নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দেওয়ার মত বড় কিছু অর্জন করতে পারি নি। মানুষের ভাবনা গুলি কোথাও না কোথাও প্রকাশ করতে হয়। আমার মতবাদ বা ভাবনা গুলি আমি সবার সাথে এখানে শেয়ার করব। আপনার ভাল লাগতে পারে, নাও পারে। সবাই মানুষ হলেও ভাল লাগা, না লাগা তার ব্যাক্তিগত ব্যাপ

ফ্রিটক

সত্য কি তা জানা ও সবার না বলা কথাগুলি শোনান জন্য ব্লগে আসা। সত্য বলতে ও জানতে চাই

ফ্রিটক › বিস্তারিত পোস্টঃ

ভার্ক এর ভাইভা পরীক্ষা( বিরম্বনা)

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

দেশে বর্তমানে অনেক বেকার। তাই সবাই ভাইভা দিতে গেলে একটু আসা রাখে। প্রথম আলোর বিজ্ঞপ্তি দেখে ভার্ক এ চাকুরির জন্য আবেদন করলাম। তো তারা কিছুদিন পর আমাকে ভাইবার জন্য সিলেক্ট করল। আমাকে দুইদিন তা কল করে জানানো হল। ২০ তারিখে ভাইভার জন্য ঢাকা সাভারে গেলাম। সেখানে যেয়ে তো আমি অবাক,
এযেন বেকারদের সাথে প্রতারনা ছাড়া কিছু নয়।তারা একটি খালি পদের জন্য ১৮ জনকে ভাইভার জন্য ডেকেছে। তো এসে যখন পড়েছি দেখি কেমন ভাইভা,? ৮ জন পর আমার সিরিয়াল ডাকা হল। তাদের প্রশ্ন শুনে আমি পুরাই অবাক। ১। আপনার নাম কি,?
২। আপনার বাসা কোথায়?
৩। আপনি কোথায় থেকে পাস করেছেন,?
৪। স্যালারি কত দিলে হবে,? ( বেতন কিন্তু পত্রিকার বিজ্ঞাপনর উল্লেখ করে দেওয়া ছিল)।

ভার্কের গাজাখোর কিছু নিয়োগ কর্মকর্তা কে প্রশ্ন করি, আপনারা কি বেকারদের চাকুরি দিতে ডেকেছেন,? না তাদের পকেটের শেষ সম্বল টুকু শেষ করার জন্য ডেকেছেন,? চাকুরি না দিলেও বেকারদের হহয়রানি করার কোন অধিকার আপনাদের নেই। ১ পদের জন্য ১৫এর ততোধিক ভাইভাতে ডাকা বেকারদের সাথে প্রতারনা ছাড়া কিছুনয়।







তাই

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৩

চাঁদগাজী বলেছেন:


ভার্ক মানে কি?

২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

অতঃপর হৃদয় বলেছেন: ভালই তো,,, এগুলো প্রশ্ন করলে তো আরো বেশি ভাল সব গুলোর ঈ উত্তর জানা :) :)। তাহলে আর চাকুরী পাওয়া কে ঠেকায়

৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৮

ফ্রিটক বলেছেন: ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার, একটি এনজিও

৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩

টি এম মাজাহর বলেছেন: এধরনের 'এক পদের' বিজ্ঞাপন মানে কাকে নিবে সেটা সিলেক্ট করাই আছে। বিভিন্ন ধরনের কমপ্লাইয়েন্স এর জন্য একটি ভাইবা নাটকের আয়োজন করা হয়, যাতে কাগজে কলমে দেখানো হয়, কত কঠিনভাবে (!) তারা যাচা্‌ই বাছাই করে ১৮ জন থেকে একজন সিলেক্ট করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.