নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালাম সিটিকে

বালাম সিটিকে › বিস্তারিত পোস্টঃ

সুখ চাও?....দুখ নাও

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৪

............................................................ (বদরুল আলম )


সুখ, তুমি পেতে চাও....কেবা নাহি চায়
যদি সুখি হয়ে যাও......কিবা আসে যায়!

যদি সুখি হতে চাও.....দেই কিছু সুত্র
হতে পার দেউলিয়া ....অথবা রাজপুত্র।

আলোর সুখ নিতে ......আধারেতে যাও
যদিওবা আধারেতে.....কিছু নাহি পাও।

শীতল পরশ পেতে.....উত্তাপ চাই
উত্তাপ পাবেনাতো.....যেতা শীত নাই।

অর্থের সুখ পেতে.....অভাব যে লাগে
নিদ্রার সুখ পায়.......যে রাত জাগে।

নিরোগের স্বাদ বুঝে...রোগভরা দেহ
সুধু সুখ করে সুখি......হয়েছে কি কেহ?

মেঘমালা চায় সবে.....খরা আছে বলে
থেমে থেকে সুখ নেই...তাই সবে চলে।

সুখের নাটাই টানো.....দুখ ঘুড়ি বেধে
হাসিটাকে কাছে টানো...মাঝে মাঝে কেঁদে।

যদি শুধু সুখ চাও....সুখ নাহি পাবে
দুঃখে ভাসিয়ে দিয়ে...সুখ চলে যাবে।



মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +

২| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:২৩

মো. এনামুল হক বলেছেন: অসাধারন.... কবিতা

এই জনমে সুখ নাইকো বলছে তাহাই ধর্ম
পরজনমে সুখ মিলিবে হইলে সাধু কর্ম।

এনামুল

৩| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৪

সিনবাদ জাহাজি বলেছেন: বাহহহহ চমৎকার।
+++

৪| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৭

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা ভালো লাগলো +

৫| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১১

জগতারন বলেছেন:
অসাধারন কবিতা পড়লাম।
খুব ভালোলাগা রহিল।
কবির প্রতি অভিন্দন রহিল।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪০

নতুন নকিব বলেছেন:



চমকপ্রদ কবিতা!

৭| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৮

বালাম সিটিকে বলেছেন: একজন লেখক এর সবচেয়ে ভাললাগা হচ্ছে---যখন তার সৃষ্টি অন্যকে আনন্দ দিতে পারে-----
আসলে আপনাদের ভাল লাগাতে সুখ আমি বোধহয় পেয়েই গেলাম--
ধন্যবাদ সবাইকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.