নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন আমি এখনোও স্বার্থের উপরে উঠতে পারি না ?

গাওসেল এ. রাসেল

প্রথম প্রেমের মতো প্রথম কবিতা এসে বলে, হাত ধরে নিয়ে চলো, অনেক দুরেরও দেশে...

গাওসেল এ. রাসেল › বিস্তারিত পোস্টঃ

চিন্তার খোড়াক জোগানো কিছু প্রশ্ন যা হয়তো আপনার অবচেতন মনে নাড়া দিবে!

২৫ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১২

যদি জানতে পারেন আপনার পরিচিত সকলেই আগামীকাল মারা যায়- আপনি শেষবারের মতো কার সাথে দেখা করতে চাইবেন?



এখানে পঞ্চাশটি প্রশ্ন রয়েছে যার উত্তরগুলো আপনাকে হয়তো সাহায্য করতে পারবে আপনার অবচেতন মনে প্রভাব বিস্তার করার জন্য। প্রশ্ন গুলো সাধারন মনে হতে পারে, কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে, আমাদের জীবনে রয়েছে এগুলোর বাস্তব প্রয়োগ কিংবা হয়তো অপপ্রয়োগ। এমনকি এই প্রশ্ন গুলোর উত্তর হয়তো আপনার মনের গভীরে বসে থাকা কোন দ্বিধা বা জড়তাকে পাশ কাটাতে বা জয় করতে সাহায্য করবে। এই প্রশ্নগুলোর কোন ‘সঠিক’ বা ‘ভুল’ উত্তর নেই- দীর্ঘ সময় চিন্তা না করে মনের ভিতর থেকে যেটা উঠে আসে সেটাকেই আপনার উত্তর বলে ধরে নিতে হবে।

বলাই বাহুল্য এটি একটি অনুবাদক পোস্ট। তবে এবার এটি ভাবানুবাদ করেছি। বরং বলা যায় করতে বাধ্য হয়ে হয়েছি। লেখার শেষে মূল পোস্টের লিংক দিয়ে দিয়েছি। তাড়াহুড়া বা ইংরেজী ভোকাবুলারীতে দুর্বলতার জন্য কিছু ভুল থেকে যেতে পারে। কেউ ধরিয়ে দিলে সংশোধন করে নিবো এবং একই সাথে কৃতজ্ঞ থাকবো।

এবার প্রশ্নগুলো দেখুন এবং ভাবুন.......
1. এমন যদি হয় আপনি আপনার বয়স জানেন না- তাহলে আপনি আপনার নিজের বয়স কত ভেবে নিবেন?
2. কোনটি বেশী খারাপ? ব্যর্থতার অভিজ্ঞতা সন্মুখিন হওয়া নাকি কোন চ্যালেঞ্জই না নেয়া?
3. যদি আমরা মেনেই নিই, জীবন খুব ছোট। তবে কেন আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করছি যা আমরা ভালোবাসি না তা করে অথবা যা আমরা ভালোবাসি তা না করে?
4. যদি সমস্ত কাজ সম্পন্ন হয়ে যায়- তাহলে আপনি আপনার বাকি সময় কি করে কাটাতে চাইবেন? আরোও কিছু কাজ করে নাকি কথা বলে?
5. যদি পৃথিবীর শুধু একটি বিষয়ই পরিবর্তন করার ক্ষমতা আপনাকে দেয়া হয়- তাহলে আপনি কি বা কোনটি পরিবর্তন করতে চাইবেন?
6. যদি সুখ টাকা হতো, তাহলে কি ধরনের কাজ আপনাকে ধনী করতে পারতো?
7. আপনি কি তাই করছেন, যা আপনি বিশ্বাস করেন নাকি যা করছেন, তা বিশ্বাস করার চেষ্টা করে যাচ্ছেন শুধু?
8. যদি জানতে পারতেন যে, আপনি মাত্র চল্লিশ বৎসর বাঁচবেন- বাকি দিনগুলো আপনি আপনার সর্বোচ্চ আনন্দে বাঁচার জন্য নিজের জীবনের কোন দিকটি পরিবর্তন করতে চাইতেন?

