নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

✋কইতাম নাহ ☻☻

গেম চেঞ্জার

আগামীকালের দিনটা বাকি আছে। না? ধুর!! আগামীকাল কি হবে ঐটা নিয়া তো যথেষ্ট তথ্য নাই বোকা । ঐটার জন্য হা করে তাকাস না । ঐটা রহস্য । গত হয়ে গেল যে দিনটা ঐটা ইতিহাস । ঐটা নিয়া পড়ে থাকলে চলবে ?? তবে জেনে রাখ আজকে যে দিনটা চলে যাবে এটাই তোর পালা। সো বুঝে নে কি করা দরকার ☺ ☺........... ░░░░░░░░░░░░░░░░░ (gamechangerbd.blogspot.com)

গেম চেঞ্জার › বিস্তারিত পোস্টঃ

চল, পালাই! পালাই!! - গেমুর আরেকখান কোবতে এক্সপেরিমেন্টো!! B-))

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৭




আজ বৃষ্টি এসেছে নিঝুমম!
চল পালাই,
দুরে অজানায়, অচেনায়!!

চল হৃদয়ের সুরে ঢেউ তুলি আরেকবার!
জানিস, মন বলেছে আমাকে,
তোর আবেশে যেন মুর্ত হই,
তোর স্পর্শে যেন ডুবে যাই!
যাই ডুবে অতল সমুদ্রের তলে!
আয় ইচ্ছেমানুষ হয়ে যাই!
আজকের বৃষ্টির শিরশিরে হাওয়ায় গা ভাসিয়ে দেই!
আবছায়া সিক্ত জানালার কাঁচে তোর হাতের তালুতে হাত রাখি!
এলোমেলো করে দেই উথলে ওঠা শৃংখল তরংগ!


জমানো উষ্ণতাগুলো লু-হাওয়ায় ওড়ছে!!
এই, দেখ চেয়ে অবুঝ ছোঁয়াগুলোর উপছে ওঠছে!
ভয়াবহ প্লাবনের সংকেত নিয়ে আনন্দ পাখির পালক কাঁপছে!

মন্তব্য ১০০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (১০০) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২০

অপ্‌সরা বলেছেন: ওকে পালাও পালাও !!!!!!!!

পালানোর জন্য একখানা সাইকেল দিলাম !!!!!:)
ওকে পালাও পালাও !!!!!!!!

পালানোর জন্য একখানা সাইকেল দিলাম !!!!!:)


২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২১

গেম চেঞ্জার বলেছেন: সাইকেলে হবে না! রকেট চাই রকেট!! B-)) B-)) B-))

২| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৩

অপ্‌সরা বলেছেন:




না না এই সাইকেল না এটা নাও........




২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৪

গেম চেঞ্জার বলেছেন: 8-| রকেট কই! এটাতে তো হবে না!!!! :P

৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৩

অপ্‌সরা বলেছেন: রকেট!!!!

বৃষ্টিযান লাগিবেক......ওকে খুঁজিয়া আনি........

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৭

গেম চেঞ্জার বলেছেন: ঠিকাছে! আমি ওয়েটাইতেসি! :)

৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৬

অপ্‌সরা বলেছেন: গেমু যখন পালাইতেসিলো, ব্যাকগ্রাউন্ডে এই গান ছিলো

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩১

গেম চেঞ্জার বলেছেন: এই গানে ঘুম চলে আসার পরে আর ঘটনাটাই ঘটলো না! :(

৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সুখ হোক গন্তব্য।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩২

গেম চেঞ্জার বলেছেন: :) মোবারাক হো!

৬| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: বৃষ্টির ফলাফল?? :D সুন্দর হয়েছে কবিতাটা।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩২

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ :) থেংকু!!

৭| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩২

অপ্‌সরা বলেছেন: মোটা ফ্রেম ভাইয়া বৃষ্টি দেখে সবাই কবি হয়ে গেলো!!!!! #:-S


তুমি হলে না!!!!!!!!!!!!

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৪

গেম চেঞ্জার বলেছেন: আমি! কবি!! এটা কবিতা!! B:-) B:-) B:-)

৮| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৫

অপ্‌সরা বলেছেন: এইবার


:) :) :)


নো ঘুম আসা আসি

শুধুই পালাই পালাই নাচানাচি........:)

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪১

গেম চেঞ্জার বলেছেন:

তার চেয়ে এই পাগলামো আরো ভালো!!!! B-)

৯| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন্স

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৩

গেম চেঞ্জার বলেছেন: :) :)

১০| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লাগা =p~ =p~

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৪

গেম চেঞ্জার বলেছেন: ;) :P

১১| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪১

ডঃ এম এ আলী বলেছেন: কবিতায় মুগ্ধ
আজ বৃষ্টি এসেছে নিঝুমম!
চল পালাই,
দুরে অজানায়, অচেনায়!!

