নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতের সে রঙ্গিন ফানুসতো উড়বেই

Every word, every thought, and every emotion come back to one core problem: life is meaningless.

মুহম্মদ ফজলুল করিম

সময় স্বল্প। জীবনটা সব বুঝে শুনে বলার জন্যে অনেক ছোট ... তবুও , আধবোজা চোখ নিয়ে লিখে যাই। মহাকালের খাতায় খুব সামান্য কিছু লিখে যাবার চেষ্টায় আছি। খুব সামান্য কিছু... অতি ক্ষুদ্র কিছু। ইমেইল- [email protected] / ফেসবুক- www.facebook.com/fkrocky

মুহম্মদ ফজলুল করিম › বিস্তারিত পোস্টঃ

☑*~*~♣ IP দিয়ে খুঁজে বের করে ফেলুন পৃথিবীর যে কাউকে B:-) :-B :-B ♣~*~* ツ

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৭



IP - মানে ইন্টারনেট প্রটোকল।এটির সাহায্যে যে কারও অবস্থান সম্পর্কে জানা যায়।আপনাকে যে কেউ যেকোনভাবে ইন্টারনেট ডিস্টার্ব করতে পারে অথবা হুমকিও দিতে পারে।প্রতারণা ও করতে পারে ।এরই প্রেক্ষিতে আপনার জানার প্রয়োজন হতে পারে -সে কোথায় থাকে। আর তার অবস্থান বের করা এখন আপনার জন্য আর কোন ব্যাপারই না। নিচের পদ্ধতি অনুসরণ করলে আপনি তার বাড়ির দরজা পর্যন্ত গিয়ে হাজির হতে পারবেন।এটা একটি আত্মরক্ষামূলক পোস্ট- হ্যাকিং পোস্ট নয়।



আইপি কি?

IP সম্পর্কে জানতে উপরের লিঙ্কে যেতে পারেন। আইপি একটি ইউনিক নাম্বার।সবার যেমন মোবাইল ফোন নাম্বার থাকে , তেমনি আইপি নাম্বারও থাকে।

কিছু আইপি নাম্বারের উদাহরণঃ

117.17.231.46

119.18.210.98

221.19.330.69 ইত্যাদি।

অন্যের আইপি বের করা খুব সহজ না হলেও-- এই পোস্টে তা যথাসম্ভব সহজ ভাবে উপস্থাপন করা হচ্ছে।



ইন্টারনেট প্রটোকল অ্যাড্রেসের প্রধান কাজ মূলত দুটি:

(১)হোস্ট অথবা নেটওয়ার্ক ইন্টারফেস সনাক্ত করা এবং

(২)অবস্থান খুজে বের করা।

আমরা এখানে অবস্থান খুঁজে বের করার সুযোগটাকে কাজে লাগাবো।



অন্যের আইপি জানার আগে নিজেরটা জেনে নেইঃ


নিজের আইপি জানতে এই---সাইটটিতে যান।ঢুকলেই দেখতে পারবেন আপনার সম্পর্কিত সকল তথ্য।







আমরা এখানে অবস্থান বের করার টেকনিকটা সম্পর্কে জানবো।ইন্টারনেটে আইপি অ্যাড্রেস খুঁজে বের করার বিভিন্ন পদ্ধতি আছে।কিন্তু ,আজকে আপনাদের প্রায় সবচেয়ে সহজতম উপায়টি শেখানো হবে।





স্টেপ ১- ওয়েবসাইটে যাওয়া



প্রথমে এই- সাইটটিতে যান।





স্টেপ ২- ইমেইল দিয়ে রেজিস্ট্রেশান করা



সাইটটিতে গেলে দেখবেন





এন্টার ইউর ইমেইল এর জায়গায় আপনার ইমেইলটি লিখে এন্টার চাপুন।



স্টেপ ৩- ইমেইলের ইনবক্সে ঢুকুন

এইবার আপনি আপনার ইমেইল আইডির ইনবক্সে ঢুকুন।ঢুকলে এইরকম একটি ইমেইল পাবেন---





ইমেইলটিতে ক্লিক করলে দেখবেন >



এইরকম একটি ইমেইল।মার্কড করা অংশটি হচ্ছে আপনার খুঁজে বের করার লিঙ্ক।

এই পর্যায়ে - আপনি যার আইপি জানতে চাচ্ছেন , তাকে মার্কড করা লিঙ্ক টি দিতে হবে।সে যদি এই লিঙ্কটিতে ক্লিক করে --ঐ লিঙ্কের ওয়েবসাইটটি তার আইপি সঙ্ক্রান্ত তথ্য সংগ্রহ করবে এবং আপনার কাছে তার আইপি সম্পর্কিত তথ্য সাথে সাথে ইমেইল করে পাঠিয়ে দিবে।( চিন্তা করবেন না, এটা অনেক ট্রাস্টেড সাইট-- দু লক্ষেরও বেশি মানুষ এটা ইউজ করেছে- পিশিং বা অন্য কিছুর প্রশ্নই আসে না )