9. আপনার জীবনে যা ঘটছে, তা নিয়ন্ত্রনের জন্য আপনি কি পদক্ষেপ নিচ্ছেন?
10. আপনার কাছে কোনটি বেশী জরুরী? কাজ যথাযথভাবে করা নাকি সঠিক কাজটি করা?
11. ধরুন আপনি সম্মানীয় এবং গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তির সাথে দুপুরের খাবার খাচ্ছেন, তারা অন্যায় ও উগ্রভাবে আপনার একজন ঘনিষ্ট বন্ধুকে সমালোচনা করে যাচ্ছেন যদিও তারা জানেন না যে ঐ ব্যক্তি আপনার ঘনিষ্ট বন্ধু। ঐ অবস্থায় আপনি কি করবেন?
12. যদি একটি শিশুকে তার জীবন সম্পর্কে একটি মাত্র উপদেশ দিতে আপনাকে বলা হতো- আপনি তাকে কি উপদেশ দিতেন?
13. আপনি ভালোবাসেন এমন কারো জন্য কি আপনি প্রচলিত আইন ভাঙতেও রাজি আছেন?
14. আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে, কেউ মানসিক রোগী হয়ে যেতে পারে এবং তার এটি ভেবে নেয় যে, তারা আসলে জিনিয়াস?
15. যদি আপনাকে সকল মানুষের নিকট থেকে পৃথক করে দেয়া হয়, তাহলে ঐ জীবন নিয়ে আপনি কি করতে চাইবেন?
16. এটা কি হতে পারে, আপনাকে সুখী করে এমন কোন কিছু যা অন্য কাউকে সুখী করতে পারে না?
17. এমন কোন কিছু যা আপনি সবসময় করতে চাইতেন কিন্তু কখনোই করতে পারেন নি? এটি করতে আপনাকে কি বা কে বাঁধা দিচ্ছে?
18. এমন কি বা কে আছে যা বা যাকে আপনি এখনোও ধরে রেখেছেন কিন্তু অনেক আগেই তা বা তাকে আপনার চলে যেতে দেয়া উচিত ছিলো?
19. যদি কেউ আপনাকে সুযোগ করে দিত অন্য কোন দেশে একেবারে চলে যাওয়ার জন্য- আপনি কোন দেশে যেতেন? এবং কেন?
20. আপনি কখনোও লিফ্ট এর বাটন একাধিকবার চেপেছেন? আপনি কি সত্যিই মনে করেন যে, একাধিকবার চাপার দরুন লিফ্টটি আপনাকে দ্রুত উপরে বা নিচে নিয়ে যাবে?
21. আপনি কোনটি পছন্দ করতেন? একজন ঝামেলা বহুল মেধাবী হতে নাকি একজন সুখী বোকা মানুষ হতে?
22. আপনি কি বলতে পারেন? কেন আপনি, আপনি?
23. যদি আপনি আপনার বন্ধু হতে পারতেন, তাহলে কি সত্যিই আপনি আপনার মতো এরকম একজন বন্ধু কামনা করতেন?
24. কোনটি বেশী খারাপ? আপনার সবচাইতে কাছের বন্ধুকে অন্য কোন দেশে চিরতরে চলে যেতে দেখা নাকি মনের দিক থেকে সম্পূর্ণ আলাদা হয়ে কাছাকাছি বাস করা?
25. আপনি আপনার কিসের জন্য সৃষ্টিকর্তার নিকট সবচাইতে কৃতজ্ঞ?
26. কোনটি আপনি পছন্দ করবেন? আপনার সমস্ত পুরনো স্মৃতি হারিয়ে যাওয়া নাকি নতুন কোন স্মৃতি আর তৈরী না হওয়া?
27. আপনি কি মনে করেন যে, ‘সত্য’ কে আপনি উপলব্ধি করতে পারবেন যদিও না আপনি তার অন্বেষন করেন?
