নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালাম সিটিকে

বালাম সিটিকে › বিস্তারিত পোস্টঃ

জীবনকে আবার চেনো

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৪

------------------------ ( বদরুল আলম )


হাটার তালে,হঠাৎ যদি,ভুমির পানে দেখ
তাকিয়ে থাকো তাকিয়ে থাকো নতুন কিছু শেখ।

বন্ধু জানো? তোমার হাটার গন্তব্য কোথায়?
শেষ ঠিকানা,প্রযত্নে মরণপুরি সেথায়।

কোনসে ট্রেনের যাত্রী হয়ে চলছ মনের সুখে
কোনসে স্বপন আলোক শিখা জ্বলছে চোখে মুখে।

তোমার ট্রেনের গন্তব্য ঐতো মরণপুর
বন্ধু এইতো এসেই গেল আরতো নহে দুর।

সকাল ছুটে বিকেল পানে, দিনের মরণ হবে
জীবন ছুটে মরণপানে, কেবল স্মৃতি রবে।

জীবন সেতো মাত্র কিছু সেকেণ্ডেরই লীলা
জীবন যেন মেঘের সাথে শুভ্র বর্ণ শীলা।

অনেক স্বপ্ন অনেক আশা অনেক মধুর খেলা
শিশির সম শুকিয়ে যাবে সাঙ্গ হবে মেলা।

জীবন সেতো আধার রাতে বিদ্যুৎএরই ঝলক
হারিয়ে যাবে,ফুরিয়ে যাবে ফেলতে চোখের পলক।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:


শ্মশানের কবি?

২| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


ম্যাও প্যাও ধরণের ভাবনা

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৮

বালাম সিটিকে বলেছেন: যাই বলুন না কেন-------আপনার মন্তব্যগুলো সত্যিই ভাল লাগে---
আসলে আমরা সবাই-ই তো শ্মশানের কবি------ নয় কি ?

৩| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:


মানুষের জীবন মানে মৃত্যু নয়, জীবন মানে সফলতার জন্য সংগ্রাম, ও প্রাপ্তি; জীবনের সুন্দর দিক ও কঠিন সংগ্রামের দিক দেখার চেস্টা করেন।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৬

ধ্রুবক আলো বলেছেন: জীবন সেতো আধার রাতে বিদ্যুৎএরই ঝলক
হারিয়ে যাবে,ফুরিয়ে যাবে ফেলতে চোখের পলক।
খুব কঠিন একটা কথা, জীবনের নিশ্চয়তা নেই।
কবিতা ভালো লাগলো

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১১

বালাম সিটিকে বলেছেন: ধন্যবাদ------
আসলে আমাদের জীবনটাই এক কঠিন সমিকরন--------
যে অংকের ফলাফল হলো ''০ ''
ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.