নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

✋কইতাম নাহ ☻☻

গেম চেঞ্জার

আগামীকালের দিনটা বাকি আছে। না? ধুর!! আগামীকাল কি হবে ঐটা নিয়া তো যথেষ্ট তথ্য নাই বোকা । ঐটার জন্য হা করে তাকাস না । ঐটা রহস্য । গত হয়ে গেল যে দিনটা ঐটা ইতিহাস । ঐটা নিয়া পড়ে থাকলে চলবে ?? তবে জেনে রাখ আজকে যে দিনটা চলে যাবে এটাই তোর পালা। সো বুঝে নে কি করা দরকার ☺ ☺........... ░░░░░░░░░░░░░░░░░ (gamechangerbd.blogspot.com)

গেম চেঞ্জার › বিস্তারিত পোস্টঃ

বইমেলার বই নিয়ে গেমুর একান্তালাপঃ (পর্ব-২) নরকের রাজপুত্র

০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৩


নরক!
নরক শব্দটি এই মুহুর্তে আপনার মাথায় ঘুরবার কথা। শব্দটির সাথে ভিজ্যুয়ালাইজ হবে হয়তো- আগুন, কালো-লাল-নীল-হলুদ আগুন, অন্ধকার, প্রবল অন্ধকার, ধোঁয়া-জাল, নানান ক্যালিগ্রাফির বজ্রপাত, পুঁজের নদী, জিঞ্জির দিয়ে বাঁধা পুরুষ, মহিলা!
নরক ব্যাপারটা কি রকম হবে সেটা নিয়ে অবশ্য আমি বলতে আসিনি। আমি বরং অন্য কথা বলব। ইবলিশ শয়তানের কথা বলা যেতে পারে কিংবা বলা যেতে পারে এমন কারো কথা যাদের সংস্পর্শ থেকে আমরা দুরে থাকতেই চাই। এই দেখুন-

শয়তানের সাথে আমার এক আধটু সখ্যতা আছে। যদিও তাকে আমি পছন্দ করিনা মোটেও। .... (এরপর ছবিতে + নিচেও উদৃত)



তবে সে ঈশ্বরের মত পায়াভারী আর অহংকারী নয় বলে টুকটাক কথাবার্তা চালানো যায় মাঝেমধ্যে। সে আমাকে সেদিন বলল, "বন্ধু চল একসাথে পান করি, মাতাল হই, কবিতা লিখি, সুন্দরীদের ঠোঁটে চুমু খাই, লুকিয়ে স্নান দেখি, চল মাতাল হই, গান গাই, বেশ্যাপাড়ায় যাই..." তার অসীম কর্মক্ষমতা এবং প্রাণপ্রাচুর্য সম্পর্কে অবগত থাকায় সেখানেই তাকে থামিয়ে দিই।
"প্রস্তাবগুলো লোভনীয়, সন্দেহ নেই। তবে সবগুলো পালন করা সম্ভব না। তুমি তো জানোই..."
"কেন, ঈশ্বরকে ভয় পাস!" বক্রচোখে ব্যাঙ্গের ভঙ্গিমায় বলে সে।
"যদি ভয় পেয়েই থাকি, তাতে তোর কি? ঈশ্বর বেচারা নিজের মত থাকে কাউকে বিরক্ত করেনা। আর তুই দুদিন পরপর এসেই খাতির জমাতে চাস। লাথিগুতো খেয়েও শিক্ষা হয়না! যা ভাগ! নির্লজ্জ!
"হ্যাঁ যাচ্ছি! তবে তোর ডাকেইতো এসেছিলাম। আবার দরকার পড়লে ডাকবি, কোন সমস্যা নেই। আই এ্যাম এ্যাট ইয়োর সার্ভিস অলওয়েজ!" বলে কুচক্রী হাসি হেসে চলে যায় সে। আমি এই গভীর রাতে একা ঈশ্বরের চোখ রাঙানি উপেক্ষা করে হস্তমৈথুন শেষে কবিতা লিখতে বসি। "


এতটুকু পড়ার পরও যদি আপনার মনে হয় এই লেখাটা ইন্টারেস্টিং! কিংবা পড়বার নুন্যতম আগ্রহ বজায় থাকে তাহলে সেরেছেন। আপনি নিজের ভেতরে একটা দু-শিংওয়ালা শয়তান পোষ করে চলেছেন। নিজের অজান্তেই।
কি? ভয় পেয়ে গেছেন?