28. আপনার সবচাইতে বড় ভয় কি কখনোও বাস্তবে রুপ নিয়েছিল?
29. আপনি কি মনে করতে পারেন, আজ থেকে পাঁচ বছর আগে আপনি কতটা অসুখী ছিলেন? এটা কি বর্তমানে আপনার নিকট কোন অর্থ বহন করে?
30. আপনার ছেলেবেলার সবচাইতে সুখকর মুহুর্ত কি ছিলো? কেন এটি আপনার সবচাইতে সুখকর ছিলো?
31. আপনার কোন অতীত ঘটনা বা অভিজ্ঞতা কি আপনাকে এখনোও বাঁচিয়ে রেখেছে?
32. যদি এখন না হয়, তবে কখন?
33. যদি আপনি এখনোও কিছু না-ই অর্জন করে থাকেন, তবে আপনি কি হারানোর ভয় করছেন?
34. আপনি কি কখনোও অনুভব করেছেন যে, কারোও সাথে আপনার কিছু মুহুর্তের জন্য হলেও খুব গভীর যোগাযোগ হয়েছিলো যদিও আপনারা মুখে একটি কথাও উচ্চারন করেন নি?
35. এটি কি চুড়ান্তভাবে নিশ্চিত হওয়া সম্ভব যে, কোন কিছু আসলেই ভালো অথবা খারাপ?
36. যদি আপনাকে কোটি টাকা দেওয়া হতো, আপনি কি আপনার বর্তমান চাকুরী বা পেশা ছেড়ে দিতেন?
37. কোনটি আপনি অধিকতর পছন্দ করবেন? প্রচুর কাজ যা আপনার সত্যিই করা প্রয়োজন নাকি কম কাজ যা আপনি আরামে করতে পারবেন?
38. আপনি কি এটা মনে করেন যে, আপনি আজকে সেই রকম একটি দিন-ই কাটাচ্ছেন যেরকম দিন এর আগেও আপনি হাজারটা কাটিয়েছেন?
39. এটি শেষ কবে ছিলো যে, আপনি কোন পদক্ষেপ নিয়েছেন গোছানো কোন প্ল্যান ছাড়া শুধু হৃদয়ের তাগিদ থেকে?
40. আপনি যাদেরকে চেনেন, তারা সবাই কালকে মারা যাবে- আপনি কার সাথে শেষবারের মতো দেখা করতে যাবেন?
41. বিশ্ববিখ্যাত হওয়ার জন্য আপনি আপনার আয়ু হতে দশ বছর সময় হারাতে রাজি আছেন?
42. জীবন এবং অস্তিত্ব এর মাঝে পার্থক্য কী? আপনি কি মনে করেন?
43. কখন সেই সময় আসবে যখন আপনি ঝুঁকি নিয়ে হলেও সঠিক কাজটিই করবেন?
44. যদি আপনি ভুল থেকেই শিখেন, তাহলে আপনি ভুল করতে ভয় পান কেন?
45. যদি জানতেন যে কেউই আপনাকে সঠিকভাবে বুঝতে পারে না তবে আপনি একা কি কি করতে চাইতেন?
46. শেষবারের মতো কবে আপনি আপনার হৃদয়ের স্পন্দন শুনেছেন?
47. এটি কি যা আপনি সবচাইতে ভালোবাসেন? আপনার সর্বশেষ পদক্ষেপ কি আপনার এই ভালোবাসা প্রকাশ করার জন্য যথেষ্ঠ ছিলো?
48. এটি কি আপনি পার্থক্য করতে পারবেন যে, আপনি গতকাল কি করেছেন এবং গত পাঁচ বছর ধরে প্রতিদিন আপনি কি করছেন? এর আগের দিনগুলোই বা কেমন ছিলো আপনার কাছে?
49. আপনি কি আপনার সিদ্ধান্ত নিজেই নেন নাকি অন্য কেউ আপনার হয়ে তা নিয়ে দেন?
50. আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা কোনটি যেটি আপনি নিজেই নিজের জন্য রক্ষা করেছেন?

