নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দেওয়ার মত বড় কিছু অর্জন করতে পারি নি। মানুষের ভাবনা গুলি কোথাও না কোথাও প্রকাশ করতে হয়। আমার মতবাদ বা ভাবনা গুলি আমি সবার সাথে এখানে শেয়ার করব। আপনার ভাল লাগতে পারে, নাও পারে। সবাই মানুষ হলেও ভাল লাগা, না লাগা তার ব্যাক্তিগত ব্যাপ

ফ্রিটক

সত্য কি তা জানা ও সবার না বলা কথাগুলি শোনান জন্য ব্লগে আসা। সত্য বলতে ও জানতে চাই

ফ্রিটক › বিস্তারিত পোস্টঃ

যে প্রফেসনের অধিকাংশ মানুষগুলির মধ্যে মানবিকতার অভাব

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৫

১। ডাক্তারঃ মানুষকে সেবা দেয়ার ব্রত নিয়ে যে পেশার শুরু তা আজ কতটা বাণিজ্যিক তা আমরা সবাই মোটামোটি জানি।এর শুরু সেই প্রাইভেট মেডিকেল কলেজের ব্যবসা থেকে। দেশে প্রাইভেট কলেজে এমবিবিএস কোর্স করতে খরচ হয়২৫ থেকে ৩০ লক্ষ টাকা। যার মাসুল পরে সাধারন জনগনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়।একজন ডাক্তার ঔষধ কোম্পানি থেকে কমিশন নেয়, যার প্রভাবে ঔষধের আকাশচুম্বি দাম। এছাড়া রয়েছে টেস্টের কমিশন বানিজ্য।সব মিলিয়ে বলতে গেলে একজন ডাক্তারের সকাল থেকে ঘুমানো পর্যন্ত পর্যন্ত যত কিছুর দরকার সব যেন ঔ কোম্পানি চুক্তি করে নিয়েছে।বিনিময়ে তাদের প্রডাক্ট লেখতে হবে। অন্যদিকে চলছে ঔষুধ কোম্পানিগুলির ঔষুধ লেখানোর অসুস্থ প্রতিযোগীতা। টাকার অপচয় হচ্ছে ভুক্তভোগী অসহায় রোগীদের। এগুলি যেন নিয়মেই পরিনত হয়েছে, তাই দেখারও কেউ নেই,বলার ওকিছু নেই।
২। পুলিশ: আকাশের যত তারা পুলিশের তত ধারা,কথাটি আমি শুনেছি সাকার মুখে, কিন্তু বাস্তবতায় কথাটির অনেক মিল রয়েছে। বর্তমানে দেশে এসআই পদে চাকুরি নিতে ১৫ থেকে ২০ লক্ষ টাকা ঘুষ যেন নিয়মে পরিনত হয়েছে,যা প্রকাশ্যভাবে প্রশাসনের নিয়মে পরিণত হয়েছে। যেহেতু টাকা ছাড়া চাকুরি মিলছে না, তাই ধারার সংখ্যা দিন দিন যেন বেড়েই চলছে।বর্তমানে মাছের রাজা ইলিস, আর দেশের রাজা পুলিস। আর আমরা পাবলিগ হলাম রাস্তার ঔ ধুলাবালি ছাই, যাদের কোন মূল্য নেই, শুধু পিষ্ট হয়ার জন্যই থাকা এ বঙ্গ দেশে।
৩। রাজনৈতিক নেতাকর্মি: এরা এক একজন যেন দেশের মালিক,তারা যাই করুক না কেন, তা সব বৈধ, এরা একমাত্র স্বাধীনতা পক্ষের শক্তি, আর বাদবাকি সবগুলি, রোহিঙ্গা বা রাজাকার যাদের এ দেশে থাকার অধিকার নেই। আর হ্যা, আপনি যাই করুন না কেন তাদেরকে কমিশন দিতে হবে, কারন তারা বর্তমান দেশের ইজারাদার।
৪।মন্ত্রি মহোদয়গন: এদের কথা কি আর বলব। এরা এতটাই সৎ যে দেশের কোটিকোটি টাকা পাচার করে বিদেশে ইনভেষ্ট করে, আর আমরা আমাদের সহায় সম্বল বিক্রি করে সেই বিদেশি কোম্পানিতে চাকুরির জন্য যাই!গনতন্ত্রের কথায় নেতাদের কোন আপোষ নেই,ভোট না দিলেও সে গনতন্ত্র বহাল থাকবে ভিশন ২০৪১ নামে।
৫। সরকারি উচ্চ পদস্ত কর্মকর্তাঃ আমাদের তো কোন টেনসন নেই। বেতন হয়েছে দ্বিগুন, পেনশন ও ডাবল। এছাড়া প্রতিদিনের ফাইল চালাচালির বিল তো আছেই। সুতরাং নো টেনশন,চলছে চলুক, মগের মুল্লুক।

