নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দেওয়ার মত বড় কিছু অর্জন করতে পারি নি। মানুষের ভাবনা গুলি কোথাও না কোথাও প্রকাশ করতে হয়। আমার মতবাদ বা ভাবনা গুলি আমি সবার সাথে এখানে শেয়ার করব। আপনার ভাল লাগতে পারে, নাও পারে। সবাই মানুষ হলেও ভাল লাগা, না লাগা তার ব্যাক্তিগত ব্যাপ

ফ্রিটক

সত্য কি তা জানা ও সবার না বলা কথাগুলি শোনান জন্য ব্লগে আসা। সত্য বলতে ও জানতে চাই

ফ্রিটক › বিস্তারিত পোস্টঃ

বিড়ি সিগারেট কীভাবে এল,?

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২১

একটি বিষয়ে আমার মাথা একেবারে কাজ করে না। মানুষ কেন সব জেনেও সিগারেট খায়।সিগারেট বা বিড়ি খেলে ক্যান্সার, হৃদরোগসহ আরও অনেক জটিল ওকঠিন অসুখ হতে পারে, যা সিগারেটের গায়ে সুন্দর করে ছবিসহ লেখা আছে। এছাড়া দুর্গন্ধ ও অর্থ অপচয় তো বোনাস হিসেবে থাকবেই। একজন মানুষ দিনে ১০ টি সিগারেট খেলে তার দৈনিক সিগারেটের পিছনে ব্যয় হয় ৪০ থেকে ৫০ টাকা। তাহলে তার মাসিক যায় ১২০০ থেকে ১৫০০ টাকা। ১ বছরে মোট ব্যয় দাড়ায় ১৪৪০০ থেকে ১৮০০০ টাকা। ১৪৪০০ হিসেবে ৪০ বছরে হয় ৫,৭৬,০০০ টাকা। এবার ভাবুন আপনি কত টাকা অপচয় করেছেন,? যদি আপনি চিন্তা করেন তাহলে আমি নিশ্চিত,আপনি বিস্মিত না হয়ে পারবেন না। আর এই বিড়ি বা সিগারেট এর কোন উপকাড়িতা আমার জানা নেই। কারও জানা থাকলে জানাবেন। আর একটা বিষয় আমাকে ভাবায় তা হল,যদি এর কোন উপকার বা গুন না থাকে তাহলে ধুমপান যুগের পর যুগ চলে আসছে কীভাবে,? এর কারন হিসেবে লোকমুখে প্রচলিত একটা কথা বলতে পারি। যখন সিগারেট প্রথম তৈরি করা হল,যে তৈরি করল তার মধ্যে একজনের জিজ্ঞাসা হল সিগারেট বা বিড়ি খেলে ক্যান্সার সহ মারাত্মক অসুখ হতে পারে( যা সিগারেট এর গায়ে ছবি সহ লেখা)। তাহলে আমাদের এই সিগারেট কীভাবে চলবে বা লোকে খাবে কেন,? এর উত্তরে তার পার্টনার এর যুক্তি ছিল, আমার দেশের ১৬ কোটি মানুষ। এর মধ্য পাগলা স্বভাব বা চিন্তাহীন লোক যদি ১ কোটি থাকে, তাহলে দিনে একটি করে সিগারেট খেলে আমার দৈনিক বিক্রয় হবে ১ কোটি সিগারেট। বড়ই জটিল যুক্তি। আমার মনে হয় এভাবে দিনের পর দিন এই বিড়ি সিগারেট চলে আসছে। সর্বশেষ হল, ধুমপান বিষপান। আসুন আমরা ধুমপান বর্জন করে সুন্দর জীবন গড়ি। ভুলত্রটি মার্জনীয়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৩

জাহিদ অনিক বলেছেন: আর এই বিড়ি বা সিগারেট এর কোন উপকাড়িতা আমার জানা নেই।[/sb

আপনি না খেয়ে কি করে খাবারের স্বাদ পেতে পারেন !
অন্য কেউ আপনাকে বলে দিলে তো বুঝবেন না ।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৩

চাঁদগাজী বলেছেন:



"একটি বিষয়ে আমার মাথা একেবারে কাজ করে না। "

-আপনার মাথা কাজ না করার পরও আপনি ভালো বিষয়ে কথা বলেছেন; আপনার মাথাকে কাজ করানোর দায়িত্ব জাতির নেয়া উচিত।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নেশার টাকা ভুতে যোগায়।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৭

ফ্রিটক বলেছেন: আবু হেনা ভাই যা বলেছেন,নেশার টাকা ভুতে যোগিয়া, আমারও তাই মনে হয়
মন্তব্যর জন্য ধন্যবাদ

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

খোলা মনের কথা বলেছেন: বিড়ি সিগারেট কীভাবে এল,? শিরোনামটি অন্য কিছু হতে পারতো। লেখার সাথে শিরোনামের মিল পেলাম না। যদিও লেখাটি গুরুত্বপূর্ন।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০২

ফ্রিটক বলেছেন: ভাই খোলা মনেরকথা, ব্লগটির শেষের দিক বিড়ি সিগারেট এর প্রচলন সম্পর্কে অল্প কিছু কথা বলা আছে। মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.