নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চিন্তা করি....সুতরাং আমি অস্তিত্বশীল

সাজ্জাতুল ইমরান ফয়সাল

একজন সাধারণ মানুষ

সাজ্জাতুল ইমরান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

"কই যাইবেন ?"

২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২০



ছোট বেলায় দেখতাম রিকশাওয়ালারা যাত্রীদের ডাকতো এইভাবে - "কই যাইবেন ?"
রিক্সাওয়ালাদের এই জিজ্ঞাসায় আমার বাবার ছিল চরম আপত্তি। ওনার প্রশ্ন হলো - আমি কোথায় যাবো তা রিক্সাওয়ালা জেনে কি করবে ? এই বিষয়টি নিয়ে দেখা যেত উনি প্রায় ই রিক্সাওয়ালাদের সাথে ফান করছেন।
যেমন একদিন রিক্সাওয়ালা যখন জিজ্ঞেস করলো " কই যাইবেন "? বাবা তখন মুখটাকে ব্যাপক সিরিয়াস ও গম্ভীর ভাব নিয়ে বললেন - "এইতো বাসার দিকে যাবো"..বাবার এই কথা শুনে খুব মজা পেতাম,কারণ উনি এমন ভাবে কথা টা বলতেন যেন কোনো আত্মীয়ের/পরিচিতের কোনো প্রশ্নের জবাব দিচ্ছেন। আর আমার মজা দ্বিগুন বেড়ে যেত ঠিক তখনকার রিক্সাওয়ালার ভ্যাবাচ্যাকা মূলক চেহারা দেখে।

"কই যাইবেন ?" এই প্রশ্নটার উত্তর আরো বিভিন্ন ভাবে দেওয়া হতো :
যেমন তিনি বলতেন: "বলা যাবে না "
কিংবা কখনো বলতেন " সৌদি আরব যাবো "
আমি তখন মাঝে মাঝে রিক্সাওয়ালাদের হয়ে একটা উপযুক্ত বাক্য খুঁজতাম।অর্থাৎ "কই যাইবেন ?" বাক্যটির প্রতিস্থাপনযোগ্য বাক্য খুঁজে বেড়াতাম।

একদিন ঢাকার গ্রীনরোডে এক রিক্সাওয়ালার ইউনিক স্টাইল আমার নজরে এলো। তিনি বেশ জোরে জোরে হাঁক ডাকছেন - "এই রিক্সা -- এই রিক্সা - কার লাগবে রিক্সা ?--আসেন -- সুযোগ সীমিত "
মুচকি হেসে ভেবে নিলাম - এর চেয়ে ভালো প্রতিস্থাপনযোগ্য বাক্য আর হতেই পারে না।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮

নূর-ই-হাফসা বলেছেন: :) মজার ছিল কথোপকথন গুলো ।

২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: :D ;)

২| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮

রুরু বলেছেন: আপনার বাবা মনে হয় রসিক ছিলো খুব।

২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: ভীষণ রকমের রসিক ছিলেন।

৩| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫

প্রামানিক বলেছেন: রসিকতা ভালো লাগল।

২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০২

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: :D

৪| ২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩

ফেরদৌসা রুহী বলেছেন: এখন ঢাকা শহরের রিক্সাওয়ালাদের অনেক দাম।

যদি জিজ্ঞেস করি এই রিক্সা যাবে, রিক্সাওয়ালা মুখের উপর বলে দেয় যামুনা। তখন আমি উলটা জিজ্ঞেস করি, কই যাবে লন্ডন।

২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: হা হা হা
ঠিক বলেছেন। ওরা মাঝে মাঝে এমন ই ভাব ধরে যে প্রচন্ড রাগ হয়।

৫| ২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২২

কামরুননাহার কলি বলেছেন: রিক্সসা ওয়ালাদের মাঝে মাঝে আমার ধরে বাইরেতে ইচ্ছে করে। কোথায়ও গেলেও, সামনে দিয়ে হেটে গেলেও জিজ্ঞস করে “কই জাইবেন”

আপনেই বলেন তো ভাইয়া আমি কি রিক্সসাওয়ালাকে বলছে এই মামা যাবেন? তখন না হয় বলতে পারে “কই যাইবেন”

শালার রিক্সসা ওয়ালাদের উপর মেজাজ খারাপ হয়ে যায় মাঝে মাঝে।

২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪১

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: আপনিও তখন বলে দিবেন - " সৌদি আরব যাবো "

৬| ২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৪

মিথী_মারজান বলেছেন: বাহ্! আপনার বাবা তো দারুণ মজার মানুষ!

গ্রীণ রোডের এ রিক্সাওয়ালাটির কথা শুনেও মজা লাগল।

২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪১

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: :D :D

৭| ২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫

গরল বলেছেন: এখন আর রিক্সাওয়ালারা জিজ্ঞাসা করে না কই জাইবেন, আমাদেরই তেল মেরে জিগাইতে হয় যাবেন নাকি মামা। বেশীর ভাগ ক্ষেত্রে উত্তর হ্য় যাব না। তাই আমি আগে বলি কই যাইবেন মামা? যাওয়ার পথে যদি আমাকে সুবিধামতন যায়গায় নামিয়ে দিতেন।

২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪২

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: হা হা হা
আসলেই তাই।

৮| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

সুমন কর বলেছেন: আপনার বাবা মজার ছিলেন।

৯| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০২

জাহিদ অনিক বলেছেন:

কিছুটা রম্য ! =p~

১০| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রিক্সা চালকদের নিয়ে মজার অভিজ্ঞতা
শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

রিক্সাচালকদের বড় আজব কায় কারবার
তারা নারী যাত্রীদের একটু বেশী প্রধান্য দিয়ে থাকে।
একই দূরত্বে পুরুষ যাত্রী থেকে কম ভাড়ায় যাবে কিন্তু
পুরুষদের বেলায় না ।।

একটা মজার ঘটনাঃ
একদিন এক লোক মোহাম্মদপুর থেকে রিক্সায় কারওয়ানবাজার অফিসে যাচ্ছে...
তার রিক্সারে ওভারটেক করলো আরেক রিক্সা... চালাইতেছিলো এক আধবুড়া চালক
আর রিক্সায় ছিলো তিন তরুনী...তো আধবুড়া চালক তার রিক্সাকে ওভারটেকরে গেলো।
লোকটি মহা ক্ষেপে গিয়ে বললেণ... ঐ মিয়া... দেখো বাড়া লোকটা তিনজন জোয়ান মাইয়া
নিয়া ওভারটেক করে... আর তুমি আমারে একলা নিয়া এত আস্তে চালাও...
রিক্সাওয়ালা নির্লিপ্ত জবাব দিলো- ঐরম তিনডা মাইয়া থাকলে আমিও ওভারটেক করতে পারতাম।

হাহাহহা

২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৩

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: হা হা হা :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.