মুল ইংরেজী লেখাটির লিংক এখানে- ব্রাইট সাইড ডট মি।
50 thought-provoking questions which will change your perspective on life

মন্তব্য ২৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৭

গিলগামেশের দরবার বলেছেন: অস্তিত্ব নাড়া দেয়ার মত একেকটা প্রশ্ন। অনেক ভাবার পর উত্তর করতে হবে। প্রশ্ন গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ!

২৫ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৯

গাওসেল এ. রাসেল বলেছেন: আপনাকেও ধন্যবাদ, ভাই। সত্যিই আমাকেও নাড়া দিয়েছে এগুলো। তাই শেয়ার করলাম। এর প্রতিটা পয়েন্ট বিশদ আলোচনার খোড়াক রাখে।

২| ২৫ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এক কথায় চমৎকার ও চিন্তার খোরাক!!
সহজে যাবেনা বলা।

২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০২

গাওসেল এ. রাসেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১০

শাহরিয়ার কবীর বলেছেন: প্রশ্নগুলো সাথে যদি,ধরুন,মনে করুন উত্তরও হতো,তাহলে আরো বিস্তারিত জানতে পারতাম।

২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২১

গাওসেল এ. রাসেল বলেছেন: কবীর ভাই, ‘যদি’, ‘ধরুন’ ‘মনে করুন’ ব্যবহারের বাহুল্য হয়তো আমার অনুবাদের ব্যর্থতা। তবে উত্তরগুলো অবশ্যই লোকভেদে আলাদা হবে। এর মধ্যে যেগুলো আমার নিজের সাথে প্রাসঙ্গিক- আমি সেগুলোর উত্তর নিজেকে নিজে দিয়েছি। বলাই বাহুল্য উত্তরগুলো থেকে আমার নিজের ভিতরকার অনুভুতির যে বৈপরিত্য আমি অনুধাবন করেছি, তা আমার জন্য যথেষ্টই অবাক করা এবং একইসাথে শিক্ষনীয় বলে মনে হয়েছে। তাই পোস্টটি অনুবাদ করে শেয়ার করার দুঃসাহস দেখিয়েছি। ধন্যবাদ ভাই আপনাকে।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

অপ্‌সরা বলেছেন: এত কিছু!!!!!!!!
1. এমন যদি হয় আপনি আপনার বয়স জানেন না- তাহলে আপনি আপনার নিজের বয়স কত ভেবে নিবেন?
উঃ ১৬
2. কোনটি বেশী খারাপ? ব্যর্থতার অভিজ্ঞতা সন্মুখিন হওয়া নাকি কোন চ্যালেঞ্জই না নেয়া?
উঃ কোন চ্যালেঞ্জই না নেয়া
3. যদি আমরা মেনেই নিই, জীবন খুব ছোট। তবে কেন আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করছি যা আমরা ভালোবাসি না তা করে অথবা যা আমরা ভালোবাসি তা না করে?
উঃ সকলের মঙ্গলের কথা ভেবে
4. যদি সমস্ত কাজ সম্পন্ন হয়ে যায়- তাহলে আপনি আপনার বাকি সময় কি করে কাটাতে চাইবেন? আরোও কিছু কাজ করে নাকি কথা বলে?
উঃ দুইটাি ভাগ ভাগ করে নেবো! :)
5. যদি পৃথিবীর শুধু একটি বিষয়ই পরিবর্তন করার ক্ষমতা আপনাকে দেয়া হয়- তাহলে আপনি কি বা কোনটি পরিবর্তন করতে চাইবেন?
উঃ মানুষের মন থেকে খুনে রাগ উঠিয়ে দেওয়া!

২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:০১

গাওসেল এ. রাসেল বলেছেন: অপ্সরা আপুনি, তাহলে আমার উত্তরগুলোও শেয়ার করি-
১। ২৫ বৎসর। :P
২। সর্বোচ্চ পরিমান নিশ্চিত হয়ে চ্যালেঞ্জ নেয়া, যাতে ব্যর্থ হলেও আমার বলার থাকে আমি আমার সর্বোচ্চটা করেছি।
৩। অভ্যাস বা বদঅভ্যাস যাই বলি না কেন- এর জন্য। :P
৪। আরোও কাজ খুজে নিবো। কাজ করতে আমার ভালো লাগে। আর তারপর ব্লগে লিখতে বসবো। :P
৫। ঘৃণার জায়গাগুলোতে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবো।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

সাহসী সন্তান বলেছেন: খুব চমৎকার একটা পোস্ট এবং ততধিক চমৎকার প্রত্যেকটা প্রশ্নই! ইচ্ছা করলেই হয়তো সবগুলো প্রশ্নের উত্তর করা যায়, তবে আপাতত আমি কেবল ২৫ নাম্বার প্রশ্নের উত্তরটাই এখানে উল্লেখ করছি!

