নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া।

এফ.কে আশিক

বাংলাদেশী

এফ.কে আশিক › বিস্তারিত পোস্টঃ

প্রথম স্পর্শ এবং নীল রোদন

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৪


সেই প্রথম তোমাকে ছুঁয়েছি
ওপারে যংশনে দীর্ঘ উইসেল,
এখানে আচানক তোমার হাত রাড়ান।

ডিফ ফ্রীজের পুরোনো বরফের মত
জমে গিয়েছিলাম কয়েকটা মুহূর্ত,
ঘোর লাগা চোখ দুটো বড় বিস্ময়ে
আটকে গিয়েছিল তোমার চোখে।

কত প্রতিক্ষার পর আজ আমি
আমার স্বপ্নের মুখোমুখি দাড়িয়ে,
কত সব ভাবনা খেলে গিয়েছিল
ঐ কয়েকটা মুহূর্তে।

অথচ দেখো ঈশ্বর লিলা
আমি যাকে ভালোবেসে
বুক পেতে দিলাম, সেই
কি নিরবে জানালো ওসব মিথ্যে
ছলনার ধুলো, বালি, ছাই।





সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

নিশাত১২৩ বলেছেন: আমি যাকে ভালোবেসে বুক পেতে দিলাম, সেই কি নিরবে জানালো ওসব মিথ্যে।
ওয়াও! চমৎকার কবিতা আপনার।

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০১

এফ.কে আশিক বলেছেন: আমার ব্লগে আপনার প্রথম মন্তব্য...
অনেক ধন্যবাদ... নিশাত১২৩। ব্লগে স্বাগতম।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন সব সময়, নিরন্তর শুভ কামনা...।

২| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৩

জাহিদ অনিক বলেছেন:
মহুর্তে; টাইপো মনে হয়।


কবিতা ভালো লাগলো।

আমি যাকে ভালোবেসে বুক পেতে দিলাম, সেই কি নিরবে জানালো ওসব মিথ্যে।- লাইনটা চমৎকার

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

এফ.কে আশিক বলেছেন: অনেক ধন্যবাদ... জাহিদ অনিক ভাই। ব্লগে স্বাগতম।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম...
ভালোবাসা অন্তহীন...।


বিশেষ ধন্যবাদ টাইপো ধরিয়ে দেয়ার জন্য।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন:


কবিতা অনেক অনেক ভাল লাগা রইল।।


শুভ কামনা।।

১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৪

এফ.কে আশিক বলেছেন: কবিতা ভালো লাগা, মন্তব্যে অনেক ধন্যবাদ... শাহরিয়ার কবীর ভাই।
ভালো থাকুন সব সময়, শুভ কামনা...।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৯

উদ্বাস্তু মানুষ আমি বলেছেন: রাড়ানো, বিশ্বয়ে শব্দ দু’টার অর্থ কি?
শব্দ দুইটার সাথে অামি অপরিচিত।

১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

এফ.কে আশিক বলেছেন: অনেক ধন্যবাদ... উদ্বাস্তু মানুষ আমি।
ভাইয়া আমি বুঝতে পেরেছি এখন দেখেন ঠিক আছে কি না...

৫| ১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +

১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬

এফ.কে আশিক বলেছেন: মন্তব্য প্লাসে অনেক ধন্যবাদ... ধ্রুবক আলো ভাইয়া।
ভালোবাসা অন্তহীন...।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর মুহূর্তকাল অনুভাবী মনটার অনুভূতি।
ভালো লিখেছিলেন ভাই। ব্লগে সময় দিতে পারিনা আগের মতো। তাই অনেক ভালো ভালো লেখা মিস করি আমি।
শেষের কথাগুলো আমার খুবই পরিচিত ভাই!! আমি বুঝি কথাগুলো কত কষ্টের, কতটা যন্ত্রণার।

শুভকামনা আপনার জন্য সবসময়

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৬

এফ.কে আশিক বলেছেন: মন্তব্যে অনুপ্রণিত হলাম... কবি নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই।
ব্লগে আমিও নিয়মিত নই, তবু যতটুকু পারি সময় দিই।

অনেক ধন্যবাদ আপনাকে... কবি নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই।
শুভ কামনা আপনার জন্যেও, ভালো থাকুন সব সময়...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.