নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

✋কইতাম নাহ ☻☻

গেম চেঞ্জার

আগামীকালের দিনটা বাকি আছে। না? ধুর!! আগামীকাল কি হবে ঐটা নিয়া তো যথেষ্ট তথ্য নাই বোকা । ঐটার জন্য হা করে তাকাস না । ঐটা রহস্য । গত হয়ে গেল যে দিনটা ঐটা ইতিহাস । ঐটা নিয়া পড়ে থাকলে চলবে ?? তবে জেনে রাখ আজকে যে দিনটা চলে যাবে এটাই তোর পালা। সো বুঝে নে কি করা দরকার ☺ ☺........... ░░░░░░░░░░░░░░░░░ (gamechangerbd.blogspot.com)

গেম চেঞ্জার › বিস্তারিত পোস্টঃ

এই স্রোতে ভেসে যাবে আমাদের তরী

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২১



হায়! এই রাত্রির সময়টা যে অপ্রতুল
জেনেও সেটা কেউ জানছে না
ধেয়ে আসা প্রবাহ পাতাদের সাথে সংগম লিপ্ত হয়েছে
তাই আমি আশংকা করছি! খুব।
রাত্রির স্বল্পতায় শেষ হয়ে যাওয়ার ভয়


আচ্ছা, তুমিও কি আঁধারের নিঃশ্বাস শুনতে পারছো?
আমার মতোই সুখানূভুতিগুলো পাচ্ছো!
হ্যাঁ,
এখনো সকাল হয়নি!
আমার মতো তুমিও কি ভেতরের হতাশায় বুঁদ হয়ে যাচ্ছো?
খুব বেশি করে, ক্রমাগত?


হে
তোমাকে বলছি,
আঁধারের ফিসফিস শুনতে পারছো?
অন্ধকারে প্রবাহমান সময়ের বিষাদ যাত্রা শুনতে পাচ্ছো?


জানো? এই রাত্রিতে,
জ্বলজ্বল চাঁদ রক্তিমাভ হয়ে গেছে,
সে নাকি অধীর হয়ে আছে!

তবে এই আয়োজন যেকোন সময় স্তদ্ধ হয়ে যেতে পারে
মেঘেদের দিকে দেখো, এরা এখনই শোক পালন করতে চলে এসেছে!
মনে হয় ওরা সহস্র ফোঁটা বৃষ্টি চাইছে।


হে!
জেনে রেখো,
এই বিশাল যবনিকা সরে যাবে একবারের জন্য,
তুমি দেখবে, এরপর হয়তো কিছুই নেই।
জানো? সেই রাতে শিহরণ তোমাকে জড়িয়ে ধরবে
পুরো পৃথিবীটা একবারের মতো থমকে দাঁড়াবে।

তুমি কি জানো?
পর্দার ওপাশে কেউ যেন চিন্তিত!
তোমাকে নিয়ে
আমাকে নিয়ে।


হে সতেজ,
তোমাকে বলছি
ধেয়ে আসা এ আলোয় তোমার হাত বাড়াও,
মোহগ্রস্থ অধর থেকে তোমার ওষ্ঠ সরাও
ঐ ওষ্টে ছড়িয়ে আছে উষ্ণ অনূভবের প্রহেলিকা।
তাড়াতাড়ি নেমে আস,
তোমাকে ক্ষমা করবে না সময়,
জাগো!
জেগে ওঠো!!
ভোর হতে আর কখনো হয়নি, দেরী!
তুমি জেনে রেখো,
এই স্রোতে ভেসে যাবে তরী
অবশ্যই
এই স্রোতে ভেসে যাবে আমাদের তরী।


(ফরোগে ফারুখাজাদের কবিতা The Wind Will Carry Us এর বাংলা অনুবাদ। কিছুটা পরিমার্জিত ও সংযোজিত।)

জীবন গতিময়, সময়ের বিভিন্ন পরিমাপকে যদি আমরা স্থানাংক হিসেবে মাপি তাহলে একসময় সেটার একটা সমাপ্তি আছে। প্রতিবছরই একটা করে দিন আসে, সে দিনটা হলো জন্মদিন। আমার মনে হয়, এই দিন আসে আসলে আমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য-

❓কি কাজ করা হয়েছে?
❓কি করা উচিত?
❓কি করা হচ্ছে?