মন্তব্য ৩৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৪

নোয়াখাইল্ল্যা বলেছেন: সকল শ্রেণীপেশায় অসাধু লোকজন বেড়ে গেছে।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৫

ফ্রিটক বলেছেন: সকল পেশায় বাড়লেও এরা গলাকাটার মত শোষণ করছে

২| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১:০৮

কাওসার চৌধুরী বলেছেন:


আরেকটা বাদ গেছে।
.......উকিল/বারিস্টার।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৭

ফ্রিটক বলেছেন: যতাযত বলেছেন,মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ

৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৪৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: মানবিকতাবোধ উঠে গেছে

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৯

ফ্রিটক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।আমারও তাই মন মনর হয়

৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ২:০৮

চাঁদগাজী বলেছেন:



দে্শে কোন অবস্হায় প্রাইভেট মেডিক্যাল কলেজ থাকা উচিত নয়, এরা জল্লদ তৈরি করছে।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৩

ফ্রিটক বলেছেন: দেশের কোটি কোটি টাকায় সুফিয়া নামে রোবট ভাড়া করা হয়, অথচ সরকারি মেডিকেল হাতে গনা, তাই এ দূরাবস্থা।আপনার কথা সহমত

৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ২:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধু কি এনারা নাকি? আরো অনেক পদের লোকদের মধ্যেই মানবিকতা ব্যপারটা নেই বলতে গেলে। যেমন - কাস্টমস অফিসার, পাসপোর্ট অফিসার, ভূমি অফিসার, বিআরটিএ অফিসার ইত্যাদি...

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৫

ফ্রিটক বলেছেন: ৫ নাম্বারে কিন্তু কথাটি বলেছি, মন্তব্যের জন্য ধন্যবাদ

৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ২:২১

শাহারিয়ার ইমন বলেছেন: শিক্ষকদের কোচিং বানিজ্য বাদ দিছেন ।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৯

ফ্রিটক বলেছেন: হ্যঁা, তা ঠিক,এটা বর্তমানের আর একটি শোষণের ধরন।ক্লাসে না পড়িয়ে কোচিং এপড়ানো হয়। যাকে বলে সেলুকাস। মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ

৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানবতা আর সততা কবে যেন চিরতরেই উঠে যাবে। এগুলো আর থাকার দরকার কি।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২১

ফ্রিটক বলেছেন: দরকার আছে, সবাই অসৎ নয়,কিছুটা ভাল আছে যা ১০ পারসেন্ট এর মত

৮| ২৩ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৩

রকি বিশ্বাস বলেছেন: আ‌মি ছোটকা‌লে ভুতের কথা ভে‌বে ভয় পেতাম । এখন রাজনৈ‌তিক নেতা , সাংবা‌দিক আর পু‌লিশ দে‌খে ভয় পায় । এরা তিনজন এ‌কে অপ‌রের সহায়ক ।
ফ্যাক্ট‌রি চালা‌তে হ‌লে প্রথম দুইজন‌কে আর ট্রান্স‌পোর্ট ব্যবসা চালা‌তে ৩য় জন‌কে চাঁদা দি‌তে বাধ্য হওয়া লা‌গে ।
মান‌বিক ও সুস্থ্য চিন্তার লোক তো এ‌দে‌শে সংখ্যালঘু ।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৫

ফ্রিটক বলেছেন: যে দেশের মন্ত্রি ঘুষকে স্প্রিড মানে বলে বৈধতা দেয়, আর একজন আছে শিক্ষামন্ত্রি, এনি আবার সহনীয় মাত্রায় ঘুষ খেতে বলেন, এজন্য এ অবস্থা

