নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া।

এফ.কে আশিক

বাংলাদেশী

এফ.কে আশিক › বিস্তারিত পোস্টঃ

লাজুক লতা

২৪ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪


লেখাটা অনেক বছর আগের তখন আমি তরুণ একটু-আদটু লিখতে শুরু করেছি, আমাদের স্থানীয় এবং রংপুর, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক চাঁদনী বাজার, দৈনিক যুগের আলো, আরো দু’একটা পত্রিকায় আমার টুকটাক লেখাও ছাপা হতো, তারপর কি হলো যানিনা মাঝ খানে লম্বা এক বিরতি, পুরনো খাতা খুজতে গিয়ে লেখাটা পেলাম, সাথে তখনকার অনেক স্মৃতি.....।।

দুই চোখে তার মায়ায় ভরা
চাঁদের কিরন গায়ে,
ঠোটে তাহার পদ্ম মধু
আলতা রাঙা পায়ে।

নাকে তাহার সোনার নোলক
ঝুমকা দোলে কানে,
চলনে সে লাজুক লতা
ঘুমটা টানে মেঘে।

হাসলে যেন পূর্ণিমা চাঁদ
নিচে নেমে আসে,
কথায় যেন বিজলি ছটা
হার মানে না কাজে।


সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর লিখেছিলেন। ++++++

পরের ঘটনা গুলো কবিতা আকারে আরো জানতে চাই ।
লিখতে থাকুন। পড়তে আগ্রহী।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৮

এফ.কে আশিক বলেছেন: মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাইয়া,
নিশ্চই চেষ্টা করবো।
ভালো থাকুন সবসময় শুভ কামনা.....।।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:



সুন্দরীকে আরো সুন্দরী করে তুলেছেন; অনেক মেয়ে নিজকে মিলায়ে দেখবেন পংক্তির সাথে

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৮

এফ.কে আশিক বলেছেন: হয়তবা...,
লেখাটি যখন লিখে ছিলাম তখন কি ভেবে লিখে ছিলাম তার কিছু মনে নেই।

মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ চাঁদগাজী ভাইয়া।
নিরন্তর ভালো থাকা কমনা করি.....।।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩১

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো স্মৃতিময় এ লেখাটা পড়ে ভাল লাগলো। স্নিগ্ধ স্মৃতি।
তবে, ঠোটে তাহার পদ্য মধু - এ পদ্য মানে তো কবিতা। সঠিক শব্দ যুগল মনে হয় পদ্ম মধু হবে।

০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৯

এফ.কে আশিক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ...
হ্যা এটা আমার বানান ভুল ছিল এখন ঠিক করে নিয়েছি, অনেক ধন্যবাদ ভুলটা ধরিযে দিবার জন্য।
ভালো থাকুন নিরন্তর শুভ কামনা.....।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.