পালানোর জন্য সাইকেলই ভাল
রকেটে সমস্যা অনেক
দীর্ঘদিন ট্রেনিং লাগবে,
তবে এয়ারবাসের এই
ডিজাইনের জেট
প্লেনে পালানোটা বেশ
আরামদায়ক হবে :)

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৫

গেম চেঞ্জার বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা!! :)

১২| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: অপ্‌সরা বলেছেন: মোটা ফ্রেম ভাইয়া বৃষ্টি দেখে সবাই কবি হয়ে গেলো!!!!! #:-S


তুমি হলে না!!!!!!!!!!!!


নাহ শায়মাপু! অন্যদের ইট্টু ইট্টু চান্স দিলাম আরকি!! :D :-P :-* :-P

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৯

গেম চেঞ্জার বলেছেন: দারুণ আইডা! আমি এইটাই কামে লাগাইতাসি এতদিন যাবত! ;) ;)

১৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৬

অপ্‌সরা বলেছেন: ডঃ এম এ আলী বলেছেন: কবিতায় মুগ্ধ
আজ বৃষ্টি এসেছে নিঝুমম!
চল পালাই,
দুরে অজানায়, অচেনায়!!
পালানোর জন্য সাইকেলই ভাল
রকেটে সমস্যা অনেক
দীর্ঘদিন ট্রেনিং লাগবে,
তবে এয়ারবাসের এই
ডিজাইনের জেট
প্লেনে পালানোটা বেশ
আরামদায়ক হবে :)




হা হা হা ভাইয়া ........ গেমুভাইয়া সাইকেল জানাতে জানেনা ...... যা আমি পাঁচ বছরেই শিখেছি!!!!!!!!!! হি হি হি


ওহ আমি পাঁচ বছরেই দুই চাকার বাইসাইকেল শিখেছি আর গেমু ভাইয়ু ট্রাই সাইকেল :P

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫১

গেম চেঞ্জার বলেছেন: আমি তো আগেই রকেট চালানো শিখেছি কি-না! তাআই! ;) ;)

১৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫০

নাগরিক কবি বলেছেন: B:-/ 8-| পালাইলেই মামলা ;)

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫২

গেম চেঞ্জার বলেছেন: এর আগে হামলা!!! ;) ;)

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫১

অপ্‌সরা বলেছেন: তুমিও এট্টু এট্টু লিখে ফেলো মোটাভাইয়া!!!!!!!! :)

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৩

গেম চেঞ্জার বলেছেন: এই মানুষটা হালকা পাতলা চিকন চাকন হবে ভাবসিলাম! তুুমি এক মুহুর্তে লোকটারে মুডু বানাই ফেললা! =p~

১৬| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৫

অপ্‌সরা বলেছেন:
১৪. ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫০ ০
নাগরিক কবি বলেছেন: B:-/ 8-| পালাইলেই মামলা ;)





এই যে মামলা খাওয়ার পরের ছবি......:)

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০১

গেম চেঞ্জার বলেছেন: আর এটা পালানোর সময়ের ছবি-- :P

১৭| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
যাই ডুবে অতল সমুদ্রের তলে! তারাতারি ..... লাইট, ক্যমেরা ,এ্যকশান ..... B-)


প্রেমের মরা জলে ডুবে না । B-)

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০২

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ এইসব পাবলিক জেতা ভাইসাব!! ;) ;)

১৮| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৮

অপ্‌সরা বলেছেন:


এই যে তোমাল লকেত আনছি!!!!!!!! :)

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৩

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ

এটা চালাইসিলাম ছোতবেলায়!!!!!!! B-))

১৯| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০২

অপ্‌সরা বলেছেন: ও মাই গড!!!!!!!!!!!!!!!!!!!!!

