নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চিন্তা করি....সুতরাং আমি অস্তিত্বশীল

সাজ্জাতুল ইমরান ফয়সাল

একজন সাধারণ মানুষ

সাজ্জাতুল ইমরান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

একদিন ছিনতাই

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

গিয়েছিলাম দুই রুম মেট ট্রেড ফেয়ার দেখতে

অবাক হলাম বিক্রেতাদের চড়া দাম হাঁকতে

একটা স্যাম্পু - একটা টুথপেষ্ট আর কিছু কিনি নাই

পকেটে যত টাকা ছিল , রয়ে গেল পুরোটাই ...!



মেলার পরে - বেলা শেষে রাস্তায় নেমে দেখি

বাড়ি ফেরার গাড়ি যেন দিচ্ছে মোদের ফাঁকি

গাড়ি নাই , রিক্সা ও নাই , রাস্তায় হাহাকার

এমন সময় সামনে এসে দাড়ায় মাইক্রো কার !!!



বলল ও ভাই যাবেন কোথা? উঠে পড়ুন তবে..!!

গাড়ি ভাড়া যা ই দিবেন , তাতেই মোদের হবে..

ভাবলাম - এই অসময়ে পেলাম যখন গাড়ি..

আরামেতেই দুজন বুঝি যাব এবার বাড়ি..!:D



বসেই দেখি মোদের দিকে তাক করা মরনাস্ত্র

উহা দেখেই প্রায় নষ্ট - মোদের পরা বস্ত্র :-/

বলল - নাকি দিতে হবে মোদের যা যা আছে

দিলাম সব এই ভেবে- যদি মেরেই ফেলে পাছে ?:-*



বেরসিক ঐ লোকগুলোকে দেখার সাধ জাগে

যেই না ঘাড় ঘুরালাম- চর খেলাম ভীষন রাগে ...:((

হাসব আমি !! কাদবো... নাকি ..নিজেই যাব মরে?

চুপ করেই রইলাম - যদি আবার দেয় ঘাড়ে?!!:|





একটু পরে সাহস করে, বলি- সিম টা দেন

সেট টা নিলে নিয়েই যান, সিম টা নিবেন কেন্?/:)

পাষান মনে দয়া হলো , সিম টা দিয়ে দিল,

এক টানেতে খিলক্ষেত গিয়ে গাড়িটা ক্ষান্ত হলো.



নামিয়ে দিতেই করুণ সুরে বললাম আমি - ভাই ....

বাসায় ফিরে যাব যে মোরা, সেই ভাড়া টি ও নাই.../:)

পাষান মনে আবার ও দয়া, দিল একশ টাকা,

তারপরেতে আমরা দুজন, আর ধু ধু রাস্তা ফাঁকা...



রাস্তা আর পকেট এর মত, মাথাটা ও যেন শূন্য

কাপড়গুলো নেয়নি খুলে, তাই ভেবে আমি ধন্য ...

এক গাদা দু:খ আর হতাশা সঙ্গে করে

দুই রুম মেট গলাগলি করে গেলাম ঘরে ফিরে .....

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: আহারে!!!!!! :(( এ যুগেও কেও অজানা গাড়িতে ওঠে?????? :(

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

হারানো ওয়াছিম বলেছেন: কি দরকার ছিলো গাড়িতে ওঠার............. অতি লোভে তাতি নষ্ট।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: জি ভাই .... অতি লোভে শুধু তাতী না ... জেলে, কামার, কুমার , সব ই নষ্ট :( ......@হারানো ওয়াছিম

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: আমার এক কলিগ এর বাস্তব ঘটনা অবলম্বনে লিখা ...@ স্পীচ থেরাপিষ্ট সুমন

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

যাযাবর৮১ বলেছেন:




কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.