নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া।

এফ.কে আশিক

বাংলাদেশী

এফ.কে আশিক › বিস্তারিত পোস্টঃ

ভাবনাংশ চতুর্থপর্ব

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৭


২৬
বেহায়া মন, নিজের
সাথেই চাতুরী করে,
প্রলেপ দেয়া ঘায়ের মুখে
সুই খুঁচিয়ে দুঃখ গাঁথে।

২৭
কি আর এমন আসবে যাবে
নাইবা যদি ফিরাও মুখ,
যা হবার তা হয়েই গেছে
হবে না হয় সাগর- চোখ।

২৮
দুঃখ পাবো জানাই ছিল
আভাষ ছিলো লোক-মুখে
সূরাও যাকে দেয়না ভুলতে
ভুলি তাকে কি ছলে…?

২৯
তীবৃ করুণ ব্যথায় যখন
ভাঙ্গে আমার বুকের খাঁচা,
তুমি তখন কোথায় থাকো-
হে দয়াময়?
দাওনা তাকে একটু মায়া।

৩০
তুমি নাকি সবি পারো
অধম চিরদিন তাই বিশ্বাসে,
ক্ষানিক মায়া দাও না তাকে
প্রেমিক মন যে খুব পিয়াসে।

৩১
তোমার অবহেলা’রাই
আমার মন খারাপের যত কারন
আমার সকল সুখ-দুঃখ,
ব্যথা-বিরহে’র প্রথম সূত্র
মেঘবালিকা।


সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: অনুকাব্য গুলো ভাল লিখেছেন++



শুভ কামনা রইল।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১২

এফ.কে আশিক বলেছেন: ধন্যবাদ... শাহরিয়ার কবীর ভাই।
শুভকামনা সব সময়।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল কথামালার গাঁথুনিতে

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৪

এফ.কে আশিক বলেছেন: ধন্যবাদ... নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই।
ভালো লাগায় অণুপ্রানিত হলাম।
শুভকামনা জানবেন।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৮

সুমন কর বলেছেন: ভালো লাগল।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৫

এফ.কে আশিক বলেছেন: ধন্যবাদ... সুমন কর ভাই।
নিরন্তর শুভকামনা।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৮

জাহিদ অনিক বলেছেন: ভাল লিখেছেন

০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৮

এফ.কে আশিক বলেছেন: অনেক ধন্যবাদ... জাহিদ অনিক ভাই।
শুভকামনা সব সময়।

বিলম্বিত প্রতিউত্তরের জন্য দুঃখিত জাহিদ অনিক ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.