নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালাম সিটিকে

বালাম সিটিকে › বিস্তারিত পোস্টঃ

ধর্ম আবার কেন

১৭ ই জুন, ২০১৭ রাত ১১:১১

মুসলিম বলে জান্নাত হল আমারই জন্যে গড়া
কোরআন হাদিস যদিনা মানো, মুল্য দিবে যে চড়া।

হিন্দু বলে যে, স্বর্গ হল, আমাদের সেরা দান
দেব দেবীতে বিশ্বাস আন, শান্তি পাবে যে প্রাণ।

খৃষ্টান বলে খৃষ্ট ধর্ম, সব ধর্মেরই বাপ
হিন্দু, বৌদ্ধ, মুসলিম বল, সব ধর্মেই পাপ।

বৌদ্ধরা বলে, জীবে প্রেম কর,বৌদ্ধ ধর্মে এসো
মানুষের মাঝে ভেদাভেদ ভুলে, মানুষকে ভালবাস।

মসজীদে যায়,মন্দিরে যায়, গীর্জায় যায় যারা
চুটকি বাজিয়ে হাত তুলে বলে, এই ধর্মই সেরা।

আল্লাহ বল,গড বল, ভগবান কিবা ঈশ্বর
একজনই যে সৃষ্টিকর্তা , তিনিই যে অবিনশ্বর।

সৃষ্টিকর্তা ধর্ম দেননি, জাত বেজাতের খেলা
এসো বেচে থাকি ধরনীতে রচি, মানব ধর্ম মেলা।


মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৭ রাত ১১:৩০

নাঈমুর রহমান আকাশ বলেছেন: ধর্ম বিশ্বাস ও পালন করা জীবনের অবিচ্ছেদ্য অংশ। ধর্মের অনুশাসন ছাড়া সমাজ চলতে পারে না। কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ধর্মের সৌন্দর্য নষ্ট করে।

১৭ ই জুন, ২০১৭ রাত ১১:৪৪

বালাম সিটিকে বলেছেন: আসলে ঠিক বলেছেন--
ধর্মকে অন্তরে লালন করে একটি সুন্দর জীবন যাপন করতে হবে

২| ১৭ ই জুন, ২০১৭ রাত ১১:৩১

নিগূঢ় বলেছেন: হা হা হা... না হেসে পারলুম না।

১৭ ই জুন, ২০১৭ রাত ১১:৪৮

বালাম সিটিকে বলেছেন: আসলে ধর্ম যেমন শান্তির বারতা বহন করে, ঠিক তেমনি গোটা বিশ্বকে অশান্তির দিকেও ঠেলে দিচ্ছে
ধন্যবাদ

৩| ১৭ ই জুন, ২০১৭ রাত ১১:৪৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: যার যা আছে,যে যেখানে আছে সেটাকেই বড় করে তোলা মানুষের একটি সহজাত প্রবৃত্তি।তাই মূলত এমন একটা সমস্যা হয়ে উঠে।সবাই সবার ধর্মকে সেরা বলে দাবী করে।
তবে,এটাও ঠিক ধর্মের শাসন ছাড়া সমাজ আরো বেশি কলুষিত হয়ে পড়ত।

১৭ ই জুন, ২০১৭ রাত ১১:৫১

বালাম সিটিকে বলেছেন: যার যা আছে,যে যেখানে আছে সেটাকেই বড় করে তোলা মানুষের একটি সহজাত প্রবৃত্তি------
খারাপ নহে, তবে অন্যকে হেয় করে নয়----
সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ

৪| ১৭ ই জুন, ২০১৭ রাত ১১:৪৫

নাঈম ইবনে রেজা বলেছেন: বর্তমানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি- কিন্তু ইসলামের দিকেই ইঙ্গিত করেই বলা হয়।
ইসলাম যা আমাদেরকে পালন করতে বলে, আমরা তাই করবো। এটাকে যদি কেউ 'বাড়াবাড়ি' বলে, বলতে পারুক।
এটা তার বাকস্বাধীন্তা।

৫| ১৭ ই জুন, ২০১৭ রাত ১১:৫৪

বালাম সিটিকে বলেছেন: সত্যি তাই---
মনের অন্তস্থল থেকে জেগে ওঠা বিশ্বাস নিয়েই ধর্ম এগিয়ে চলে
ধন্যবাদ

৬| ১৮ ই জুন, ২০১৭ রাত ১২:০৬

তপোবণ বলেছেন: সকল ধর্মেই শান্তির কথা লেখা আছে। পাপ-পূণ্য, স্বর্গ-নরক, নীতি-নৈতিকতা সকল ধর্মেই এই সবক দেয়া আছে। সঠিকভাবে পালন করলে যার যার ধর্মের অনুশাসন পালন করে সবাই সঠিক পথে থাকতে পারে। কিন্তু ধর্মের এজেন্টরা এসব করতে দেবেনা। এরা ধর্মের মাধ্যমে জুজুর ভয় দেখাবে, মানুষ ঠকাবে, মানুষকে বিভ্রান্ত করবে, বোকা বানাবে। আবার ঘোষণা দেবে আমার ধর্মই সব ধর্ম থেকে সেরা। সমাজ সংসারে সারা বিশ্বেই এরা আছে। এই এজেন্টরাই ধর্ম বিদ্বেষ ছড়ায় মানুষ হত্যার মহোৎসব করে।

৭| ১৮ ই জুন, ২০১৭ রাত ১২:২৯

বালাম সিটিকে বলেছেন: ধর্মের এজেন্টরা-----------এদেরকে চিহ্নিত করে যা করার তা করা প্রয়োজন
ধন্যবাদ

৮| ১৮ ই জুন, ২০১৭ রাত ১:১২

জাহিদ অনিক বলেছেন: নাস্তিক কি বলে ?

৯| ১৮ ই জুন, ২০১৭ রাত ১:৫১

নিগূঢ় বলেছেন: লেখক বলেছেন: আসলে ধর্ম যেমন শান্তির বারতা বহন করে, ঠিক তেমনি গোটা বিশ্বকে অশান্তির দিকেও ঠেলে দিচ্ছে
নাস্তিকতাও কিন্তু একটা ধর্ম।

১০| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৪

স্বতু সাঁই বলেছেন: বৌদ্ধরা বলে, জীবে প্রেম কর,বৌদ্ধ ধর্মে এসো
মানুষের মাঝে ভেদাভেদ ভুলে, মানুষকে ভালবাস।


যেহেতু কবিতাটি অন্তে ছন্দের মিল রেখে রচনা করা হয়েছে, সেহেতু বলছি এই দুটি পঙক্তির অন্তে ছন্দের অমিল ঘটেছে। যেহেতু দ্বিতীয় পঙক্তিতে ভালবাস ব্যবহার করা হয়েছে, সেহেতু প্রথম পঙক্তিতে এসো এর স্থলে আসো হলে ঠিক হতো। এছাড়া সবই ঠিক আছে। কবিতাটাও সমসাময়িক হয়েছে।

১১| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১০

নাঈম ইবনে রেজা বলেছেন: ইসলাম ছাড়া পৃথিবীর সব মানুষের জীবন অচল।

১২| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১২

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.