৯| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৭

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: এখন পর্যন্ত সবচেয়ে সৎ পেশা কোনটি?
সে ব্যাপারে একটু জানাবেন।

১০| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৯

ফ্রিটক বলেছেন: পরে জানাবো, তবে যে গুলির কথা বলেছি এগুলির মধ্যেও সৎ লোক আছে,তবে তা খুব কম, ব্যাংকে টাকার পাহার, তবুও তার ঘুষ খাওয়া বন্ধ হয় না,তবে সত্য কথা বলতে কি, এই অসৎ পথের টাকা তাকে শেষ জীবনে সুখ দিতে পারে না

১১| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: মনবতা আজ হারিয়ে গেছে / কোথায়ও কি নাই?
এ জনমে পাবে না পরজনমে যদি পাই।

১২| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১১

রকি বিশ্বাস বলেছেন: এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: এখন পর্যন্ত সবচেয়ে সৎ পেশা কোনটি?
সে ব্যাপারে একটু জানাবেন

ভাই এখা‌নে আ‌লো‌চিত সকল পেশাই সৎ । অসৎ কিছু পেশা‌জী‌বি , ত‌বে তারা সংখ্যাই বে‌শি ।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৩

ফ্রিটক বলেছেন: আমারও তাই মনে হয়।

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৮

খাঁজা বাবা বলেছেন: কথা সত্য

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: সত্যি কথা বলতে দেশের সব সেক্টরে অসাধু এবং অযোগ্য লোক দিয়ে ভরে গেছে।

বিশেষ করে ডাক্তার, পুলিশ আর রাজনীতিবিদ।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০০

ফ্রিটক বলেছেন: ভাই, এদের প্যাঁচে যে পরেছে, সে বুঝেছে জ্বালা কত? মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার লেখাগুলি আমার খুব ভাল লাগে

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সহমত।

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

করুণাধারা বলেছেন: আমি দেখেছি আমাদের চোখে যারা নিচু জাতের তারাই সৎ হয়। তাদের চাহিদা অল্প, সেটা তারা গত রেখে মেটায়, তারা চুরি করতে যায় না।

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৮

ফ্রিটক বলেছেন: চাহিদা অল্প, তাই তাদের দূর্নীতি করতে হয় না। এটা অবশ্য ঠিক বলেছেন।

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৮

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: এক নাম্বারে শিক্ষকদের থাকার কথা ছিল।
জাতির মেরুদণ্ড সোজা রাখার দায়িত্ব এখন মেরুদণ্ডহীন প্রাণীদের হাতে।

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২০

ফ্রিটক বলেছেন: শিক্ষকদের মধ্য এখনো অনেকটা ভাল আছে।

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:৫৬

অক্পটে বলেছেন: এখন পর্যন্ত সবচেয়ে সৎ পেশাটির নাম হল 'মা'

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৪

ফ্রিটক বলেছেন: মা তো মা,যার তুলনা এ ধরায় ২য় টি হয়না

১৯| ২৪ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:০২

অক্পটে বলেছেন: সরকার সৎ হলে আর সব পেশাগুলো সততা রক্ষা করতে পারতো।

২০| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৬

ফ্রিটক বলেছেন: সেটা ঠিক বলেছেন,সরকার নিজেই তো ভোটার বিহীন সরকার,যার ভোটের দরকার হয় না

২১| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৪

অক্পটে বলেছেন: সরকার আছে বড় সুবিধায়। ভোটের সরকার মেন্ডেট নিয়ে এসে ৫ বছর টিকা বড় মুশকিল হয়ে যায়। অথচ বিনাভোটের সরকার দিব্যি যুগ পূর্ণ করতে চলেছে, বাধাহীন । উন্নয়ণের ভারে আমরা বেদিশা হয়ে যাচ্ছি। চালের দামের উন্নয়ণ এমনই হয়েছে এখন ৭০/৮০ টাকায় কিনতে হয়। গণতন্ত্রের উন্নয়ণ এমনই ডিজিটাল হয়েছে যে এখন আর ভোট দিতে হয় না।

২২| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:৫৩

হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.