নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চিন্তা করি....সুতরাং আমি অস্তিত্বশীল

সাজ্জাতুল ইমরান ফয়সাল

একজন সাধারণ মানুষ

সাজ্জাতুল ইমরান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

যৌন স্বাধীনতা !

১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪০



এলাকার সবচেয়ে বড় মোরগটিকে প্রায়ই আশেপাশে দু চার জন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরাঘুরি করতে দেখা যায়। এইতো সেদিনও দেখলাম - এক বালির ডিবির উপর চারটি মুরগি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি।
মুরগিদের মধ্যেও এক ধরণের লয়ালিটি কাজ করে। সেদিন উঠতি বয়সী এক যুবক মোরগ তার চরিতার্থ হাসিলের উদ্দেশ্যে এক মুরগিকে ধাওয়া করছিলো। মুরগিটির গগনবিদারী চিৎকারে তখন আকাশ বাতাস ভারী হয়ে উঠছিলো। বাংলা সিনেমার মতন সে যেন বলছিলো - বাঁচাও ! বাঁচাও !
ঠিক সেই মুহূর্তে বড় মোরগটি এসে যুবক মোরগটিকে তাড়িয়ে দিলো। সাথে সাথেই তাড়া খাওয়া মুরগিটি পাছা নিচু করে বসে পড়লো আর বড় মোরগটি তার জৈবিক কর্মটি সম্পাদন করলো। আঃ কি লয়ালিটি।

উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে মুরগিদের সমাজ ব্যবস্থা আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। আমি ভাবছি - যেখানে দলনেতা মোরগটি একসাথে ৪/৫ জন সঙ্গী নিয়ে অবলীলায় ঘুরে বেড়াচ্ছে - সেখানে একজন যুবক মোরগের কোনো যৌন স্বাধীনতা নেই !

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: হাস্যকর!

২| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৯

জগতারন বলেছেন:
এই সমস্ত কচু আর ঘেচু এইখানে কেন???

৩| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৪

গফুর ভাই বলেছেন: যৌন স্বাধীনতা কি সব?!!!.।

৪| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: জটিল :P ও ভাল বিষয়ের লেখা।

দুনিয়া যেখানে যৌন স্বাধীনতা তথা অবাধ যৌনতায় ভাসছে সেখানে মুরগীই বা বাদ যাবে কেন? জয়তু যৌনতা।

৫| ১৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৬

জিকোব্লগ বলেছেন:



দেশী অথবা এরাবিয়ান মোরগ -মুরগী তো তাই, চিন্তার কোনো
কারণ নাই, একদিন যুবক মোরোগটিও বড় মোরগ হয়ে যাবে।

৬| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:


আপনার ভাবনা মুরগী অবধি।

৭| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১২

সাফকাত আজিজ বলেছেন: পশুদের মধ্যে যৌনতা "হারেম" সিস্টেম এ কাজ করে। এখানে "সারভাইভাল ফর দি ফিটেস্ট" অনুযায়ী যতদিন বলশালী প্রাণীটি তার হারেমের নিরাপত্তা দিতে পারে ততদিন সেই হারেমের স্ত্রীগণ তার প্রতি অনুযোগহীন ভাবে "লয়াল" থাকে।

৮| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মুরগির কথা বাব দিন,আপনিই বা বাদ যাবেন কেন।অনেক ব্যবস্থা আছে।

৯| ১৯ শে নভেম্বর, ২০২০ ভোর ৬:৪৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে যুগে অদূর ভবিষ্যতে হয়তো মোরগ-মুরগিদের মধ্যে বুদ্ধিমত্তার চরম বিকাশ ঘটবে। তখন এইধরণের হেরেমের মালিক মোরগদের বিরুদ্ধে মোরোগীক (সামাজিক নয় ) বিপ্লব ঘটতে পারে এবং বিলুপ্ত হতে পারে বহুগামিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.