নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালাম সিটিকে

বালাম সিটিকে › বিস্তারিত পোস্টঃ

এইত সেই সন্তান

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:০০

------------------------------------- (বদরুল আলম )


মার্চের কালো রাত তুমি ফিরে এলে
স্মৃতির পায়রাগুলো উড়ে ডানা মেলে
শত কথা জেগে ওঠে স্মৃতি সম হয়ে
বুক ফুলে গৌরবে, তোমাদের জয়ে।

যুদ্ধের ময়দানে গিয়েছিল যারা
কি'আর হাতে ছিল, মনোবল ছাড়া
স্বপ্নিল চাওয়া ছিল, দু'চোখের মাঝে
''আমার সোনার বাংলা'' সুরধ্বনি বাজে।

কালো রাতে কালো মেঘ এসেছিল ধেয়ে
তবু ওরা ছুটেছিল জয়গান গেয়ে
লাল এক সুর্য যে আনতেই হবে
আমাদের তখনইযে বাড়ি ফেরা হবে।

''প্রার্থনা কর মাগো- আসবই ফিরে
অথবা হাড়িয়ে যাব শহীদের ভীড়ে''
আমার মাথায় মাগো রাখো তব হাত
আজকে মা আমাদের সেই কালো রাত।

সেই ছেলে হয়তবা হাড়িয়েই গেল
বাংলার বুকে তবু স্বাধীনতা এলো
কে বলে সেই ছেলে আর বেচে নেই
আমাদের চারপাশে আছে দেখ সেই।











মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.