স্টেপ ৪-- লিঙ্ক গছিয়ে দেওয়া!!



আপনি ফেসবুকে চ্যাটের সময় অথবা মেসেজ করে তাকে লিঙ্ক দিয়ে বলতে পারেন----- আপনার মুড পরীক্ষা করতে চান্‌ -তাহলে এই ওয়েবসাইটটিতে ঢুকুন।এই ওয়েবসাইটটিতে কেউ ঢুকলে বিরাট একটা স্মাইলি দেখতে পাবে।

অথবা বলতে পারেন -- আপনার জন্য অসাম কিছু অপেক্ষা করছে।এই সাইটটিতে ঢুকলেই বুঝতে পারবেন।অথবা লিঙ্কটা শুধু দিয়ে আসলেই হবে।সে একাই ঢুকবে।আপনার ক্রিয়েটিভটির উপর নির্ভর করছে , কিভাবে তাকে লিঙ্ক গছাবেন।যাই হোক একটা অজুহাত দেওয়া আরকি!





স্টেপ ৫ - যাকে খুঁজছেন তার তথ্য ইমেইলের মাধ্যমে পান!!





যদি, সে আপনার লিঙ্কে ঢুকে -- তাহলে সাথে সাথে আপনার কাছে একটা মেইল আসবে-- মেইলে ক্লিক করলে দেখবেন এরকম একটা লিঙ্ক আছে--





ইমেইলে দেয়া মার্ক করা লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাবেন>>>





-- যাকে খুঁজছেন তার অবস্থান। সাথে তার আইপি, সে কি ব্রাউজারে ব্রাউজ করছে,কোন অপারেটিং সিস্টেম ইউজ করছে।আর কি চাই???



উপরের ছবিতে মার্ক করা অংশটি হচ্ছে যাকে খুঁজছেন তার আইপি ।এখানে শুধু সামান্য তথ্য দেয়া আছে। আপনার যদি আর বিস্তারিত তথ্য চাই তাহলে এই -- ওয়েবসাইটটিতে যান।ঐ আইপি লিখে সার্চ দিন।তাহলে আরও বিস্তারিত ঠিকানা সহ সকল তথ্য পেয়ে যাবেন।আশা করি খুশি হয়েছেন।



এরপরও যদি সন্তুষ্ট না হন-- এবং আরও তথ্য চান। তাহলে, ঐ আইপি লিখে গুগলে সার্চ দিতে পারেন। এছাড়া বিভিন্ন ওয়েবসাইটগুলোতে গিয়ে আইপি লিখে সার্চ দিতে পারেন__

আইপি এড্রেস লোকেটর / হোয়াট ইজ মাই আইপি /



তবে একটা সমস্যা আছে- - যারা মোবাইল অপারেটরদের মানে জিপি ,জুম আলট্রা, রবি ইত্যাদির ইন্টারনেট ব্যবহার করেন তাদের কোন আইপি নেই( মানে নিজস্ব আইপি নেই)।ফলে, এইসব ইউজারদের সঠিকভাবে ট্র্যাকিং করা যাবে না ।এছাড়া, আইপি হাইডিং টেকনোলজি ইউজ করলে খুঁজে পাওয়া একটু সমস্যা হবে।

তবে, যারা বিটিসিএল বা এলাকা ভিত্তিক প্রভাইডারদের নেট কানেকশন ইউজ করেন-- তাদের নির্দিষ্ট আইপি আছে।এদেরটা বের করা যাবে।অপরাধী যদি এইধরনের নেট কানেকশন ইউজ করে তাহলে আপনি তার একুরেট লোকেশন পাবেন।



