নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দেওয়ার মত বড় কিছু অর্জন করতে পারি নি। মানুষের ভাবনা গুলি কোথাও না কোথাও প্রকাশ করতে হয়। আমার মতবাদ বা ভাবনা গুলি আমি সবার সাথে এখানে শেয়ার করব। আপনার ভাল লাগতে পারে, নাও পারে। সবাই মানুষ হলেও ভাল লাগা, না লাগা তার ব্যাক্তিগত ব্যাপ

ফ্রিটক

সত্য কি তা জানা ও সবার না বলা কথাগুলি শোনান জন্য ব্লগে আসা। সত্য বলতে ও জানতে চাই

ফ্রিটক › বিস্তারিত পোস্টঃ

রোহিঙ্গা সমাচার,এর শেষ কোথায়,?

২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১:০০

বর্তমানে নিজ দেশে নির্যাতিত এক জাতির নাম রোহিঙ্গা। যারা বহুদিন থেকে ওইদেশে বাস করে আসছে। মিয়ানমার সরকার তাদের নাগরিক হিসেবে স্বীকার করতে রাজি নয়। তাহলে তারা যাবে কোথায়,? একটি স্বাধীন দেশের নাগরিক হয়েও মুসলীম হওয়ার কারনে তারা নির্যাতীত। কোথায় জাতিসংঘ,? কোথায় মানবতা,! পৃথিবীর অনেক বড় বড় মানবতাবাদী প্রতিষ্ঠান আছে কিন্তু তারা নীরব কেন,? এরা নির্যাতন স্বীকার হয়ে একসময় হাতে তুলে নিব অস্ত্র। গড়ে তুলবে সন্ত্রাসী বাহিনী,হবে আত্মঘাতী। জন্ম হবে আই এসের মত বাহিনীর। তখন সবাই বলবে এরা মানবতার শত্রু। বিন লাদেন,মোল্লা ওমর এদের জন্ম এভাবে। রোহিঙ্গা ইস্যুর নামে রোহিঙ্গাদের নির্যাতন বন্ধ করুন। রোহিঙ্গারাও মানুষ। সুচির নবেল ফেরত চাই নয়তো রোহিঙ্গাদের নাগরিকত্ব চাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৪৯

চাঁদগাজী বলেছেন:



আপনার পুরো ঠিকানা দেন, যাতে সুচী নোবেল পুরস্কার ফেরত পাঠাতে পারে!

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৯

নতুন নকিব বলেছেন:



সূ চি নামক নরঘাতক থেকে নোবেল প্রাইজ ফেরত নেয়ার মধ্যে কোন সমাধান নেই।
সমাধান খুঁজতে হবে- রোহিঙ্গাদের নাগরিকত্বসহ সকল অধিকার ফিরিয়ে দেয়ার মাধ্যমে।

বিপন্ন মানবতার প্রতি আপনার অনুভূতি ছড়িয়ে পড়ুক বিশ্বের প্রতিটি মানুষের অন্তরে অন্তরে।

ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.