পালানোর সময় তোমাদেরকে কুকুরে তাড়া করছিলো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :-/

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৪

গেম চেঞ্জার বলেছেন: হ্যাঁ!
কুকরটার নাম ছিল ইতলো মোশলো! :-/

২০| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আরেহ গেমুভাইয়া! আমার চশমাটাই মোটা। আমি তো মাত্র ৭৩.৫ কেজি (আজকেই মাপিয়েছি :P ) আর শায়মাপু যে কখন কাকে কি বানায়ে ফেলে (বানানোর পরে পোস্টায়েও দেয়) ভরসা আছে?? :-P

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৮

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ ;)

বুঝলাম আসলি ঘটনা!! :P :P :P

২১| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৯

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১১

গেম চেঞ্জার বলেছেন: ধন্যবাদ সুমন'দা! :)

২২| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৯

অপ্‌সরা বলেছেন: ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৪ ০
লেখক বলেছেন: হ্যাঁ!
কুকরটার নাম ছিল ইতলো মোশলো! :-/


ওয়াও ওয়াও!! বাহা বাহা!!!!!!!!! খাসা নাম !!!!!!!!!!! :) :) :)


হা হা হা হা হা মোটুভাইয়ু!!!!!!!!!!!!!!!!!! আমি তো জানি তোমার চমশা ইজ মোটা তাও আবার ফ্রেম!!!!!!!! কিন্তু শর্টকাট তুমিই মোটা হয়ে যাও!!!!!!!!! ৭৩ কেজি কি কম নাকি!!!!!!!!!

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১২

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ :-B

২৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: এইটা কিন্তু অন্যায়। সিক্স প্যাক নেই বলে মোটার অপবাদ শুনতে হয়!!! :((

০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:১৯

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ :প

২৪| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পুরাই রোমান্টিকতা ভরা চঞ্চলা কাব্য। অসাধারণ উষ্ণনতা মিশানো কথাগুলো।
উদাসী না হয়ে যেন উপায় নেই আর।

শুভকামনা রইল

০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:৩৫

গেম চেঞ্জার বলেছেন: থেংকিউ নয়ন ভাই। :)

২৫| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৯

দ্যা ফয়েজ ভাই বলেছেন: নাহ,এ হতে দিতে পারি না।এখন গেমু ভাই দাওয়াত দিবে সুখবর দিবে,ভালোমন্দ কিছু খাবো।তা না করে পালানোর প্ল্যান করা ঠিক নাহ।যদি পালিয়েই যান তাহলে খাওয়া-দাওয়া দূরের কথা সাক্ষী ছাড়া আর কিছুই হতে পারবো না।সুতরাং আমি এ কবিতার ঘোর বিরোধীতা ঘোষণা করলাম,যদিও কবিতা সুন্দর হইছে। :p

০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:৩৬

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ

উকে, দাওয়াত পাইবা! :)

২৬| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০৩

গুলশান কিবরীয়া বলেছেন: আহা!! চমৎকার উড়ু উড়ু প্রেম!!

নানা , নানীকে নিয়ে পালাতে চায়। ;)

০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:৩৭

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ

সইত্য ঘটনা!!

২৭| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:২১

চাঁদগাজী বলেছেন:


কবিতার গঠন, মিশ্রন, সিনথেসিস সবই বেগবান; কিন্তু এগুলো প্রেমহীন উন্মাদনা, যা বাস্পের মত মিশ যাবে।

০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:৩৮

গেম চেঞ্জার বলেছেন: চমৎকার মন্তব্য!! :)

২৮| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: কোবতে লেখা শুরু
ক্লাস তখন নাইন
গেমুর কোবতে খানা
হইছে কিন্তু ফাইন।

০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:৩৮

গেম চেঞ্জার বলেছেন: ওয়াও!! আপনিও তো কি-করি'র দলের মানুষ! ;)

২৯| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৯

ধ্রুবক আলো বলেছেন: এই, দেখ চেয়ে অবুঝ ছোঁয়াগুলোর উপছে ওঠছে!
ভয়াবহ প্লাবনের সংকেত নিয়ে আনন্দ পাখির পালক কাঁপছে!


দারুন +++

০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:৩৯

গেম চেঞ্জার বলেছেন: :) শুভকামনা!!

৩০| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩০

বিলিয়ার রহমান বলেছেন: কোবতে কিন্তু সেই হইছে!:)


প্লাগ!:)


অফটপিক:- টেকি, গল্পু, ফিচারিং এগুলাইতো ভালা ছিল!:) কবিতা লেইখ্খা কি আমাদের রুটি রুজি কাইরা লইতে চান নাকি মেয়াবাই! ;)

০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:৪১

গেম চেঞ্জার বলেছেন: ওয়াও!
আপনার কন্টিনিউটি দেখে ভাল লাগছে!