আমার তথ্য দেখুনঃ





আরও নিখুঁত তথ্য পেতেঃ



জিওলোকেশন এর জায়গায়- দেখুন Latitude এবং Longitude দেওয়া আছে।ওইটা দিয়ে আপনি ম্যাপে অপরাধীর অবস্থান দেখতে পাবেন। এর জন্য --আপনি এই সাইটে যান। এরপর নিচের ছবির মতো একটা অপশন দেখবেন



হলুদ তীর দেওয়া লোড অংশে ক্লিক করলেই ম্যাপে অপরাধীর অবস্থান দেখা যাবে।



উপরের পদ্ধতিতে আপনি যাকে খুঁজছেন তার তথ্য গুগল ম্যাপের সাহায্যে পেয়ে যাবেন।এছাড়া গুগল আর্থও ব্যবহার করতে পারেন।







ইমেইল থেকে আইপি ট্র্যাক করুন- আর বের করে ফেলুন যাকে খুঁজছেন তার অবস্থানঃ




অনেক সময় অনেক ফালতু লোক ফালতু ইমেইল পাঠিয়ে মজা করে।আবার অনেকে স্প্যামিং করে। আবার অনেকে হুমকিও দেয়।তাদের অবস্থান বের করাও অনেক সময় জরুরি হয়ে দাড়ায় ।তাদের আইপি ট্র্যাক করার পদ্ধতি নিচে দেখানো হল।



আপনি উপরের স্টাইলে তাকে লিঙ্ক দিয়েও আইপি সংগ্রহ করতে পারেন। অথবা নিচের স্টাইলেও পারেন।



ফর জিমেইল----



যার আইপি জানতে চান তার পাঠান ইমেইল খুলুনঃ

মেইলটি ওপেন করার পর উপরের দিকে দেখুন reply , reply all , show

original ইত্যাদি লেখা আছে



Show original এ ক্লিক করুন।তারপর নতুন উইন্ডো ওপেন হবে এবং অনেকগুলো লেখা দেখতে পাবেন সবগুলো কপি করে - এই সাইটিতে যান।

সাইটটির বক্স-এ লেখা গুলো Paste করেন। এরপর “Get Source”-এ ক্লিক করুন এবং সাথে সাথে পেয়ে যাবেন অপরাধীর আইপি ।এখন আইপিটি সেভ করে রাখুন।এবং উপরের স্টাইলে সার্চ করে বের করে ফেলুন আইপিটি ।



ফর ইয়াহুমেইল ----

নতুন ভার্সনের ক্ষেত্রেঃ যে ইমেইলের সেন্ডারকে বের করতে চান-- তার ইমেইলের উপর মাউজ রেখে রাইট ক্লিক করুন এবং View full Header এ ক্লিক করুন( পুরাতন ভার্সনের ক্ষেত্রেঃমেইল ওপেন করেন। তারপর "View Full Header"-এ ক্লিক করুন)। তাহলে , একটি উইন্ডো ওপেন হবে । সেখান থেকে সব লেখা কপি করে এই সাইটিতে যান।

সাইটটির বক্স-এ লেখা গুলো Paste করেন। এরপর “Get Source”-এ ক্লিক করুন এবং সাথে সাথে পেয়ে যাবেন ভিকটিম-এর আইপি ।এখন আইপিটি সেভ করে রাখুন।এবং উপরের স্টাইলে সার্চ করে বের করে ফেলুন আইপিটি ।



ফর হটমেইলঃ

ইমেইলের উপর রাইট ক্লিক করেন তারপর “View Full Header”-এ ক্লিক করুন।তাহলে একটা উইন্ডো ওপেন হবে।

ঐ থেকে থেকে সব "কপি" করেএই সাইটিতে যান। ।সাইটটির বক্স-এ লেখা গুলো Paste করেন। এরপর “Get Source”-এ ক্লিক করুন এবং সাথে সাথে পেয়ে যাবেন ভিকটিম-এর আইপি ।এখন আইপিটি সেভ করে রাখুন।এবং উপরের স্টাইলে সার্চ করে বের করে ফেলুন আইপিটি।





আপনি ট্র্যাকিং এর হাত থেকে বাঁচবেন যেভাবে -


আপনি বিভিন্ন আইপি হাইডিং সফটওয়্যার ব্যাবহার করতে পারেন - তবে আমি সবচেয়ে পছন্দ করি আল্ট্রাসার্ফ ।এটি গতি কমায় না-- এবং এফেক্টিভও।