Answer to the Question No-25:-
মহান সৃষ্টিকর্তা যে আমাকে তার অন্যান্য সৃষ্টির থেকে উচ্চ মর্যাদা দান করে একজন মানুষ রুপে তৈরি করেছেন, সেজন্য তার কাছে আমি বিশেষ ভাবে কৃতজ্ঞ! চাইলে হয়তো তিনি আমাকে একটা পশু রুপেও এই পৃথিবীতে পাঠাতে পারতেন! কিন্তু সেটা না করে তিনি আমার প্রতি দয়া-পরবশ হয়ে যে, সৃষ্টির শ্রেষ্ট আশরাফুল মাখলুকাত রুপে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেজন্য যদি আমি সারাজীবন ধরেও তার গুণ-গান করি; তবুও বোধহয় তার প্রশংসার শেষ করতে পারবো না!

সুন্দর পোস্টে ভাল লাগা! শুভ কামনা জানবেন!

২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৭

গাওসেল এ. রাসেল বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমিও ঠিক আপনার মতোই ভেবেছি। তবে এর সাথে আরেকটা বিষয়ও আমি যুক্ত করেছিলাম। তা হলো, ঠিক আমার মায়ের মতো মা এবং বাবার মতো বাবা আমাকে উপহার দেয়ায়।
ভাই, ৯ নম্বর প্রশ্নের জন্য আপনার নিকট থেকে একটি উত্তর আশা করছি।

৬| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লাগলো ।

২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:১০

গাওসেল এ. রাসেল বলেছেন: ধন্যাবাদ ভাই, ভালো লাগা দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

৭| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ৪) দেশ-বিদেশ ঘোরাঘুরি

২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৬

গাওসেল এ. রাসেল বলেছেন: ধন্যবাদ, সাধু ভাই। আমারও ঘুরতে ভালো লাগে। আমরা দুই টোনা-টুনি মিলে নীলগিরী যাবো বলে এক বৎসরের উপর ধরে শুধু প্ল্যানই করছি। যাওয়া আর হয়ে উঠছে না। :(

৮| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১২

সাহসী সন্তান বলেছেন: 9. আপনার জীবনে যা ঘটছে, তা নিয়ন্ত্রনের জন্য আপনি কি পদক্ষেপ নিচ্ছেন?

- আমার জীবনে পূর্বে যে ঘটনা গুলো ঘটে গেছে, যদি উক্ত ঘটনা গুলো আর বর্তমান সময়ে কোন ধরনের সমস্যার সৃষ্টি না করে, তাহলে সেগুলো নিয়ন্ত্রনের আদৌ কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে হ্যাঁ, আগামীতে যাতে ঐরকম কোন ভুল আর না ঘটে, সেজন্য অবশ্যই মানসিক ভাবে নিজেকে তৈরি করে নিতে হবে!

তবে আমাদের জীবনটা এমন, অতীতের অনেক ঘটনায় বর্তমান সময়ে এসে তার প্রভাব ফেলে! উদাহরণ সরুপ, ধরুন আজ থেকে এক বছর আগে আমি একটা মেয়েকে ভালবেসেছিলাম, যার অ্স্তিত্ব এখন আমার কাছে কেবল স্মৃতি সরুপ! এখন একটা মেয়ে আমাকে স্যাকা দিয়েছে বলে তো আর আমি নিজেকে শেষ করে দিতে পারি না? কিংবা ঠিক অনুরুপ ভাবে অন্য একটা মেয়েকে ছ্যাকা দিতে পারি না।