হাঃ হাঃ হাঃ B-)) B-)) B-))
আমার দিক থেকে বলি। ডার্ক কমেডি, ডার্ক মিস্ট্রি, ডার্ক থ্রিলিং সবাই নিতে পারে না। সাধারণ পাঠকদের মধ্য থেকে ঠিক কতভাগ নিতে পারে সেটা বলতে পারব না তবে এটা বলতে পারি, আধুনিক মন যদি আপনার থাকে তাহলে ডার্ক স্টোরি গুলো ভাল লাগার যথেষ্ট সম্ভাবনা আছে। আর বইপোকা হলে তো কথাই নেই।
তাহলে, উপরে শয়তান পোষার কথা কেন বলেছি সেটা অবশ্যই ব্যাখ্যা করে দিতে হবে না। B-)

উপরে যা যা কথা বললাম, সেগুলো আসলে সামুর শীর্ষ ব্লগার হামা ভাইয়ের লেখা নরকের রাজপুত্র বইটির মুল গল্প থেকে উদৃত/নিয়ে বলা। এবারের (একুশে) বইমেলায় প্রকাশ হয়েছে এই গল্পগ্রন্থটি। মোট ১৪ টি গল্প আছে এটিতে। ভিন্ন ভিন্ন স্বাদের একেক গল্প। কোনটাই ছোটদের/প্রথাগত প্রেম ভালবাসার গল্প নয়। আছে মুক্তিযুদ্ধ নিয়ে কিছু ভাবনার প্রকাশ। তবে হিউমর আছে যথেষ্ট!! সেটা বুঝতে হলে উনার গল্প পড়তে হবে। অবশ্য ব্লগে ইতিমধ্যেই প্রকাশ করা আছে কিছু গল্প। সেগুলো পড়ে দেখতে পারেন।

ভাললাগা একটা অংশ আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, গণিতের মতো কাঠখোট্টা ব্যাপারকে চলচ্চিত্রের মতো প্রাণবন্ত উপাদানের সাথে জুড়ে দিয়ে কি চিন্তাভাবনা করছে গল্পের নায়ক!!


এই গল্পে যে ক্রিয়েটিভিটি আছে সেটা ধরতে পারলে লেখককে কৃতজ্ঞ জানাতে না পারার আফসোস হবার কথা। ৩ সেকন্ড সময় নিয়ে এই গল্প। আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন? ১ সেকন্ড সময়ের মধ্যে স্থানভেদে কতকিছু ঘটে যেতে পারে? আমি ভেবেছিলাম, অসীম সংখ্যক সম্ভাবনা আছে বিভিন্ন ঘটনা ঘটার। যেমন ধরেন, ১ সেকন্ড সময়ের মধ্যে আপনার সক্রীয় মষ্তিষ্ক ভাবতে পারবে বিশাল সংখ্যক ভাবনা। হতে পারে আপনার সামনে বসা কোন তরুণীকে দেখে পছন্দ হয়ে যাওয়া, রোমান্স, বিয়ে, সন্তান, বৃদ্ধ সময়, সন্তান সন্ততি এবং একসময় মৃত্যু!!!

সাধারণত ডার্ক স্টোরি লিখেন। তাঁর লেখায় শৈল্পিক ধাঁচে উঠে আসে আমাদেরই ভেতরের আচ্ছন্ন কথা। কিছু কিছু টপিক আছে, যা নিজের কাছেও মানুষ ভাবতে সংকোচ-বোধ করে আর সেটাই তাঁর লেখায় উঠে এসেছে সাবলীলভাবে। উনি যে খুব পপুলার তেমনটি বলা যায় না। ঐভাবে পরিচিতি না পাবার কারণ এই ঘরানার লেখার পাঠক কম। তবে আমি উনার ফ্যান সেটা নির্দ্বিধায় বলতে পারি। উনার লেখা পড়বার স্বাদটা বিদেশী বড় বড় সাহিত্যিকদের বই পড়বার সময় যে স্বাদ পাওয়া যায়, আমার তেমনি মনে হয়েছে। :)
উনার গল্প থেকে কি পাবেন, কি পাবেন না সেটা নিয়ে বলার উপযোগিতা দেখছি না। ভিন্ন স্বাদের ভিন্ন অনুভবের গল্প যদি পড়তে চান তাহলে পড়তে পারেন এই গল্প।



