নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া।

এফ.কে আশিক

বাংলাদেশী

এফ.কে আশিক › বিস্তারিত পোস্টঃ

কার্নিশে ঝুলে থাকা দীর্ঘশ্বাস

১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২০


(তোমাকে এবং তোমাদের উদ্দেশ্যে)

রাজবাড়ীর নীল পদ্ম পুকুরে
লেনিন সকাল কিংবা গাঢ় তামাটে সন্ধ্যায়,
পিতৃদেবের শ্যাওলাবৃত ভাঙ্গা-চোরা ঘাটলায়
রোদ পোহায় এক জোড়া যুগল শালিক।

আঁধার নামতে নামতে জোনাক জ্বলে
নীল পদ্ম পুকুর, শূন্য বিরান, দখলি শস্য ক্ষেত,
দু'পাড়ের বকুল, অশোক, জামরুল, ঝাউয়ে।

দলছুট ঝি ঝি পোকা কোরাস গেয়ে চলে অনবরত,
আধ ফালি চাঁদ আলো বিলায় ঝুমরের তাল পাতা ঘরে।

ধ্রুপদী রাতে মেঘবালিকার দীর্ঘ চুমুর স্বপন ঘুম ভাঙ্গায়,
পুরনো বিরহ উঁকি দেয়, সাদা কালো ক্যানভাসে।
রাজা প্রজার বৈরী সম্পর্ক,
দীর্ঘশ্বাস হয়ে ঝুলে থাকে কার্নিশে।



সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৪

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক সুন্দর লেখনী। শুভকামনা।

১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৭

এফ.কে আশিক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ... শুভ্র বিকেল ভাই।
শুভ কামনা সব সময়...

২| ১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +


শুভ কামনা কবি !

১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৮

এফ.কে আশিক বলেছেন: অনেক ধন্যবাদ... কবি শাহরিয়ার কবীর ভাই।
শুভেচ্ছা অফুরান...

৩| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩২

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৪

এফ.কে আশিক বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভ কামনা অফুরান.....

৪| ২৫ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১১

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা !!!

২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৫

এফ.কে আশিক বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভ কামনা সব সময়....

৫| ২৫ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:



দুর্দান্ত কাব্যকথা!

২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৮

এফ.কে আশিক বলেছেন: অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভ কামনা, ভালো থাকুন সব সময়..... ভ্রমরের ডনা।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৯

খায়রুল আহসান বলেছেন: কার্নিশে ঝুলে থাকা দীর্ঘশ্বাস - শিরোনামটা খুব সুন্দর!
কবিতায় একটা স্নিগ্ধতা রয়েছে। ভাল লেগেছে।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫২

এফ.কে আশিক বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হই
অনেক ধন্যবাদ প্রিয় কবি
ভালো থাকুন সব সময় শুভকামনা রইলো...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.