নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দেওয়ার মত বড় কিছু অর্জন করতে পারি নি। মানুষের ভাবনা গুলি কোথাও না কোথাও প্রকাশ করতে হয়। আমার মতবাদ বা ভাবনা গুলি আমি সবার সাথে এখানে শেয়ার করব। আপনার ভাল লাগতে পারে, নাও পারে। সবাই মানুষ হলেও ভাল লাগা, না লাগা তার ব্যাক্তিগত ব্যাপ

ফ্রিটক

সত্য কি তা জানা ও সবার না বলা কথাগুলি শোনান জন্য ব্লগে আসা। সত্য বলতে ও জানতে চাই

ফ্রিটক › বিস্তারিত পোস্টঃ

আমরা ব্যস্ত সুপ্রিম কোর্টের মুর্তি নিয়ে

২৮ শে মে, ২০১৭ রাত ১২:২৪

আচ্ছা, একটি সামান্য মুর্তি নিয়ে এতো মাতামাতি কেনো? ফেসবুক,ব্লগ সব জায়গায় এক ক্যাচাল, গ্রিক মুর্তি।দেশে কত মানুষ বিচার নিয়ে হয়রানি,কেউবা ঘুষ বানিজ্যের কারনে চাকুরি নিতে গিয়ে হতাসাগ্রস্ত,দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে, কেউবা পুলিসের নির্যাতনের স্বীকার হচ্ছে,এগুলো কি আমাদের কখনও ভাবায় না।আমরা মুর্তি নিয়ে টকশো করতে পারি,কিন্তু ঘুষ নিয়ে কোন কথা বলতে পারি না। ব্যাংকের কোটি কোটি টাকা ঋনের নামে চুরি হয়,যা খেলাপি বলে পরিচিত,এ নিয়ে আমাদের কোন মাথাব্যাথা নেই। পুলিসের কাছে বিচার চাইতে গেলে মাসের পর মাস চাঁদার মত মাসোহারা দিতে হয়,যার ফলে অনেকে হয় সর্বশান্ত,আমাদের এগুলি যেন ভাবায় না। আমরা আছি ঔ জড়পদার্থ মুর্তি অপসারন নিয়ে। এইতো কয়েকদিন আগে বিচারহীনতার জন্য বাবা,মেয়ে এক সাথে ট্রেনের নিচে আত্মহত্যা করেছে। কই আমাদের তথাকথিত শুশীল বুদ্ধিজীবীদের এ নিয়ে তো আন্দোলন করতে দেখলাম না।আসলে আমাদের মানবীক গুনাবলি যেন দিন দিন লোপ পাচ্ছে। আমরা সবাই স্বার্থপর হয়ে যাচ্ছি। যে যেখানে যেভাবে পারছি,নিজের স্বার্থ আদায় করছি। গুনীজনদের কথা শুধু বই আর লাইব্রেরীতে সীমাবদ্ধ রাখছি। আসুন আমরা সবাই অহেতুক কিছু ক্যাচাল নিয়ে মাতামাতিনা করে দেশ ও মানুষের বাস্তব সমস্যাগুলি নিয়ে আলোচনা করি,রুপলেখা প্রনয়ন করি। দেশ এগিয়ে যাক,আমরা হই গর্বিত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.