এছাড়া ব্যাবহার করতে পারেন --

হটস্পটশিল্ড / টানেলবিয়ার / প্রাইভেটাইজ

এগুলো সবগুলোই ফ্রী। এগুলো দিয়ে ব্লকড ওয়েবসাইটও(ইউটিউব ) ভিসিট করা যায়।





এই পোস্টটি লেখতে অনেক পরিশ্রম করতে হয়েছে-- কিন্তু এটা যদি আপনাদের কাজে আসে তাহলে আমি সার্থক।









বিশেষ দ্রষ্টব্যঃ এটি একটি আত্মরক্ষা মূলক পোস্ট। হ্যাকিং পোস্ট নয়।আমাদের সকলেরই এই ধরনের ট্র্যাকিং সিস্টেম জানা দরকার। অনেকসময় অনেক ফ্রড আমাদের হুমকি দেয়।আমরাও তাদের সাথে ক্যাচালে জড়িয়ে পড়ি।আবার, অনেক সময় ব্যক্তি আক্রমণ করতেও দেখা যায় -- তাদের হাত থেকে বাচতে আমাদের সকলেরই এই ধরনের টেকনিক জানা প্রয়োজন।



এছাড়া, এই বিষয়ে খুব কমই পোস্ট দেখেছি। যেগুলো দেখেছি সেগুলোও খুব কাজের বলে মনে হয়নি। তাই, এই বিষয়ে পোস্ট লিখলাম।



আমাদের সকলেরই এই বিষয়ে জানা উচিত।সাইবার সন্ত্রাসী বা প্রতারকদের পরিচয় উন্মোচিত হোক এখনই...







স্টপ সাইবার ক্রাইম। ট্রেস হিম এন্ড বিট হিম।





আপডেটঃ যারা কষ্ট করে পড়েছেন তাদের জন্য একটি কুরআন শরীফ ফ্রী

সাইজ মাত্র ১.৮ এমবি।মিডিয়াফায়ার লিঙ্ক - বাংলা কুরআন

ইংলিশ, বাংলা ,আরবি সহ।





পোস্ট চলবে ... ট্রেস করার আরও ২টি পদ্ধতি নিয়ে হাজির হব । আপনাদের কাছে---- এই পোস্টেলিঙ্ক এই পোস্টে দিয়ে দেওয়া হবে।

মন্তব্য ১০৫ টি রেটিং +৬২/-০

মন্তব্য (১০৫) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩

দিকদর্শন বলেছেন: সুন্দর এক পোষ্টের জন্য ধন্যবাদ!

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ধন্যবাদ আপনাকেও।


দীর্ঘ এক সপ্তাহ ধরে গবেষণা করে লিখেছি। আপনাদের কাজে আসলেই গবেষণার সার্থকতা।

২| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩

অক্রুর মাঝি বলেছেন: খাইছে !

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আমারেও খাইছিল।


ধন্যবাদ।

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯

হাইল্যান্ডার বয় বলেছেন: চমৎকার। ভালো লাগল। পোষ্ট প্রিয়তে।

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনার ভাল লাগল জেনে খুশি হলাম।



আর প্রিয়তে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।


ভাল থাকবেন।

৪| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০

পুংটা বলেছেন: একদা এক ছাগুকে ফোনে ডিসটার্ব করতো একজন। ছাগু অসহ্য হয়ে নতুন সিম কিনলো। কিনেই সে উত্যাক্তকারীকে ফোন দিল।

ছাগু: ওরে শয়তান, তোর শয়তানিতে অতিষ্ট হয়ে আমি নতুন সিম নিলাম। এখন দেখি তুই আমাকে ডিসটার্ব করিস কিভাবে। =p~

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: =p~ =p~ =p~ =p~


ভাই , বিশ্বাস করেন আর না করেন।


বছরের সেরা জোক শুনলাম। জোক অফ দ্যা ইয়ার।

৫| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১

মো কবির বলেছেন:
ভাল

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ধন্যবাদ। :)

৬| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

আমি মোঃ চয়ন বলেছেন: হে হে যারা আমার মত আইপি চেঞ্জ করে নেট চালায় তাদের সনাক্ত করা সম্ভব না।B-)B-)

এই পোস্টটা ব্লগে না দেওয়াটা ভাল ছিল। কারন ব্লগারদের মধ্যে যেমন বন্ধুত্ব আছে, তেমনি শত্রুতাও আছে। এই পদ্ধতি কোন ব্যাক্তিকে হয়রানির জন্য ব্যাবহৃত হতে পারে।

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৬

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: _____________ যে অস্ত্র দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা হয়
আবার
_______________ সে অস্ত্র দিয়ে ডাকাতিও করা হয়।


তাই্‌ বলে কি অস্ত্রের দোষ।

আর , এই সিস্টেম দ্বারা দিনে ২০ জনের বেশি কাউকে ট্র্যাক করা যায় না। তাই, মিসইউজ হওয়ার সম্ভাবনা কম।

৭| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

রিফাত হোসেন বলেছেন: মনে হয় না কেউ লিংক এ ক্লিক করবে!