বইঃ নরকের রাজপুত্র
লেখকঃ হাসান মাহবুব
প্রকাশকঃ অনুপ্রাণন প্রকাশন
মুল্যঃ ২১০ টাকা
ঠিকানাঃ বি-৬৪ ও বি-৫৩ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, কাঁটাবন
সেলঃ +৮৮০ ১৭৬ ৬৬৮ ৪৪৩৬
ইমেইলঃ [email protected]

(তথাকথিত সৌজন্যে বলা) এই পোস্টটা বই রিভিউ না আমার আত্মকথন রিভু স্টাইলে আরকি। আমি নিজেই লম্বা লম্বা বই রিভিউ এড়িয়ে গিয়ে ছোট ছোট গুরুত্বপুর্ণ প্যারাগুলো পড়ে মুক্তির পথ খুঁজি। এরপর যদি মনে হয় বইটা আমার জন্য উপযুক্ত, তাহলে বইটা কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলি। এই পোস্টটা একমাস আগেই লেখা শুরু করেছিলাম। কিন্তু মন না বসাতে আসলে শেষ করা হয়নি। বইপোকা গ্রুপে সপ্তাহ আগে এটা প্রকাশ করেছিলাম। কপি পেস্ট ভাবার কোন কারণ নেই। :) :)

মন্তব্য ২৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১০

বর্ষন হোমস বলেছেন:
প্রথম ছবিটাতে নিছে লিখা আছে "হস্তমৈথুন শেষে কবিতা লিখতে বসলাম"।

জায়গাটা বুজলাম না।হস্তমৈথুন কি?

০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৬

গেম চেঞ্জার বলেছেন: বাইচ্চা বয়সে এইগুলা জানা ঠিকনা। :-B

২| ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৯

নীলপরি বলেছেন: পুরোটাই পড়েছি । আপনিই পড়তে বাধ্য করেছেন আর কি ! :)
উপস্থাপনাটা ভালো লাগলো ।

হাসান মাহবুব ও আপনার জন্য শুভকামনা ।

০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৯

গেম চেঞ্জার বলেছেন: :) শুভকামনা রইল। ভাল থাকুন নীলপরি!

৩| ০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪২

নিশাত১২৩ বলেছেন: হাসান মাহবুব সামহোয়ার ব্লগের একজন বলিষ্ঠ লেখক। তার ভিন্নধারার গল্পগুলি,পড়তে বেশ লাগে ।
বইটি কিনতে হবে ।

০৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৩

গেম চেঞ্জার বলেছেন: :) শুভকামনা!

৪| ০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৭

নাগরিক কবি বলেছেন: @হোমস ( বর্ষন) : হাতের সাথে ঘর্ষনে নীল আকাডে যেই তর্জনে গর্জন হয় তাহাকে উহা বলে।








_★ গেমুভাই : ঠিক আছে? ;)

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২২

গেম চেঞ্জার বলেছেন: এইসব আপনারে শিখাইল কে! :|| ;)

৫| ০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৯

নাগরিক কবি বলেছেন: উপরে টাইপো হয়েছে ঘর্ষনে। আকাডে < আকাশে। ;) ;) :)

৬| ০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নাহ, কপি পেস্ট ভাবিনি। রিভ্যু চমেতকার হইছে গেমু ভাই।

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩০

গেম চেঞ্জার বলেছেন: না ভাবায় আনন্দে লাফাইতাসি এখুন! ;) ;)

