নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

✋কইতাম নাহ ☻☻

গেম চেঞ্জার

আগামীকালের দিনটা বাকি আছে। না? ধুর!! আগামীকাল কি হবে ঐটা নিয়া তো যথেষ্ট তথ্য নাই বোকা । ঐটার জন্য হা করে তাকাস না । ঐটা রহস্য । গত হয়ে গেল যে দিনটা ঐটা ইতিহাস । ঐটা নিয়া পড়ে থাকলে চলবে ?? তবে জেনে রাখ আজকে যে দিনটা চলে যাবে এটাই তোর পালা। সো বুঝে নে কি করা দরকার ☺ ☺........... ░░░░░░░░░░░░░░░░░ (gamechangerbd.blogspot.com)

গেম চেঞ্জার › বিস্তারিত পোস্টঃ

নিজের ভেতর টা একবার নিংড়ে দেখ

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৮

এই যে তোমাকে বলছি !
কি হয়েছে তোমার । এত হতাশা কেন ? তোমাকে কেউ মূল্যায়ন করে না ? সেদিন দেখলাম তুমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছ "জানিনা কেনো এলাম এই নিঃঠুর দুনিয়ায়" ।
তুমি নিজেকে এতো ছোট করে দেখছ অথচ তোমার উজ্জল ভবিষ্যত তোমার পানে চেয়ে আছে বহুকাল ধরে । তোমার অন্তজ শক্তি কখনো কি খুটিয়ে দেখেছিলে? তুমি কি নিঃশ্চিত করে বলতে পারবে তোমার সেরাটুকু ঢেলে তুমি ট্রাই করেছিলে? তুমি পারবে না ক্যারিয়ার বিল্ডআপ করতে এটা এনসিওর হবার আগে নিজেকে একবার স্ক্যান করে নাও । নিজেকে আরেকবার যাচাই করে নাও ।

হাঃ হাঃ হাঃ এইসব বোকা জানেই না জীবন শুরু করার সুযোগ থাকে সময়রেখার যেকোন বিন্দুতে ।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার বলেছেন। জীবন শুরু করার সুযোগ থেকে সময়রেখার যেকোন বিন্দুতে ।

১৮ ই জুন, ২০১৬ রাত ২:০৭

গেম চেঞ্জার বলেছেন: :) আমার ব্লগে প্রথম কমেন্ট!!

২| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:০৬

মহাকাল333 বলেছেন: দুঃখিত। কারিগরি কিছু সমস্যার কারনে অন্য পোস্টে করা উপরোক্ত মন্তব্যটি এই পোস্টে ভুলক্রমে পড়ে যাওয়ায় আন্তরিকভাবে দুঃখিত।
আপনার পোস্টের সাথে সহমত জানাচ্ছি। শুধু জিপিএ ৫ এর উপর এর উপর সাফল্য নির্ভর করে না, সাফল্য নির্ভর করে আত্নবিশ্বাস ও পরিশ্রমের উপর। সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করলে যে কেউ জীবনে সফল হতে পারবে।

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:১৪

গেম চেঞ্জার বলেছেন: সমস্যাটি আমি বুঝতে পেরেছি এবং ডিলিটও করে দিচ্ছি । শুভকামনা রইল ।

৩| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩২

শায়মা বলেছেন: ঠিক ঠিক


শিক্ষা, দীক্ষা সাফল্য কৃতিত্বের কোনো সময় নেই!!!!!!! ইচ্ছা থাকিলেই উপায় হবেই।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ২:২৬

গেম চেঞ্জার বলেছেন: স্মরণীয় কমেন্ট!!

৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৯

খায়রুল আহসান বলেছেন: এইসব বোকা জানেই না জীবন শুরু করার সুযোগ থাকে সময়রেখার যেকোন বিন্দুতে - এই একটা বাক্যের জন্যই আপনি পেলেন দশে দশ! নামের সাথে কথার অপূর্ব মিল!
এটাই এ ব্লগে আপনার প্রথম পোস্ট। মুগ্ধতা রেখে গেলাম।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১১

গেম চেঞ্জার বলেছেন: আপনার রিমার্কস আমাকে অণুপ্রাণ দিল। অযুত শুভেচ্ছা। :)

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০১

আরজু পনি বলেছেন:

প্রথম পোস্টটা দেখতে এলাম...খুব অনুপ্রেরণামূলক ।

আপনার ব্লগসাইট ঘুরে রীতিমতো হিংসিত ।
অনেক সুন্দর করে সাজিয়েছেন আপনার ব্যক্তিগত ব্লগবাড়ি ।
শুভ ব্লগিং ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৩

গেম চেঞ্জার বলেছেন: পনি আপা,
:) :) অনেক অনেক ধন্যবাদ। এইরকম হিংসায়িত করতে পেরে দারুণ উৎফুল্লিত!!

৬| ১৮ ই জুন, ২০১৬ রাত ২:০৩

অজ্ঞাত অন্বেষা বলেছেন: ভাল লাগলো। হয়ত নিজেকে নিংড়ে দেখিনি কখনো, অথবা নিজের প্রতিভা ফুটিয়ে তোলার পথে যে সকল বাধা বিপত্তি আসতে পারে তার সম্পর্কে ভেবেই হ্য়ত এতটাই ভীত যে এক পা দিলে দুই পা পিছাই। কি করবো ভাই? আমি যে অনেক বড় একজন ভাবুক ;)

১৮ ই জুন, ২০১৬ রাত ২:১২

গেম চেঞ্জার বলেছেন: নিজেকে নিংড়ে দেখেন নি বলেই দেখা আবশ্যিক একটা ব্যাপার। বাধা বিপত্তির কথা বলছেন? তাহলে এটাও পড়ুন, কোনও বিন্দুমাত্র অণুপ্রেরণা পেলে নিজেকে ধন্য মনে করবো। কারণ আই রিয়েলি লাভ ভাবুকজ!!! :)

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪২

বর্ষন হোমস বলেছেন:
ব্লগে নতুন এসেছন স্বাগতম জানাচ্ছি।
সবসময় উলট পালট পোষ্ট করবেন।শিক্ষণীয় পোষ্ট করার কোন মানেই হয় না।তা্র জন্য অনেকে আছে।
আর কোন সমস্যা হলে জানাবেন। :P ;)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৯

গেম চেঞ্জার বলেছেন: তাই নাকি!

:||

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১০

জুন বলেছেন: ওরে সব্বনাশ এতো দেখি 2015 এর পোষ্ট :|
প্রথম পোষ্ট হিসেবে চমৎকার একটি লেখা গেম চেন্জার ।
শুভকামনা জানবেন ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১১

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ :)

শুভকামনা!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.