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০১

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: মাথায় কি নিয়া চলেন মিয়াঁ ;) ;)


লিঙ্কে ক্লিক না করলে বলবেন--

সানি লিওন বাংলাদেশে আইসা কি পোশাক পিন্দা ছবি তুলছে -- জানেন। এমন অশ্লীল এক পোজ দিছে -- যে কি বলব!!!!!

দেখেন তো এই লিঙ্কে।। ;) ;) ;)

৮| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

রিফাত হোসেন বলেছেন: তবে +

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: প্লাসের জন্য বেফুক ধন্যবাদ।


আর আমার দেওয়া পদ্ধতিতে ট্রাই করে দেখতে পারেন।যারে , লিঙ্ক দিবেন সেয় লাফ দিয়া পড়ব লিঙ্কের উপর ... B-) B-)

৯| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯

অচিন.... বলেছেন:

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: সত্যিকি বিদেশ থাকেন...


নাকি আইপি হাইড করে বসে আছেন।। :)

১০| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

শাহীন উল্লাহ বলেছেন: ha, is hider,vpn ,iphide browser nana jinis aache faki debar jonno,a charaw nana poddhoti aache, jemon ami amar mobile a london er number use kori.
jak ge ete sobai sotorko hobe thanks.

TAI SOKOL BONDHUDER BOLTE CHAI EMAIL OR FACEBOOK A KONO LINK A SORASORI CLICK NA KORE ADDRESS BAR A TYPE KORE LIKHUN.

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: হুম...
সকলেরই এই বিষয়ে সতর্ক থাকা উচিত।সতর্ক থাকলে এই ধরনের তথ্য চুরি সম্ভব না।

আপনার বিশ্লেষণধর্মী মন্তব্যর জন্য ধন্যবাদ। :)


আর লন্ডনি নাম্বার ইউজ করার কথা বলছেন-- কিছুইতো বুঝলাম না ।

১১| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩

মৃন্ময় বলেছেন: important post

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ধন্যবাদ। :)


ভাল থাকবেন।

১২| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫

ক্ষ্যাত বলেছেন: ভালো লাগলো। :) :) :) :) :) :) :)

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ভাল লাগল জেনে খুব খুশি হলাম।



ট্রাই করে দেখতে পারেন। :)

১৩| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রিয়তে নিলাম ।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: প্রিয়তে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।



ভাল থাকবেন । শুভেচ্ছা নিরন্তর।

১৪| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৩

টানিম বলেছেন: এই পোস্ট অন্য কোথাও যেনো পড়েছি ।

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: Click This Link এইখানে পড়েছেন। আমার কাছে কোন কাজের পোস্ট বলে মনে হয়নি ।হয়তো, লেখক ১ ঘণ্টাও সময় দেয় নাই এর পিছনে। তাছাড়া , যে কাজের কথা বলা হয়েছে তার কিছুই লেখা হয় নাই।

তাছাড়া, ২০০৮ সালের পোস্ট।

পুরাই আকাইম্মা।

১৫| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪

টানিম বলেছেন: POre Asen ...

ছেলেরা যদি মেয়েদের পোজ দেয় ! তবে কেমন হবে দেখুন তো

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫১

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: সময় পেলে পড়ে আসবো।
:)

১৬| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫

মরণের আগে বলেছেন: প্রিয়তে নিলাম

এই পোস্ট এর জন্য ধন্যবাদ ভাল থাকবেন ।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ । :)



শুভেচ্ছা নিরন্তর।

১৭| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: নিয়মমত প্রিয়তে নিয়ে রাখলাম!

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: প্রিয়তে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।




যেখানেই থাকুন-- ভাল থাকুন ।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ওহো , আপনাকে তো একটা প্রশ্ন করবো ভাবছিলাম। যাই হোক আমার ব্লগে পেয়ে গেলাম-- এবার করে নি!

