নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া।

এফ.কে আশিক

বাংলাদেশী

এফ.কে আশিক › বিস্তারিত পোস্টঃ

দেয়াল

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৯


ক্রমশই তোমাকে হারিয়ে ফেলছি আমি
বিত্তের দেয়াল দিনে দিনে
তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছে ।
তোমার বিত্ত, আমার কবিতা
তোমার আমার এই ব্যবধান মামুলি নয় ।

আহা দৈনতা আমাকে’ই তোমার এত মনে ধরেছে ?
বিত্ত কি আর কবিতা বুঝে ?
অষ্ট প্রহর আষ্টে পিষ্টে জড়িয়ে থাকলে,
আমার যে সব বয়ে যাচ্ছে মরুর ঝড়ে ।

এখন কে মিটাবে বুকের তৃষ্ণা ?
কে দেখাবে বাঁচার স্বপন ?
কে ঘুচাবে এই ব্যবধান ?
আহা দৈনতা তোমার মতো অমন করে চাইতো যদি
মেঘবালিকা ।


সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:
তার সাথে দুরত্বের সৃষ্টি না হলে আপনাকে কবি রুপে দেখতাম না, এক হিসাবে ভালোই হয়েছে B-)


খুব সুন্দর লিখেছেন,
শুভ কামনা রইল ।

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৭

এফ.কে আশিক বলেছেন: হয়তো বা........, শাহরিয়ার কবীর ভাইয়া।
মন্তব্যে অনেক ধন্যবাদ।
শুভ কামনা...।।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৩

ধ্রুবক আলো বলেছেন: বাহ! খুব সুন্দর লিখেছেন
শুভ কামনা রইলো

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৯

এফ.কে আশিক বলেছেন: অনেক ধন্যবাদ.... ধ্রুবক আলো।
শুভ কামনা সব সময়.....।।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১০

খায়রুল আহসান বলেছেন: তোমার বিত্ত, আমার কবিতা
তোমার আমার এই ব্যবধান মামুলি নয়
-বাহ, বেশ বলেছেন তো!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৪

এফ.কে আশিক বলেছেন: অনেক ধন্যবাদ...
শুভ কামনা নিরন্তর.....


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.