নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দেওয়ার মত বড় কিছু অর্জন করতে পারি নি। মানুষের ভাবনা গুলি কোথাও না কোথাও প্রকাশ করতে হয়। আমার মতবাদ বা ভাবনা গুলি আমি সবার সাথে এখানে শেয়ার করব। আপনার ভাল লাগতে পারে, নাও পারে। সবাই মানুষ হলেও ভাল লাগা, না লাগা তার ব্যাক্তিগত ব্যাপ

ফ্রিটক

সত্য কি তা জানা ও সবার না বলা কথাগুলি শোনান জন্য ব্লগে আসা। সত্য বলতে ও জানতে চাই

ফ্রিটক › বিস্তারিত পোস্টঃ

ধর্ম ব্যবসায়ী যারা

২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৪৯

বর্তমানে আমাদের সমাজে ও দেশে কিছু ধর্ম ব্যাবসায়ীর আবির্ভাব হয়েছে। কিভাবে জানবেন এরা ধর্ম ব্যবসায়ী
১। এরা মাজারে মোমবাতি জ্বালায়, দানের জন্য সিন্দুক বাসায় এবং এখানে বছরে একবার বিশেষ মাহফিল াআয়োজন করে।
২। দোয়ার জন্য এরা পীর সাহেবের কাছে যায়। পীর সাহেবকে অনেক কিছু দিয়ে থাকে।
৩। টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে মানুষকে হিদায়তের পথে ডাকেন
৪। সারাজীবন সুদের ব্যবসা করে শেষে হজ্জ পালন করে মাথায় টুপি পড়ে মসজিদে বসে তামিল করে
৫। কোরবানি ঈদে বাজারের বড় গরু কেনার প্রতিযোগিতা করে।
৬। গরীব, অসহায়দের সাহায্য না করে তাদেরথেকে সুযোগে সুবিধা আদায় করে
৭। তাবিজ,কবজ বিক্রি করে।
৮। নির্দিষ্ট টাকার বিনিময়ে বিভিন্ন ওয়াজে বক্তা হিসেবে ভাষন দেন।




মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ২:০৫

চাঁদগাজী বলেছেন:


আমি এই ধরণের ব্যবসায় আগ্রহী।

২| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৪৮

আনিসা নাসরীন বলেছেন: জটিল ব্যবসা এটা।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:০২

জিল্লুর রহমান রিফাত বলেছেন: দেওয়ান বাগী অন্যতম।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
ধর্ম ব্যবসা সমাজে নষ্টের গোড়া ।

সবাইকে এ বিষয় সর্তক থাকতে হবে।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৮

প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৪

নতুন নকিব বলেছেন:



সমাজের দুষ্টক্ষত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.