আপনার নামের উচ্চারণটা কি হবে????? ;)

১৮| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

Esshan বলেছেন: ভালো লাগল। পোষ্ট প্রিয়তে।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৭

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: পোস্ট প্রিয়তে নেবার জন্য আপনাকে ধন্যবাদ



প্রতারকদের আর কোন রেহাই নেই। ধরা , তাদের পড়তেই হবে।

১৯| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: প্লাস সহ প্রিয়তে!

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।



যেখানেই থাকবেন- ভাল থাকবেন।

২০| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪১

লিংকন১১৫ বলেছেন: অচাম পুষ্ট পিলাচ

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২২

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাকেও অচাম মার্কা ধন্যবাদ।


আরে, আপনি তো হ্যাকারগো ইমেজ ইউজ করছেন।এক্ষণ, কিন্তু সাবধান না হইলে পড়ে ধরা খাইবেন নি ;) ;) ;) ;)

২১| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ কাজে লাগবে এই জিনিস। ইদানিং অনেক হুমকি দাতা বের হয়ে গিয়েছে। :) ধন্যবাদ।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৫

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আজাইরা হুমকি দাতার অভাব নাই।

কিণটুক ট্রেস করতে গিয়া দেখবেন...
হুমকি দাতা সাহেব...ধোলাইখালের এক বস্তিতে বইসা আপনেরে হুমকি দিতাছে... হে হে হে


কাজে লাগলেই আমি সার্থক।

ভাল থাকবেন

২২| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০০

নি্লীমা বলেছেন: সুন্দর পোষ্ট

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।




ভাল থাকবেন।

২৩| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫

হাবীবুল বলেছেন: চমৎকার। ভালো লাগল। বেশ কাজে লাগবে এই জিনিস । মজা করার জন্য হলে ও ট্রাক করব । পোষ্ট প্রিয়তে

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: কাজে লাগলেই পরিশ্রমের সার্থকতা।


বন্ধু- বান্ধবদের তাক লাগিয়ে দিতে পারবেন।



আর প্রিয়তে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

২৪| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১১

জাতিস্বর বলেছেন: পিলাচচচচচচচচচচচচচ :)

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনেরেও বিরাট একখান পিলাচ + দিলাম।

২৫| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

এ হেলাল খান বলেছেন: মাবুদে এলাহী দৌড় দেয়া দরকার না?

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: অতি সংক্ষেপ কমেন্ট করিয়াছেন।


আমার মতো নাদান বলগার তার কিছুই বোঝে নাই???


যদি খোলাসা করিতেন, তয় খুব উপকার হইত!!!!! :#) :#) :#)

২৬| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮

রিফাত হোসেন বলেছেন: হাহাহাহা সচেতন কেউ হলে অপিরিচিত থেকে আজকাল কেউ লিংক এ ক্লিক করে না :( তয় শোকেসে রাখলাম

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: লিঙ্ক অনেকভাবেই গছিয়ে দেওয়া যায়...

আপনি যেকোনো একভাবে গছিয়ে দিলেই হয়। আর, অনেকে আছে চিন্তা করে -- লিঙ্কে ক্লিক করলে কি হবে? আমি তো আর পাসওয়ার্ড দিচ্ছি না।

আপনি তাকে বলতে পারেন্‌ , , আমার সাথে ইমেইলে কথা বলেন। আমি ফেসবুক -মেসবুকে কথা কই না। আর ইমেইল করলেই তো ঘুঘু ফান্দে। নাহয় , আপনি ইমেইল করবেন। রিপ্লাই করলেই তো...... :)


আর, লিঙ্ক tinyurl দিয়ে শর্ট করে দিবেন।আর যখন , উপরের স্টাইলে লিঙ্ক দিবেন --- তখন মাথা-মুথার ঠিক না থাকলে ক্লিক করলেও করতে পারে।


আর প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ।

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৬

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আর ইমেইল দিয়া ট্র্যাক করতে তো লিঙ্কু লাগে না।

২৭| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮

ফারহুম বলেছেন: দিছি আইপি হাইড কইরা B-)
এখন দেখাইতাছে আমি ইরান বইসা খেজুর খাইতাছি :-B

পুস্টে +

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~


আমিতো হাসতে হাসতে চেয়ার থেইকা পরা যাইতেছি। ওরে কে আছিস , , আমারে ধর!!!!! B-)) B-))



আপনার কমেন্টের জন্য বিরাট + লন।

২৮| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭

লিন্‌কিন পার্ক বলেছেন:

খাখাখাখাইসে ! :| :#>

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: কেন ভাই , , খাইসে কেন !!!



