নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দেওয়ার মত বড় কিছু অর্জন করতে পারি নি। মানুষের ভাবনা গুলি কোথাও না কোথাও প্রকাশ করতে হয়। আমার মতবাদ বা ভাবনা গুলি আমি সবার সাথে এখানে শেয়ার করব। আপনার ভাল লাগতে পারে, নাও পারে। সবাই মানুষ হলেও ভাল লাগা, না লাগা তার ব্যাক্তিগত ব্যাপ

ফ্রিটক

সত্য কি তা জানা ও সবার না বলা কথাগুলি শোনান জন্য ব্লগে আসা। সত্য বলতে ও জানতে চাই

ফ্রিটক › বিস্তারিত পোস্টঃ

জিপিএ সমাচার বনাম শিক্ষার মান

১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৪

গত কয়েকদিন আগে এসএসসির ফলাফল প্রকাশিত হইছে। এবা পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ এর মত পরীক্ষার্থী। পাস করেছে ৯১%। মন্ত্রীমহোদয়ের সাফল্যই বলতে হয়। আর জিপিএ ৫ পেয়েছে ১ লাখ এর মত পরীক্ষার্থী। তাহলে জিপিএ ৪.৯৬ বা৪.৭৫ এরকম আরও পেয়েছে ২ থেকে ৩ লক্ষ। তাহলে আমি বলতে পারি ছেলেমেয়েরা পড়ায় খুব মনোযোগী কিন্তু বাস্তব তা বলে না। তার কারন তারা এক পাতা শুদ্ধভাবে লেখার ক্ষমতা রাখে না। তাদেরকে ছুটির দরখাস্ত লেখতে বলেন, অধিকাংশই গাইড বই দেখে লিখবে। তাহলে আমাদের সৃজনশীলতার মান কোথায়,? সরকারের সফলতা বা শিক্ষার মান বাড়ানোর নামে পাসের হার বাড়ানো কতটা যৌক্তিক,? এর প্রমান পিরোজপুর এর ভান্ডারিয়ার উপজেলার এক ছাত্রী। গত ৩০ ফেব্রুয়ারি তার গনিত পরীক্ষার দিন সে প্রেমিকের সাথে পালিয়ে যায় এবং পুলিশ এর হাতে ধরা পড়ে। তবে সে এরপর অন্য বিষয় এর পরীক্ষা গুলি দিয়েছে এই আশায় যে আগামী বছর শুধু গনিত পরীক্ষা দিলে সে পাস করবে। কিন্তু তার কপাল এতটাই ভাল যে সে গনিত পরীক্ষা না দিয়েও জিপিএ ৪.০৬ পেয়েছে।( সূত্র সমকাল ১৪ মে) ।
তাহলে এতে কি প্রমান হয়,? আমরা চাই শিক্ষার সঠিক মূল্যায়ন, লক্ষ লক্ষ জিপিএ ৫ নয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৬ দুপুর ১:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জিপিএ ভাবনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.