নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালাম সিটিকে

বালাম সিটিকে › বিস্তারিত পোস্টঃ

ছিঃ- তুমি পুরুষ

১৯ শে মে, ২০১৭ রাত ১০:১৮

-------------------------------( বদরুল)
( এক নির্যাতিতা নারীর আর্তনাদ)


হ্যা, আমি যে এক নারী
বিশ্বটাকে ওলট-পালট করতে আমি পারি।

আমায় নিয়ে শিল্পী তুমি আঁক অনেক ছবি
আমায় নিয়ে ছন্দমালা লিখেন অনেক কবি।

আমরা নাকি প্রেরণাদায়িনী, শক্তিদায়িনী মোরা
আমাদের নিয়ে সৃষ্টিকর্তা বেধে দিয়েছেন জোড়া।

তোমরাই বল সম অধিকার নারীদের তরে চাই
নারীদের ফেলে এগিয়ে যাবার, সম্ভাবনা যে নাই।

মাঝে মাঝে তবু দেখিযে পুরুষ তোমার আসল রুপ
নারীরা হচ্ছে কলংকিত, পুরুষ জাতীটা চুপ।

পুরুষ তোমার নখগুলো দেখি অনেক ধারালো আজ
নিষ্ঠুর থাবা প্রসারিত করে করছ মহান কাজ !

পুরুষ তোমার ভেতরে যে আছে আরেক পাষান মুর্তি
'মা জাত' বল তোমরা আবার তাকে নিয়ে কর ফুর্তি।

তোমার বানীতে বিশ্বাস নেই, ভেতরে আছে যে কি?
অভিশাপ দেই পুরুষ তোমায়, ধিক্কার দেই ছিঃ !

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৭ ভোর ৬:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা ভালো লাগলো। অনেক সুন্দর লিখেছেন।

সব পুরুষ কি ধিক্কার পাওয়ারই কাজ করে ভাই!! মেয়েরা ভালো বলতে পারবে হয়তো!!

শুভকামনা আপনার জন্য।

২| ২০ শে মে, ২০১৭ রাত ৯:৩৩

বালাম সিটিকে বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.