আপনে কি সম্প্রতি কারোরে হুমকি দিয়া বসছেন নাকি ;)


তাড়াতাড়ি আইপি হাইড করেন।। B-)) B-)) B-))


আমজনতাই এখন থেকে পুলিশ - র‍্যাব এর ভূমিকা নিতে পারবো।।তারাই খুঁজে বাইর করবো কে ---- ডিস্টার্ব করছে।

২৯| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬

আই লাভ ইউ, ম্যান বলেছেন: সামুর ব্লগারদের আইপি খজুম কেমনে? B-) B-)

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনের মতলব ভাল নাকি সেইটা কন তার আগে !!!!! X( X( X( ;) ;)


যাই হোক , ভালা মতলব ধইরা নিয়া কইতাছি---
ফেবুতে মেসেজ দিয়া লিঙ্ক দিতে পারেন। এরপর পোস্টে যেভাবে লেখা আছে সেইভাবে কাজ করেন।



মেইল দিয়াও লিঙ্ক দিয়া দিতে পারেন । এতে, যে ভিকটিম সে ক্লিক করলেই তথ্য আপনার।


অথবা মেইল রিপ্লাই দেওয়ার জন্য কাকুতি মিনতি করতে পারেন । আর রিপ্লাই দিলেই কেল্লা ফতে... :-B :-B


এখন, ফিস দেন। :P

৩০| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১০

ছেড়া পলিথিন বলেছেন:
আমি একবার আইপি হাইড সফটওয়্যার ব্যবহার করছিলাম, পরে পিসি অনেক বেশি স্লো হইয়া গেসিলো। আপনার দেয়া প্রথমটা ডাউনলোড করলে পিসি ও ইন্টারনেট স্পিডের কোনো পরিবর্তন হবে নাতো?

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৫

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আমিও অনেক ধরনের সফটওয়্যার ইউজ করছি।


কিন্তু, এদের মধ্যে আলট্রাসার্ফই সেরা বলে মনে হয়েছে।পিসির স্পীড আগের মতই থাকবে ।
আর, ইন্টারনেটের গতি কমলে খুবই সামান্য কমে।অন্যগুলোর মতো এতো কমিয়ে দেয় না।

আর এটা অনেক কার্যকরী সফটওয়্যার। সহজে আইপি ডিটেক্ট করতে পারে না।ফ্রী ওয়্যারের মধ্যে এটাই সবচেয়ে সেরা।

৩১| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৩

এম এম হোসাইন বলেছেন: ++++++++++++++++++++++++

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৬

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।


ভাল থাকবেন।

৩২| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৯

অচিন.... বলেছেন: বাংলাদেশে থাকি! :|

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: বুঝছি!!!


আইপি হাইড কইরা বইসা থাকেন।আপনার প্রো- পিক দেইখাই বুঝছি...আপনি লুকাইয়া থাকতে পছন্দ করেন... ;) ;) ;)

৩৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫

রুদ্র মানব বলেছেন: বেশ ভাল পোস্ট , প্রিয়তে নিয়া রাখলাম।


কিন্তু ইদানিং সবাই একটু বেশি সচেতন , কেউ আজাইরা লিংকে ক্লিকায় না :( :( :(

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: পোস্ট প্রিয়তে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।



আর লিঙ্কে না ক্লিকাইলে--- রিফাত ভাইয়ের ;) কমেন্টের উত্তর টা দেখতে পারেন।


ভালো থাকবেন।

৩৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১০

কান্ডারি অথর্ব বলেছেন:
প্রিয়র তালিকায় স্থান দিলাম বেশ বেশ কাজের পোস্ট।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: কান্ডারী অথর্ব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।



ভালো থাকবেন , সর্বক্ষণ।

৩৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৫

দি সুফি বলেছেন: বাংলাদেশের যে কারো আইপির latitude longitude সবসময় সেইম পাবেন। কারন 23°42′0″N 90°22′30″E হল ঢাকার লোকেশন। আর আইপি জিইওলোকেটর থেকে সবসময় আইএএনএ রেজিস্টার্ড ঠিকানাই দেখতে পারবেন। মানে শুধুমাত্র আইএসপির লোকেশন দেখা যাবে, ব্যবহারকারীর নয়। সর্বোচ্চ যেটা করতে পারবেন, ব্যবহারকারীর আইপিটা র‌্যাবকে দিতে পারবেন। আর ব্যবহারকারী যদি ডাইনামিক আইপি প্রোভাইডারের আন্ডারে হয়, তাহলে আইপির সাথে সাথে টাইমস্ট্যাম্পটাও জানতে হবে।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: দ্যা সুফি ভাই, এই আইপিটাই বা কে পায়?