৩১| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৬

কথাকথিকেথিকথন বলেছেন: আপনি এতো এক্সপেরিমেন্ট চালান কেন ? পরে দেখা যাবে আপনি কবি না হইয়া কবিতা বিজ্ঞানী হয়ে গেছেন !!

তবে কবিতা কিন্তু কবির হাতের কবিতার মতই সুন্দর । ভাল লেগেছে ।

০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:৫৭

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ আমি বিজ্ঞানী হবার পথে আছি! ;) ;) ;)

৩২| ৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

কাউয়ার জাত বলেছেন:

০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:০৩

গেম চেঞ্জার বলেছেন: উকে, আর লিখুমনা: ! : :/

৩৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

রেজওয়ান তানিম বলেছেন: ভাইগা যাওনের আগেই ভাইগা যাওনের কবিতা।

হি হি

কবিতা খারাপ হয় নাই কা.।.।

০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:০৪

গেম চেঞ্জার বলেছেন: ;) ;) :)

থেংকু তানিমভাই!

৩৪| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৭

আহমেদ জী এস বলেছেন: গেম চেঞ্জার ,




কবিতাটি এক্সপেরিমেন্টো নয় একেবার ফাইনাল রেজাল্টো হয়েছে । এখন এক্সপেরিমেন্টো এক্সপেরিমেন্টো গেম চেঞ্জো করে বোতলে ভরে বাজারজাতো করিতে পারেন ।

তবে অনেকদিন পরে দেখা দিয়ে পালাই , পালাই বলে আবার কোন গেম পাতলেন ? :(

আসলেই সুন্দর হয়েছে ।
তবে শেষ স্তবকের প্রথম ও দ্বিতীয় লাইনের "ওড়ছে!!" আর "ওঠছে!" কে যথাক্রমে " উড়ছে" এবং "উঠছে" করে দিলে ভালো হয় মনে হয় ।


০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:০৬

গেম চেঞ্জার বলেছেন: উরে বাপ্পস!!

জিঃ এসঃ ভ্রাতা!!

আপনাকে প্রথমেই শুভাশীষ জানালুম!

পরের কথা হইলু- আমি কোন গেম পাতলুম কই?

এটা গেম না! আর বিশেষ কবি'র মতে ওড়ছে/ওঠছে দিয়েছিলুম! ;)

নাইস কমেন্টো! :)

৩৫| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৯

নীলপরি বলেছেন: ভয়াবহ প্লাবনের সংকেত নিয়ে আনন্দ পাখির পালক কাঁপছে!

বাহ , দারুন লাগলো ।

০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:০৯

গেম চেঞ্জার বলেছেন: :) অনেক ধন্যবাদ নীলপরি, আপনাকে!!!!!!!!

৩৬| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৫

রাবেয়া রাহীম বলেছেন:

আজ বৃষ্টি এসেছে নিঝুমম!
চল পালাই,
দুরে অজানায়, অচেনায়!!


তবে তাই হোক ভাইয়া =p~

০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:১০

গেম চেঞ্জার বলেছেন: রকেটে ডিজেল ভরছি! ;)

এটা শেষ হলেই!! ;)

=p~

৩৭| ০১ লা মে, ২০১৭ বিকাল ৪:৫৬

সাদা মনের মানুষ বলেছেন:
আসেন আমার টাঙ্গায়, চলেন পালাই

০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:১৪

গেম চেঞ্জার বলেছেন: আপনার টাঙ্গায় না চড়লে লাইফটা সমৃদ্ধ হইবে নাহ! :)

৩৮| ০১ লা মে, ২০১৭ বিকাল ৫:০৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল হয়েছে..।

০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:১৪

গেম চেঞ্জার বলেছেন: :)

৩৯| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:২২

অতঃপর হৃদয় বলেছেন: এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হত তুমি বলোতো!!!!!!!!!!!!!!!!! ভাইয়াআআআআআআআ পালাবো আমিও

০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:১৫

গেম চেঞ্জার বলেছেন: তুমি এটটুক পরে যাও, আগে আমাগরে পালাতে দাও! :P

৪০| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৪:৫৮

জেন রসি বলেছেন: বৃষ্টিতে যা করার ঘরের ভেতর থেকেই করা বুদ্ধিমানের কাজ! :P পালাতে গেলেই থর তার বিখ্যাত হাতুড়ি দিয়ে বজ্রপাত ঘটিয়ে ফেলতে পারে! ;)

কবিতার রোম্যান্টিক স্বাদ বেশ উপভোগ্য। কোডিং এর সাথে সাথে কবিতা নিয়েও খেলে যেতে পারেন। আপনার মধ্যে একজন কবিও বসত করে। :)

২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

গেম চেঞ্জার বলেছেন:
হাঃ হাঃ হাঃ

ট্রাই করবো!!

