নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দেওয়ার মত বড় কিছু অর্জন করতে পারি নি। মানুষের ভাবনা গুলি কোথাও না কোথাও প্রকাশ করতে হয়। আমার মতবাদ বা ভাবনা গুলি আমি সবার সাথে এখানে শেয়ার করব। আপনার ভাল লাগতে পারে, নাও পারে। সবাই মানুষ হলেও ভাল লাগা, না লাগা তার ব্যাক্তিগত ব্যাপ

ফ্রিটক

সত্য কি তা জানা ও সবার না বলা কথাগুলি শোনান জন্য ব্লগে আসা। সত্য বলতে ও জানতে চাই

ফ্রিটক › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযোদ্ধা হতে চাই

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩০

আমার জন্ম১৯৮৮ এ। যুদ্ধের অনেক পর। যারা৭১ এ যুদ্ধ করেছে তারা মুক্তিযোদ্ধা। আমার বাবা ও দাদা যুদ্ধে অংশগ্রহন করলেও তারা কোনদিন নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবি করে কোন সুযোগ সুবিধা নিয়েছে বলে আমার মনে হয় না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কিছু চেতনাবাজ, সরকারদলিয় লোক মুক্তিযোদ্ধার নামে প্রতারনা করছে। একজন মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখে যুদ্ধ করেও সে পরের অনুগ্রহ নিয়ে জীবনে কিছু করতে চায় না।আর আমরা তাদের নামে তাদের নাতিপুতিদের চাকুরির কোটা সংরক্ষন করি। আমরা বড়ই আজব জাতি। সংবিধানে সব নাগরিকের সমান অধিকারের কথা বলা হচ্ছে। আমরা যারা নতুন প্রজন্ম তারা ঔ কোটায় বলি হচ্ছি। যারা যুদ্ধের সময় ছিলাম না তারা এই কোটার আওতামুক্ত হয়া উচিত। আর তা না হলে আবারও নতুন যুদ্ধের ব্যবস্থা করুন, আমি মুক্তি যোদ্ধা হতে চাই। নতুবা মুক্তিযোদ্ধাদের নাতিপুতি, পোষ্য,কোটার মত অযৌক্তিক কোটার বিলুপ্তি চায়,

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫

মুদ্‌দাকির বলেছেন: ইমরান সরকার অথবা ছাত্রলীগ এর সাথে যোগাযোগ করুন, উনারাই বর্তমানের মুক্তিযোদ্ধা !?

২| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধু তাই না মুক্তিযোদ্ধা সার্টিফিকেট হাত বদল/বিক্রিও হয় ‍বাংলাদেশে!

৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫

কিরিটি রায় বলেছেন: তা না হলে আবারও নতুন যুদ্ধের ব্যবস্থা করুন, আমি মুক্তি যোদ্ধা হতে চাই। নতুবা মুক্তিযোদ্ধাদের নাতিপুতি, পোষ্য,কোটার মত অযৌক্তিক কোটার বিলুপ্তি চায়,

যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা কখনো ঐ মহান দানের বদলে কখনোই প্রতিদান নিতে চান না। কেউ বললে উল্টো বাঘৈর মতো গর্জে ওঠেন।
আর সুবিধঅবাদী কলকাতার হোটেল পার্টি আর অন্য কোন কারণে আহত ভন্ডরাই কোটা, মুক্তিযোদ্ধা পরিচয়ে বাসে ভাড়া, নিয়ে ক্যাচাল করে!!!!!

৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

হাসান বিন নজরুল বলেছেন: ভালো ও যৌক্তিক দাবীর প্রতি আমার বরাবরই সমর্থন থাকে ভাই।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

নীল-ধ্রব-তারা বলেছেন: আরো একবার যুদ্ধ চাই, বাঁচলে যুদ্ধপরবত্তি সমইয়ে কোঠাই চাকরি করব :::::
বাংলাদেশ ছাড়া আর কোনো দেশে কি এই ফাউল কোঠা আছে, কারো জানা আছে?

৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

মাহমুদা আক্তার সুমা বলেছেন: আমি একজনকে চিনি খুব কাছ থেকে, ষ্টুডেন্ট আমার থেকেও খারাপ। তেমন কোন বিশেষত্ব নাই। তবুও তিনি একজন সরকারী অফিসার, মুক্তিযোদ্ধার মেয়ে হওয়ার বদৌলতে। একটা সরকারি চাকরীর জন্য কতটুকু স্ট্রাগল করেছি সেই দুঃখের কাহীনি আর নাইবা শুনলেন। আমি মুক্তিযোদ্ধাদের সম্মান করি। কিন্তু সত্যিই খুব কষ্ট হয় যখন দেখি এত চেষ্টা করেও যোগ্য ব্যক্তিটি তার সম্মান পাচ্ছেনা কোটা ব্যবস্থার জন্য। বর্তমান পরিস্থিতিতে একজন নাগরিকের যোগ্যতা অনুযায়ী ভাল কাজ দেয়া সরকারের প্রথম শর্ত হওয়া দরকার। সত্যিই এ বিষয়ে বুদ্ধিজীবি সমাজকে নতুন করে ভাবতে হবে। ধন্যবাদ ভাই আপনাকে যুগোপযোগী একটা পোষ্ট এর জন্য।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১১

বিপরীত বাক বলেছেন: কিছু পুটলা পাটলি ঘাড়ে বান্ধে নিন আর কপালে একটা লাল সবুজ পট্টি।। তারপর সুজা গিইয়া শাহবাগে তাবু গাইড়া বইসা যান।। এমন ভাবে বসবেন যেন পিছনে শিকড় জালায় যায়।। লাত্থি মাইরাও উঠানো যেন না যায়।। ব্যস। কেল্লা ফতে।।

আগের প্রজন্মে সুযোগ না পাইলেও দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা হতে পারবেন কনফার্ম।।

কোটায় অন্তর্ভুক্ত হওয়ার পর আমার কনসালটেন্সি ফি টা পাঠাতে ভুলিয়েন না আবার।।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

ফ্রিটক বলেছেন: ভাই পুলিশ ত পিটাইবো, তখন কি ইমরানের নাম বলব,?

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৯

নতুন নকিব বলেছেন:



@"বিপরীত বাক বলেছেন: কিছু পুটলা পাটলি ঘাড়ে বান্ধে নিন আর কপালে একটা লাল সবুজ পট্টি।। তারপর সুজা গিইয়া শাহবাগে তাবু গাইড়া বইসা যান।। এমন ভাবে বসবেন যেন পিছনে শিকড় জালায় যায়।। লাত্থি মাইরাও উঠানো যেন না যায়।। ব্যস। কেল্লা ফতে।।

আগের প্রজন্মে সুযোগ না পাইলেও দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা হতে পারবেন কনফার্ম।।

কোটায় অন্তর্ভুক্ত হওয়ার পর আমার কনসালটেন্সি ফি টা পাঠাতে ভুলিয়েন না আবার।।"


-সেই রকম প্রেসক্রিপশন! 'বিপরীত বাক' -এর ঠিকানায় প্রেসক্রিপশন ফি অগ্রিম পাঠানোর দাবি জানাচ্ছি।

ভূয়া বানিজ্য নিয়ে কথা বলায় পোস্টদাতাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.