আমাদের মধ্যে সব থেকে বড় বোকামি হল, আমাদের জীবনের অধিকাংশ ঘটে যাওয়া ঘটনাকে নিয়তি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করি। যেটা সম্পূর্ণ ভুল! কেননা একজন মানুষ তার জীবনকে ৯৬ ভাগ পরিবর্তন করতে পারে, আর বাকি ৪ ভাগ পরিবর্তন করে দেন সৃষ্টিকর্তা (জ্যোতিষ শাস্ত্র মনে)! আর এদিক থেকে দেখেন আমরা কতটা স্বার্থপরের মত কাজ করি। আমরা যখনই কোন ভাল কাজ করি, যেমন পরীক্ষার রেজাল্ট ভাল করলে বলি- আমি ভাল পরীক্ষা দিয়েছিলাম বলে ভাল রেজাল্ট করেছি। কিন্তু খারাপ রেজাল্প করলেই বলি, আল্লাহ্ হয়তো চায়নি আমি ভাল কিছু করি, তাই হয়নি। অথচ এমনটা বলবে না, যে আমার পরীক্ষা খারাপ হইছিল!

তবে সব কথার এক কথা হল, আমার জীবনে যা ঘটে গেছে যদি সেগুলো বর্তমানে এসে কোন সমস্যা না করে, তাহলে তা নিয়ন্ত্রনের কোন প্রয়োজনিয়তা দেখি না। তবে সেজন্য সব সময় সতর্ক থাকতে হবে যাতে উক্ত ঘটনা আর না ঘটে। আর যদি সমস্যা করে, তাহলে নিজের মেধা, পারিবারিক সাহায্য, বন্ধুদের সাহায্য সহ নিকটস্থানীয় যাদের সাথে ব্যাপার গুলো শেয়ার করা যাবে তাদের কাছ থেকে সুপরামর্শ গ্রহণ করেই চলতে হবে। কেননা মনে রাখতে হবে, আমার একার বুদ্ধি কখনোই সমষ্টিগত বুদ্ধির মত ততটা জোরালো হবে না।

ধন্যবাদ আপনাকে!

২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৫

গাওসেল এ. রাসেল বলেছেন: চমৎকার বলেছেন আপনি। বিশেষ করে “আমাদের মধ্যে সব থেকে বড় বোকামি হল, আমাদের জীবনের অধিকাংশ ঘটে যাওয়া ঘটনাকে নিয়তি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করি। যেটা সম্পূর্ণ ভুল”।

আমি নিজের মধ্যে একটা বিশ্বাস দৃঢ়ভাবে ঢুকিয়ে নিয়েছি। তা হলো, ভাগ্য বিশ্বাস এর প্রচলিত ব্যাখ্যায় আমি মোটেই ভাগ্য বিশ্বাসী নই। আমার জীবনে যা ঘটেছে বা ঘটছে তার জন্য কোন না কোন ভাবে আমিই দায়ী। যাইহোক, আমার এ ধরনের মন্তব্যের জন্য বিভিন্ন জনের নিকট প্রায়ই বিব্রত অবস্থার সন্মুখীন হতে হয়। তারপরও আমি বলবো অন্তত এই ক্ষেত্রে আমি যা মনে করে, তাই ঠিক। কারন প্রচলিত ভাগ্য বিশ্বাস আমাদের অলস, অকর্মন্য করে দিয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস।
এবার আসি ৯ এর উত্তরে আমার মতামত। খুব সিম্পল, আমি প্রতিনিয়ত শিখছি এবং নিজেকে আপডেট করছি। দুর অতীত, নিকট অতীত বা সদ্য অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো আমি প্রতিনিয়ত বিশ্লেষন করি, শুধু শিক্ষা গ্রহণ করা জন্য। আর একটা ব্যাপার না বললেই না। তা হলো, আমি প্রত্যেকের নিকট থেকে শিক্ষা গ্রহণ করি। কারন আমি বিশ্বাস করি, প্রতিটি জীব বা জড় এর নিকট থেকেই কিছু না কিছু শিক্ষা গ্রহণ করার আছে।
অশেষ ধন্যবাদ ভাই, আপনাকে।

৯| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৩

রানার ব্লগ বলেছেন: উত্তর গুল আমার মতো করে দিবো, কারো সাথে না মিল্লে আমার কোন দায়বদ্ধতা নাই।


1. এমন যদি হয় আপনি আপনার বয়স জানেন না- তাহলে আপনি আপনার নিজের বয়স কত ভেবে নিবেন?