:)

৪১| ১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৩১

বিলিয়ার রহমান বলেছেন: কোন কন্টিনিউটির কথা বলেছেন???

২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

গেম চেঞ্জার বলেছেন: ব্লগে আপনার কন্টিনিউ থাকার ব্যাপারটা!!

৪২| ১৯ শে মে, ২০১৭ বিকাল ৪:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একটা নতুন সনেট লিখলাম, একটু দয়া করে দেখে দিবেন। কবিতাতে কবির মূল্যায়নই বড়। তাই জানালাম। যদি কিছু মনে না করেন। আমার পোষ্ট প্রথম পাতায় যায়না বলে এভাবে জানাতে হলো!

২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

গেম চেঞ্জার বলেছেন: ধইন্যবাদ!

৪৩| ২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পালাবেনই যখন, তখন কামাল ভাইয়ের টাঙ্গাতেই পালান। সাথে আমারেও নিয়েন। হাঃ হাঃ হাঃ।

২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০২

গেম চেঞ্জার বলেছেন: আপনে হইলেন বুড়া মানুষ! নিয়া কি লাভ হইব! ;)

৪৪| ২৩ শে মে, ২০১৭ রাত ৮:১৩

নাদিম আহসান তুহিন বলেছেন: আহা আজ যদি নিঝঝুম বৃষ্টি আসতো,,,

২৩ শে মে, ২০১৭ রাত ৮:১৬

গেম চেঞ্জার বলেছেন: গরমে ছাতি ফাটি যায় যায় অবস্থা! বাইরে বেরুনোই পাপ!! B:-)

৪৫| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৯

নাগরিক কবি বলেছেন: এই চোখের দৃষ্টি ফাঁকি দিয়ে কোথায় পালাবেন। :)

২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:৪১

গেম চেঞ্জার বলেছেন: সেই কবি কি এখন জীবিত আছে? ;)

৪৬| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৪

নাগরিক কবি বলেছেন: কইতে পারি না। মোবাইল নাম্বার বন্ধ। যাই ছবিটা চাঁদগাজী ভাইরে দিয়ে আসি।

২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৭

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ দেন, তয় বেশি দিলে আবার লোকদিগের নেকনজরে পইড়া যাইতারেন! ;)

৪৭| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৬

অপ্‌সরা বলেছেন: হা হা নাগরিক কবির ছবি দেখে চাঁদগাজী ভাইয়া প্রেমে পরে গেলে আমি কিন্তু সেটা নিয়ে গান লিখবো!!!


তবে তুমি কি পালাইছিলে ভাইয়ু!!!!!!!!!!!!!! বাইসিকলে নাকি বাইকে!!!!! :)

২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৯

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ কই আর পারলাম! 8-|

|
|
|
|

বাধ্য ছেলের মতো ঘুমিয়ে গিয়েছিলাম!! B-))

৪৮| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:১২

অপ্‌সরা বলেছেন: :P

২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:১৪

গেম চেঞ্জার বলেছেন: :P

৪৯| ২৫ শে মে, ২০১৭ রাত ১১:১৫

কল্লোল পথিক বলেছেন:

কিমুন আছুইন?
আমি কিন্তু লাস্টু হইলাম।তাও অনেকদিন পর!

২৫ শে মে, ২০১৭ রাত ১১:২৪

গেম চেঞ্জার বলেছেন: গরমকাল রে ভাই! ব্লগেও এই হাওয়া লেগে গেছে! :

আমি ভালাছি! (মন ভালু না।)

আপনার খবর কী? আশা করি ভালই।

৫০| ২৭ শে জুন, ২০১৭ সকাল ৮:৪৩

খায়রুল আহসান বলেছেন: এক্সপেরিমেন্টো সফল হয়েছে। শেষ স্তবকটা অনবদ্য হয়েছে।
ভয়াবহ প্লাবনের সংকেত নিয়ে আনন্দ পাখির পালক কাঁপছে! -- চমৎকার! অতুলনীয়!
কবিতায় ত্রয়োদশ প্লাস এবং অর্ধ শততম মন্তব্য রেখে গেলাম...

৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৪

গেম চেঞ্জার বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার একটি কবিতায় রিপ্লাই পাইনি। দেখি এখন গিয়ে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.