১৬

এফ.কে আশিক বলেছেন: ধন্যবাদ ব্রো..। সি নাউ.. আপনাদের মতামত সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা।

২| ২৮ শে মে, ২০১৫ রাত ১:৩০

উর্বি বলেছেন: খোলা চুলে প্রিয় নীল শাড়ী
কপালে লাল টিপ খোপায় রক্ত জবা

৩০ শে মে, ২০১৫ রাত ১২:৪৮

এফ.কে আশিক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপুনি, ভাল থাকবেন সব সময়.....।

৩| ২৮ শে মে, ২০১৫ দুপুর ২:৩৮

শতদ্রু একটি নদী... বলেছেন: বেশ ভালো লাগলো। ভালোলাগা রইলো।

৩০ শে মে, ২০১৫ রাত ১২:৫৬

এফ.কে আশিক বলেছেন: ভালো লাগায় ধন্যবাদ, ভাল থাকবেন শুভ কামনা রইল.......।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.