আমি কি সচেতন, আমার সীমিত এ সম্পদ খরচ করার ব্যাপারে? আসলে প্রতিটি সেকন্ডই তিলে তিলে আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আর এ জীবনের সার্থকতা ঠিক কি করতে পারলে হবে সেটা নিয়ে কি ভাবা উচিত নয়? এ খেল তামাশা হাসি, অভাবমুক্ত চাহিদা পুর্ণ করা জীবনই কি সার্থক জীবন?



একই শিরোনামে কবিতাটিকে নিয়ে একটি ছবি আছে। বিঃখ্যাত পরিচালক আব্বাস কিয়রোস্তামি এটা নির্মাণ করেছেন। সেটা দেখতে পারেন, আপনার বোরিং লাগার সম্ভাবনা প্রবল। তবে আমার ভালো লেগেছে।
পারস্যের ক্ষণজন্মা কবি ফরোগে ফারুখাজাদের এই কবিতাটি ইংরেজি থেকে অনুবাদ করেছিলাম গত বছর। কোন এক কারণে আজ-ই সেটা পোস্ট করতে ইচ্ছে হল।

মন্তব্য ৪৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

পলাশমিঞা বলেছেন: আছি

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

গেম চেঞ্জার বলেছেন: শুভেচ্ছা!

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

পলাশমিঞা বলেছেন: মেঘেদের দিকে দেখো, এরা এখনই শোক পালন করতে চলে এসেছে!

খুব ভালো লেগেছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

গেম চেঞ্জার বলেছেন: আজ মেঘলা দিন।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

মাঝিবাড়ি বলেছেন: বেশ চমৎকার! ওয়াও লিখা!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

গেম চেঞ্জার বলেছেন: ধন্যবাদ।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ ভাই।

ভালো লাগা রইল

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

গেম চেঞ্জার বলেছেন: শুভকামনা!

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

পলাশমিঞা বলেছেন: মেঘে ভিজে কাঁদলে খুব ভালো লাগে।

হা হা করে হসে বলা যায়, আমি খুব খুশি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

গেম চেঞ্জার বলেছেন: হ্যাঁ, সেটা সত্য। আমি আসছি আপনার পোস্টে। :)

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

পলাশমিঞা বলেছেন: ধন্যবাদ

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪

গেম চেঞ্জার বলেছেন: স্বাগত! :)

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০০

উম্মে সায়মা বলেছেন: সুন্দর কবিতা। অনুবাদ এবং বিশ্লেষণ ভালো লেগেছে।
ইংরেজিটা পড়ে দেখতে হবে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪০

গেম চেঞ্জার বলেছেন: অনেক ধন্যবাদ উম্মে সায়মা!

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০১

সুমন কর বলেছেন: অনুবাদ সাবলীল হয়েছে। শেষের কথাটুকুও ভালো। +।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৭

গেম চেঞ্জার বলেছেন: ধন্যবাদ সুমন-দা! :)

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা কম বুঝা পাবলিক আমি চিরকাল.........তবু শুভেচ্ছা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫১

গেম চেঞ্জার বলেছেন: এই কবিতা একদম সহজ হওয়ার কথা! :|

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

সাদা মনের মানুষ বলেছেন:

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ

আরাম পাইলাম!!!

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২২

শায়মা বলেছেন: আহা কোন সে কারণ সে তো জানি ভাইয়া!!!!!!!!!!!

হ্যাপী বার্থ ডে!!!!!!!!!!!!!!!!!!!!!! :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৬

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ

থেংকু!!

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৯

আহমেদ জী এস বলেছেন: গেম চেঞ্জার ,




গত বছরের অনুবাদ করা কবিতা, কোন এক কারণে আজ-ই পোস্ট করলেন সেটাই বড় একটা প্রশ্ন !!!!!!!!!
প্রশ্নের এই বিশাল যবনিকা কি সরানো যায় না একবারের জন্য ???????

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৯

গেম চেঞ্জার বলেছেন: আসলে ২১শে ফেব্রুয়ারি আমার জন্মদিন!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৯

গেম চেঞ্জার বলেছেন: শায়মা আপু উপরে সেটা বলে দিয়েছে। তাই আর এই প্রশ্নের যৌক্তিকতা থাকল না! :

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লেগেছে +

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫২

গেম চেঞ্জার বলেছেন: ধন্যবাদ কবিরভাই!

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:


জন্মদিন?
তা'হলে শুভ জন্মদিন।

আপনি কোন ভাষা থেকে অনুবাদ করলেন?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৫

গেম চেঞ্জার বলেছেন: আমি ইংরেজি থেকে অনুবাদ করেছি।

ধন্যবাদ রইল!