৭| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৬

অতঃপর হৃদয় বলেছেন: গেমু ভাইয়া!!!!!!!!!!! রিভু দেখে তো লোভ লাগছে।

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৫

গেম চেঞ্জার বলেছেন: কিনে ফেল তাহলে। :)

৮| ০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

হাসান মাহবুব বলেছেন: "অবাস্তব যোগজীকরনের উচ্চাভিলাষ" গল্পটা নিয়ে দুকলম লেখার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ। এই গল্পটার উৎপত্তি হয়েছিলো লোকাল বাসে এক তরুণীকে দেখে। তাকে আমার খুব অবাক রকম ভালো লেগেছিলো। কিন্তু কেন? মুহূর্তের মধ্যেই আমার মধ্যে অনেক রকম ভাবনা চলে আসে। এই গল্পটা সম্ভবত আমার সবচেয়ে অনুভূতিপ্রবণ গল্প। এটা নিয়ে কেউ লিখবে ভাবি নি। খুশি লাগতাছে !:#P

১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

গেম চেঞ্জার বলেছেন: "অবাস্তব যোগজীকরনের উচ্চাভিলাষ"
এটা আমার কাছে ভিন্নরকম ভাল লেগেছিল। :) আর গল্পটার উৎপত্তি নিয়ে যা ভেবেছিলাম, ঠিক সেটাই বাস্তবে দেখছি! ;)

৯| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: গেমু স্টাইলের রিভিউ!:)

পিলাচ!:)



শুভকামনা!:)

১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

গেম চেঞ্জার বলেছেন: :) ধইন্যা!!

১০| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৯

কানিজ ফাতেমা নবগ্রাম বলেছেন: উপস্থাপনাটা ভালো লাগলো ।

১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

গেম চেঞ্জার বলেছেন: ধন্যবাদ!

১১| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৮

বিজন রয় বলেছেন: আপনার মাসিক পোস্টের খবর কি?

গেমু ? আছেন কেমন?

১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

গেম চেঞ্জার বলেছেন: আপনিই তো কইলেন ঐটা বাদ দিতে! :|| ;)

ভালাছি। আপনার খবর বলেন। :)

১২| ১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


" কোনটাই ছোটদের/প্রথাগত প্রেম ভালবাসার গল্প নয়। আছে মুক্তিযুদ্ধ নিয়ে কিছু ভাবনার প্রকাশ। তবে হিউমর আছে যথেষ্ট!! "

-মুক্তিযুদ্ধ নিয়ে কি ধরণের ভাবনা আছে ওখানে?

১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

গেম চেঞ্জার বলেছেন: জানতে হলে পড়তে হবে। পড়তে হলে.. ;)

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৩

রেজওয়ান তানিম বলেছেন: মজার ব্যাপার এই, আমি যখন ব্লগে লিখতে শুরু করি, তার বহু আগে থেকে হাসান বিখ্যাত হলেও তার লেখা আমার প্রথম চোখে পড়ে এই নরকের রাজপুত্র। আমি গল্পটি পড়ে পুরা তব্দা খেয়ে গেছিলাম। সেই গল্পটি ওর আগের বই দুটায় না থাকলেও এবারে সেই নামে একটা বই এসেছি বিষয়টা সুখের।

শুভকামনা তোমাদের দুজনকেই।

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৫

গেম চেঞ্জার বলেছেন: :) থেংকিউ তানিম ভ্রাতা!!

১৪| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৫:১০

জেন রসি বলেছেন: হামা ভাইয়ের গল্পের রিভিউ লেখা সহজ ব্যাপার না। কারন তার গল্পের চরিত্রগুলো এমন সব সাইকোলজিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে ঘুরপাক খায় যা একই সাথে বিমূর্ত আবার কমপ্লেক্স। আপনি সে কঠিন কাজটা খুব সজজ ভাবে করেছেন। রিভিউ ভালো লেগেছে। :)

২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

গেম চেঞ্জার বলেছেন: যাইহোক, কিছু একটা লিখে ফেলেছি সেটা বলতেই পারি! ;)

আপনার অনুপ্রেরণাধর্মী মন্তব্য ব্লগের জন্য অনুসরণযোগ্য উপায়!

ধন্যবাদ রসিভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.