নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দেওয়ার মত বড় কিছু অর্জন করতে পারি নি। মানুষের ভাবনা গুলি কোথাও না কোথাও প্রকাশ করতে হয়। আমার মতবাদ বা ভাবনা গুলি আমি সবার সাথে এখানে শেয়ার করব। আপনার ভাল লাগতে পারে, নাও পারে। সবাই মানুষ হলেও ভাল লাগা, না লাগা তার ব্যাক্তিগত ব্যাপ

ফ্রিটক

সত্য কি তা জানা ও সবার না বলা কথাগুলি শোনান জন্য ব্লগে আসা। সত্য বলতে ও জানতে চাই

ফ্রিটক › বিস্তারিত পোস্টঃ

আগে কি সুন্দর দিন কাটাইতাম পর্ব ১

০৫ ই মে, ২০১৬ রাত ১১:০৬

তখন আমি চতুর্থ শ্রেণীতে পড়ি।আমি ও আমার বন্ধু শেমুল দুজনে মিলে আম চুরি করতে স্কুলের পিছনে ঘোপায়( জায়গার নাম) যাই। আমরা পূর্বেই আম খাওয়ার মলম( মরিচ,লবন গুড়া) তৈরি করে কাগজে ভরে নিয়ে গেছিলাম। আমি গাছের নিচে পাহারা দিচ্ছিলাম আর সে গাছ থেকে আধা ব্যাগ আম পেড়ে নিয়ে এল। এর পর আমরা সেই আম নিয়ে ঘাসের উপর বসে আম কাটছিলাম আর কাগজের সেই মলম সামনে ঘামেন উপর রাখলাম। কিন্তু বিধি বাম, হটাৎ সেই দমকা হাওয়া এসে মলম উড়ে গিয়ে পড়ল শেমুলের চোখে। তারপর আর কিবা করার,! একটা লাঠি নিয়ে এসে ওর হাতে দিলাম। এক হাতে লাঠি আর এক হাত আমার কাধে ভর করে ওকে নিয়ে আসলাম আমাদের পাড়ার পুকুর পাড়ে। সে পুকুরে ঝাপ দিল। এভাবে মরিচ গুড়ার হাত হতে নিস্তার পেল সে।আমাদের ছেলে বেলার সত্য ঘটনা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৬ দুপুর ২:১১

সিমরান আহমেদ বলেছেন: হাহ হাহ হা আম গাছ ওয়ালার অভিসাপ

২| ১৫ ই মে, ২০১৬ দুপুর ২:২২

ফ্রিটক বলেছেন: ঠিক বলেছেন, মনে হয় আম গাছের পানি পড়া দিছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.