উত্তরঃ সবসময় ২৫

2. কোনটি বেশী খারাপ? ব্যর্থতার অভিজ্ঞতা সন্মুখিন হওয়া নাকি কোন চ্যালেঞ্জই না নেয়া?

উত্তরঃ ব্যর্থতার অভিজ্ঞতা ( অনেক কাজ করছি, বার বার ব্যর্থ হয়েছি তারপর থামিনি, এখনো ব্যর্থতার মধ্যে আছি )

3. যদি আমরা মেনেই নিই, জীবন খুব ছোট। তবে কেন আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করছি যা আমরা ভালোবাসি না তা করে অথবা যা আমরা ভালোবাসি তা না করে?

উত্তরঃ জীবন যেহেতু ছোট সেহেতু সময় আমার কাছে মুল্যবান না। যা হওয়ার হবে।

4. যদি সমস্ত কাজ সম্পন্ন হয়ে যায়- তাহলে আপনি আপনার বাকি সময় কি করে কাটাতে চাইবেন? আরোও কিছু কাজ করে নাকি কথা বলে?

উত্তরঃ কাজ শেষ তো আমার আরামের সময়, যা আমাকে আনন্দ দিবে তাই করবো।

5. যদি পৃথিবীর শুধু একটি বিষয়ই পরিবর্তন করার ক্ষমতা আপনাকে দেয়া হয়- তাহলে আপনি কি বা কোনটি পরিবর্তন করতে চাইবেন?

উত্তরঃ সীমানা

6. যদি সুখ টাকা হতো, তাহলে কি ধরনের কাজ আপনাকে ধনী করতে পারতো?

উত্তরঃ ব্যাবসা

7. আপনি কি তাই করছেন, যা আপনি বিশ্বাস করেন নাকি যা করছেন, তা বিশ্বাস করার চেষ্টা করে যাচ্ছেন শুধু?

উত্তরঃ যা বিশ্বাস করি তা করছি না আবার তা বিশ্বাস করারো কোন চেষ্টাও করছি না। যা বিশ্বাস করি তা করার জন্য লেগে থাকি কিন্তু সফল হচ্ছি না।

8. যদি জানতে পারতেন যে, আপনি মাত্র চল্লিশ বৎসর বাঁচবেন- বাকি দিনগুলো আপনি আপনার সর্বোচ্চ আনন্দে বাঁচার জন্য নিজের জীবনের কোন দিকটি পরিবর্তন করতে চাইতেন?

উত্তরঃ দারিদ্র

9. আপনার জীবনে যা ঘটছে, তা নিয়ন্ত্রনের জন্য আপনি কি পদক্ষেপ নিচ্ছেন?

উত্তরঃ না

10. আপনার কাছে কোনটি বেশী জরুরী? কাজ যথাযথভাবে করা নাকি সঠিক কাজটি করা?

উত্তরঃ কাজ টা করা

11. ধরুন আপনি সম্মানীয় এবং গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তির সাথে দুপুরের খাবার খাচ্ছেন, তারা অন্যায় ও উগ্রভাবে আপনার একজন ঘনিষ্ট বন্ধুকে সমালোচনা করে যাচ্ছেন যদিও তারা জানেন না যে ঐ ব্যক্তি আপনার ঘনিষ্ট বন্ধু। ঐ অবস্থায় আপনি কি করবেন?

উত্তরঃ চুপ থাকি ট্যেকনিকালি প্রতীবাদ জানাই।

12. যদি একটি শিশুকে তার জীবন সম্পর্কে একটি মাত্র উপদেশ দিতে আপনাকে বলা হতো- আপনি তাকে কি উপদেশ দিতেন?

উত্তরঃ যেটা তোমার ভালো লাগে ওটাই করো। অন্যের ভালো লাগাকে গুরুত্ব দিতি গিয়ে নিজের জীবন কে গোলোকধাঁদা বানিয়োনা।

13. আপনি ভালোবাসেন এমন কারো জন্য কি আপনি প্রচলিত আইন ভাঙতেও রাজি আছেন?

উত্তরঃ না, আইন তো আইনই

14. আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে, কেউ মানসিক রোগী হয়ে যেতে পারে এবং তার এটি ভেবে নেয় যে, তারা আসলে জিনিয়াস?