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৫

অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর পোস্ট। ভাল লেগেছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৭

গেম চেঞ্জার বলেছেন: অনেক ধন্যবাদ!

১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: কবিতাটি অনেক সুন্দর । আমি তো প্রথমে ভেবেছি আপনারই কবিতা

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১০

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ

আমার লেখার প্যাটার্ন-ই এটা!

১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৬

বিলিয়ার রহমান বলেছেন: অনুবাদটা সুন্দর হয়েছে!:) পাঠের পর মূল লেখক সম্পের্কেও আরো জানতে আগ্রহ হচ্ছে!:)

শায়মাপির মন্তব্য থেকে জানলাম আপনার জন্মদিন ২০ ফেব্রুয়ারি!:) তাই যদিও বিলম্বিত হয়ে গেল তবুও আপনাকে জন্ম দিনের শুভেচ্ছা জানাচ্ছি!:)

হ্যাপি বার্থ ডে টু ইউ! হোপ ইউ টু বি হেল এ্যান্ড হার্টি!:)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২২

গেম চেঞ্জার বলেছেন: ধন্যবাদ বিলি ভাই!

আমার জন্মদিন ২১শে ফেব্রুয়ারি!!

আর ঐ লেখক একজন জিনিয়াস ছিলেন। ফিল্ম ডিরেক্টর + প্রগতিবাদী + লেখক। বেচারি মাত্র ৩২ বছরে মরে গিয়েছিল। :(

১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:১৮

বিলিয়ার রহমান বলেছেন: ২১শে ফেব্রুয়ারি!!!

আপনার জন্মদিনটা আমার মনে ধরেছে খুব!!:)

ইচ্ছে হচ্ছে তারিখটা আপনার কাছ থেকে ইজারা নিয়ে নিজের জন্মদিন বলে চালিয়ে দেই।!:)


ফরোগে ফারুখাজাদ সম্পর্কে আরো কিছু তথ্য দেয়ায় ধন্যবাদ! আমি নিজেও ওনার সম্পর্কে আরো জানার চেষ্টা করব!:)









২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৩

গেম চেঞ্জার বলেছেন: লেখাচোরদের বিরুদ্ধে আপনার এভাবে লেগে থাকাটা খুব ভাল লাগছে। সাবধানে থাইকেন, কোনদিন যদি পথে আটকে.....। :P

১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৯

জেন রসি বলেছেন: আসলেই সময় খুব কম। এর মধ্যে আমাদের পক্ষে অনেক কিছু করাই সম্ভব না। কিন্তু অনেক কিছুর মধ্যে অল্প কিছু ব্যাপার আমরা বেছে নিতে পারি। সে অল্প কিছু কাজও খুব কম মানুষই ঠিক মত করতে পারে।

অনুবাদ ভালো হয়েছে। মনেই হচ্ছিলনা এটা অনুবাদ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৭

গেম চেঞ্জার বলেছেন: আমরা খেল তামাশা করছি, জেনে সময় নষ্ট করছি আমি। আমার মতো অনেকেই। আবার অনেকে না জেনেই এটা নষ্ট করছে।


ব্যাপারটা নিয়ে ভাবি সময় পেলে!

অনুবাদ আসলে নিজের মতো করে করার চেষ্টা করেছিলাম! :)

২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৩

জেন রসি বলেছেন: আমি এখন পর্যন্ত ঠিক করতে পারলাম না আমার সীমিত সময় নিয়ে কি করব। তবে প্রতিনিয়তই আমরা কোন না কোন সিদ্ধান্ত নিচ্ছি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৮

গেম চেঞ্জার বলেছেন: আমি ঠিক করে ফেলেছি। কিন্তু সময় নষ্ট করছি খুব!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :| :| :|

সিদ্ধান্ত অবচেতন মনেই আমরা নিই। কম্পিউটারের সিপিইউ এর মতো একটা অটো সিপিইউ আমাদের ভেতরেই আছে! :)

২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৫

আহমেদ জী এস বলেছেন: গেম চেঞ্জার ,



শুভ জন্মদিন ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৯

গেম চেঞ্জার বলেছেন: অটো. সম্বলিত শুভেচ্ছা!!

খুশি হলাম!! :)

ভাল থাকবেন জি.এস. ভাই!

২২| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:০৯

আরইউ বলেছেন: অনুবাদ হিসেবে কিন্তু বেশ ভালো হয়েছে!

০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৫

গেম চেঞ্জার বলেছেন: যাক বাবা, বাঁইচ্চা গেসি! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.