নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া।

এফ.কে আশিক

বাংলাদেশী

এফ.কে আশিক › বিস্তারিত পোস্টঃ

ভাবনাংশ, প্রথম পর্ব

০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৮



মেঘবালিকা, সমস্ত কোমলতা হারিয়ে
দিনে দিনে তুমি আরো কঠিনতর পাথরে পরিণত হও
তোমাকে ভালোবেসে আমার রক্তাক্ত মৃত্যু নিশ্চিত হোক
তুমি সুখী হও।


প্রতিদিন সূর্যাস্ত থেকে সূর্যোদয় হেটে হেটে মহাকালের পথ পাড়ি দেই,
ঝরা বকুলের ঘ্রাণে চৌকাঠ পেরোবার আগেই ঘুম ভেঙ্গে যায়,
দিনমনির যাত্রা শুরু, ঘোর কেটে যাবার পর আমি যেই সেই।


মেঘবালিকা, তুমি কথা দিয়ে কথা না রাখা গুধুলী
গোপনে বুকের তলে লাল, নীল, হলুদ, বেগুনী,
সাদা রঙের ক্যাকটাস চাষাবাদ করো।
সোনালী, সবুজ শস্যের দেশে
তোমার এমন আলপিন সৌখিনতা বড্ড বেমানান।


শারা ঢাকা শহর ঘুরে ঘুরে থই থই,
অজস্র ঘন্টা, চারি দিক, পুরো শহরে।
সব হল, শুধু শাহবাগ, কাঁটাবনে
গোলাপেরা কাছে ভীরার সাহস দিল না।
এই টুকুই অমার ব্যার্থতা, আমার অপূর্ণতা,
বাকি সব সুখ সুখ এবং সুখ.....।।


এমনি হয় এমনি হয়
নিশ্চুপ ধরণী যানেনা কিছু ভিতরে কি তমুল বয়
ক্ষনিকের কথা খানি ধ্বনিত হয় সাগর, পাহার, আসমান ময়
সজোরে সজোরে বুকে এসে বিদে তার সেকি জ্বালাময়
বড় মধুর সে কন্ঠখানি এমনি বিরহিয়া
হৃদয়ে হৃদয়ে বাজে তার মরমী বীণা !!


তুমি বরং অন্য চোখেই বাঁচো
মেঘবালিকা।
আমার যে চোখ ভুল চাহুনীর,
আমায় না হয় আড়াল করেই রাখো।


দুধে আলতা গায়ে
হলুদ পাড়ের লাল শাড়ি
ঠোটে রক্ত জবা
কপলে জোছনার আলপনা
হেলে পড়া কাশ ফুলের মত কোমরের ঢং
মেয়ে তোমার নাম কি গো...?


মেঘবালিকা
তুমি পূবের জানালায় সুভাষিত গন্ধরাজ হও
আমি অন্তরীক্ষে হাওয়ার নৈাকোয় মন ভাসাই,
ছোঁয়া ছোঁয়ির ইচ্ছেটা আজ পূর্ণতা পাক !!


সেদিন যদি হাতটি ধরতাম
৩৭১/৩ জেলখানা রোড
জীবনের সব চাইতে বড় ভুলের তীর্থস্থান
যদি আর একটি বার ভুল গুলো সুধরে
নিবার সুযোগ পেতাম।
বিষাক্ত ক্যাকটাস গুলো সরিয়ে
গোলাপের অভয়ারণ্য গড়ে তুলতাম
তোমার আঙিনা থেকে শুরু করে জেলখানা
স্টেডিয়াম, যংশন সহ পুরো শহরে।
মেঘবালিকা.....।।

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৮

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ভাল লাগায় ভরপুর কবিতা

+

আমার পাতায় আমন্ত্রণ

০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৮

এফ.কে আশিক বলেছেন: অনেক ধন্যবাদ... এই মেঘ এই রোদ্দুর।
শুভ কামনা সব সময়...

২| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: সব গুলিই সুন্দর হয়েছে। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
আপনার মেঘবালিকা ভাল থাকুক।
অনেক শুভ কামনা রইল।

০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৩

এফ.কে আশিক বলেছেন: অনেক ধন্যবাদ... মোস্তফা সোহেল ভাই।
পরের পর্বের জন্য একটু সময় নিব,
তার আগে কিছু কবিতা প্রকাশ করতে চাই,
তারপর...।
শুভ কামনা আপনার জন্যেও...

৩| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৭

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: :-0
খুব ভাল লেগেছে শুভেচ্ছা রইল কবি।

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩১

এফ.কে আশিক বলেছেন: অনেক ধন্যবাদ... ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) ভাই।
শুভেচ্ছা অফুরান...

৪| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১২

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো +++

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৪

এফ.কে আশিক বলেছেন: ভালো লাগা প্লাসে অনেক ধন্যবাদ... শাহরিয়ার কবীর ভাই।
ভালো থাকুন সব সময়
এই শুভ কামনা কামনা...

৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫০

ভ্রমরের ডানা বলেছেন:

অনুপ্রেমকাব্য সত্যি অনুপ্রাণিত করে গেল! চমৎকার কবি!

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৫

এফ.কে আশিক বলেছেন: প্রশংসায় অনুপ্রাণিত হলাম... ভ্রমরের ডানা।
শুভেচ্ছা ও শুভকামনা অফুরান.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.