নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া।

এফ.কে আশিক

বাংলাদেশী

এফ.কে আশিক › বিস্তারিত পোস্টঃ

জলের আগুন

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৪


জলের আগুন বয়ে নিয়ে
হিম ছুঁতে এসো না।

কিছুটা নিজের ভিতরে পোড়াও
কিছুটা প্রার্থণায় এসো,
কিছুটা প্রতিমা হও ।

শুধু ফুল হয়ে থেকো না
কিছুটা কাটা-ও রেখো ভালোবেসে।

দেখো, জোছনার বৃষ্টিতে ভিজে
একদিন তোমাকেই ছুঁয়ে যাবো,
তুমুল ভালোবেসে।

ফিরবো না, ফেরালেও না
জলের আগুনে পুড়ে চন্দ্র দ্রুতি হব
তোমার একান্ত আকাশে।





সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

নূর-ই-হাফসা বলেছেন: কবিতা টি ভালো লাগল

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৪

এফ.কে আশিক বলেছেন: ধন্যবাদ... নূর-ই-হাফসা আপু।
ভালোবাসা অন্তহীন...।

২| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০১

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: বাহ

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৭

এফ.কে আশিক বলেছেন: ধন্যবাদ..., ব্লগে স্বাগতম। কবি আব্দুল্লাহ আল মাহমুদ ভাইয়া।
শুভেচ্ছা অফুরান...।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৯

রাতুল_শাহ বলেছেন: পোস্টের ছবির রমণী আসলে জলের আগুণ, মনেরও আগুণ। পুড়তে ভালো লাগবে

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

এফ.কে আশিক বলেছেন: ধন্যবাদ... রাতুল_শাহ।
কিছুটা নিজের ভিতরে পোড়াও
কিছুটা প্রার্থণায় এসো...।

নিরন্তর শুভকামনা...।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

রাতুল_শাহ বলেছেন: লাইন দুটো বুঝলাম না। তাৎপর্য কি?

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৭

এফ.কে আশিক বলেছেন: পোষ্টের ছবি দেখে আপনি বলেছেন
সে জলেরও আগুন মনেরও আগুন এবং তাতে পুড়তে ভালো লাগবে

আমি তাই বলেছি
কিছুটা নিজের ভিতরে নিজেকে পোড়াবার জন্য
কিছুটা প্রার্থণায় এসো বলতে নিজেকে নিয়ন্ত্রণের কথা বলেছি।

আমি কিন্তু অনেকটা মজার ছলেই কমেন্টটা করেছি
কিন্তু সেটা অপনাকে বুঝাতে পাড়িনি তার জন্য দুঃখীত...।
রাতুল_শাহ ভাইয়া।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৯

একটি বালুকণা বলেছেন: হায়!জলের আগুন

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৩

এফ.কে আশিক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ... একটি বালুকণা।
শুভকামনা সব সময়...।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২২

রাতুল_শাহ বলেছেন: অবশেষে বুঝলাম।

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৬

এফ.কে আশিক বলেছেন: জেনে ভালো লাগলো
অনেক ধন্যবাদ... ভাইয়া।

৭| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন+++





শুভ কামনা রইল,প্রিয় কবি।

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:০৮

এফ.কে আশিক বলেছেন: কবিতা ভালো লাগা এবং প্লাসে অনেক ধন্যবাদ... কবি শাহরিয়ার কবীর ভাই।
নিরন্তর শুভকামনা, ভালো থাকুন সব সময়...।

৮| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই কথাগুলো

শুভকামনা আপনার জন্য

২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬

এফ.কে আশিক বলেছেন: অনেক ধন্যবাদ... নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই।
ভালোবাসা অন্তহীন...।

৯| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন মুগ্ধতার কাব্য!

আসলে সময়ের আগে পিছে কত ভাল লেখা যে না দেখাই রয়ে যায়!!!!!!!!!!!!

:)

+++++

২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১১

এফ.কে আশিক বলেছেন: অনেক ধন্যবাদ... কবি।
আমার বেশ কয়েকটা লেখায় আজ আপনার মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম...।
খুব ভালো থাকা কামনা করছি প্রিয় -বিদ্রোহী ভৃগু ভাইয়া।
ব্লগে আমিও নিয়মিত নই তাই অনেক ভালো ভালো লেখা আমিও মিস করে যাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.