নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দেওয়ার মত বড় কিছু অর্জন করতে পারি নি। মানুষের ভাবনা গুলি কোথাও না কোথাও প্রকাশ করতে হয়। আমার মতবাদ বা ভাবনা গুলি আমি সবার সাথে এখানে শেয়ার করব। আপনার ভাল লাগতে পারে, নাও পারে। সবাই মানুষ হলেও ভাল লাগা, না লাগা তার ব্যাক্তিগত ব্যাপ

ফ্রিটক

সত্য কি তা জানা ও সবার না বলা কথাগুলি শোনান জন্য ব্লগে আসা। সত্য বলতে ও জানতে চাই

ফ্রিটক › বিস্তারিত পোস্টঃ

মানুষকে ভালবাসুন, তবেই সৃষ্টিকর্তা কে পাবেন

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৩

যারা দৃশ্যমান মানুষকে ভালবাসতে পারে না,তারা অদৃশ্য সৃষ্টিকর্তাকে কিভাবে ভালবাসবে, বলেছেন মাদার তেরেসা। আজকে আমরা সমাজে যে বিদ্বেষ, হানাহানি দেখছি তার মূল কারন আমরা সমাজের বঞ্চিত, অবহেলিত, এতিমদের ভাল নেক দৃষ্টিতেদেখি না। এতিন বলতে বাপ মা হারা নয়,যারা আপনার থেকে কম অর্থসালী, যাদের কিছু করার সামর্থ্য কম, যারা দূর্বল তারা এর আওতা ভুক্ত। আমরা মসজিদ এ নিয়মিত নামাজ পরি,হজ্জ করি কিন্তু পাশের বাড়ির লোক অভুক্ত থাকলে তার খবর রাখি না। পরোপকার এর কথা নাইবা বললাম,তাই বলে কি সহমর্মিতা ও দেখাব না,? হায়রে ধর্ম, এটা কি ঐ মসজিদ, মন্দির এ সীমাবদ্ধ,? আমার মনে হয়, না। আমরা বর্তমানে মেকি লোক দেখানো ধর্মপালন করি। সুদ, ঘুষ এর টাকা পকেট ভরে মসজিদে নামাজ পড়ি,মন্দিরে পুজা করি। হকদারের হক মেরে মসজিদ গড়ি, মন্দির গড়ি। বিশ্বাস রাখি আল্লাহকে পাওয়ার। কিন্তু সৃষ্টিকর্তা অদৃশ্য, তাকে পেতে হলে আগে দৃশ্যমান মানুষকে ভালবাসুন,তবেই তাকে পেতে পারেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.