আমার জানামতে - গুগলিং করেও আমি বাংলা ভাষায় এই বিষয়ে কোন পোস্ট পাইনি। তাই, আমার এই পোস্টের অবতারণা।অন্তত, আইপি দিয়ে আপনি নিশ্চিত হতে পারেন সে দেশে না বিদেশে থাকে।

৩৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

মিউজিক রাসেল বলেছেন: এত সুন্দর পোষ্ট যে আপনাকে অনুসরন করতে বাধ্য হলাম। ধন্যবাদ

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আমি আমার মতো চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে - দেখে খুব খুবই খুশি হয়েছি।





অনুসরণে নেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।



ভালো থাকবেন।
শুভেচ্ছা নিরন্তর।

৩৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭

আবরার রুমী বলেছেন: কোথায় ছিলেন বস !! সরাসরি প্রিয়তে রাখলাম !!

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ভাই, আপনি ছিলেন কই??

আপনার মতো শুভাকাঙ্খি ব্লগার না পেলে তো লেখতেই মন চায় না।


ভালো থাকবেন - প্রতিনিয়ত ।

৩৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

দি সুফি বলেছেন: :) :)

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: :) :) :) :)

৩৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

শামীম 776 বলেছেন: প্রিয়তে নিলাম।

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , আপনাকে।

৪০| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১১

যে শহর চোরাবালি বলেছেন: ভাই সরাসরি ইমেইল আইডি থেকে আইপি পাওয়া যায় না বা ঠিকানা পাওয়া যায় না ??

অনেক ধন্যবাদ পোস্টের জন্য ।

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আমার মনে হয় না। আপনি এই স্টাইলে ট্রাই করতে পারেন।



আপনাকেও ধন্যবাদ।

৪১| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৮

বাংলার হাসান বলেছেন: সুন্দর এক পোষ্টের জন্য ধন্যবাদ!

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪২| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

িসয়াদ বস বলেছেন: এক কথায় অসাধারণ। চরম একখান পোষ্ট।+ + + + + + +

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনার জন্য অসংখ্য শুভেচ্ছা রইলো।

৪৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: না ঠিক আছে... প্রিয়তে নিলাম.. ডিটেইল্স দেখবো..

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৯

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাকে ধন্যবাদ।
:) :) :)

৪৪| ১৮ ই মে, ২০১৩ রাত ১২:৪৭

চানাচুর বলেছেন: ধন্যবাদ

০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:৪৭

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: :)আপনাকেও ধন্যবাদ

৪৫| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:৫৪

অন্তহীন বালক বলেছেন: ভালো !
এর প্রয়োগ করে ফলাফল দেখে নিলাম...

০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:৫১

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: কাজ হবে এটা শতভাগ নিশ্চিত।

ভাল থাকবেন।

৪৬| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১:০৮

কসমিক- ট্রাভেলার বলেছেন:











+++++++++++++++

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৯

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: প্লাসিয় ধন্যবাদ - গৃহীত।

৪৭| ১৭ ই জুন, ২০১৩ রাত ১০:৩৫

সোহাগ সকাল বলেছেন: উরে বাপ্রেহ! B:-)

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৫

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ঘটনা সত্যি... :D

৪৮| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সুপার পোস্ট!!!!!!!!


++++++++++++++

৪৯| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৩

প্রাচীন মানব বলেছেন: ++++++++

৫০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বেশ কাজের পোস্ট।

৫১| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:০১

সুমন জেবা বলেছেন: কাজের পোস্ট ..

৫২| ১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৫৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৮

নিঃশব্দ শিশির! বলেছেন: হুম,,!! বুঝলাম!

৫৪| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫০

টোশার বলেছেন: প্রিয়তে রাখলাম :)

৫৫| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩১

আলমগীর ইউসি বলেছেন: আপনার আইপি দিয়ে আপনি আপনার ঠিকানা খুঁজে পেয়েছেন?

৫৬| ০৬ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৫২

রাকু হাসান বলেছেন: আত্মরক্ষার জন্য খুব দরকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.