উত্তরঃ হা হতে পারে। এক মাত্র মানুষিক রুগীরাই নিজেকে অন্যদের তুলনায় বেশি জিনিয়াস ভাবে।

15. যদি আপনাকে সকল মানুষের নিকট থেকে পৃথক করে দেয়া হয়, তাহলে ঐ জীবন নিয়ে আপনি কি করতে চাইবেন?

উত্তরঃ একা টিকে থাকার চেষ্টা করবো

16. এটা কি হতে পারে, আপনাকে সুখী করে এমন কোন কিছু যা অন্য কাউকে সুখী করতে পারে না?

উত্তরঃ হা এটাই স্বাভাবিক

17. এমন কোন কিছু যা আপনি সবসময় করতে চাইতেন কিন্তু কখনোই করতে পারেন নি? এটি করতে আপনাকে কি বা কে বাঁধা দিচ্ছে?

উত্তরঃ অভিনয়, কখনোই পরিবার থেকে সাপোর্ট পাই নি ।

18. এমন কি বা কে আছে যা বা যাকে আপনি এখনোও ধরে রেখেছেন কিন্তু অনেক আগেই তা বা তাকে আপনার চলে যেতে দেয়া উচিত ছিলো?

উত্তরঃ আমার সাবেক প্রমিকা।

19. যদি কেউ আপনাকে সুযোগ করে দিত অন্য কোন দেশে একেবারে চলে যাওয়ার জন্য- আপনি কোন দেশে যেতেন? এবং কেন?

উত্তরঃ নিউজিল্যান্ড, আর্থ ও ওই দেশের প্রকৃতি আমাকে টানে।

20. আপনি কখনোও লিফ্ট এর বাটন একাধিকবার চেপেছেন? আপনি কি সত্যিই মনে করেন যে, একাধিকবার চাপার দরুন লিফ্টটি আপনাকে দ্রুত উপরে বা নিচে নিয়ে যাবে?

উত্তরঃ অসহিষ্ণু অবস্থায় টিপেছি লিফট বাটন একাধিক বার। এটা মানুষিক শান্তি প্রদান করে।

21. আপনি কোনটি পছন্দ করতেন? একজন ঝামেলা বহুল মেধাবী হতে নাকি একজন সুখী বোকা মানুষ হতে?

উত্তরঃ সুখি বোকা

22. আপনি কি বলতে পারেন? কেন আপনি, আপনি?

উত্তরঃ কারন আমি আমার ক্ষেত্রে ব্যর্থ তাই আমিই আমি।

23. যদি আপনি আপনার বন্ধু হতে পারতেন, তাহলে কি সত্যিই আপনি আপনার মতো এরকম একজন বন্ধু কামনা করতেন?

উত্তরঃ হ্যাঁ

24. কোনটি বেশী খারাপ? আপনার সবচাইতে কাছের বন্ধুকে অন্য কোন দেশে চিরতরে চলে যেতে দেখা নাকি মনের দিক থেকে সম্পূর্ণ আলাদা হয়ে কাছাকাছি বাস করা?

উত্তরঃ প্রয়োজনে যেতেই পারে এতে বন্ধুত্ব কমে যায় না।

25. আপনি আপনার কিসের জন্য সৃষ্টিকর্তার নিকট সবচাইতে কৃতজ্ঞ?

উত্তরঃ দারিদ্রতার মাঝেও আমাকে ভালো রাখার চেষ্টা করেন তিনি।

26. কোনটি আপনি পছন্দ করবেন? আপনার সমস্ত পুরনো স্মৃতি হারিয়ে যাওয়া নাকি নতুন কোন স্মৃতি আর তৈরী না হওয়া?

উত্তরঃ পুরান স্মৃতি মুছে যাক ।

27. আপনি কি মনে করেন যে, ‘সত্য’ কে আপনি উপলব্ধি করতে পারবেন যদিও না আপনি তার অন্বেষন করেন?

উত্তরঃ সত্য সবসময় সত্য, আমি অন্বেষন না করলেও তা আমার সামনে আসবে।

28. আপনার সবচাইতে বড় ভয় কি কখনোও বাস্তবে রুপ নিয়েছিল?

উত্তরঃ অনেকবার

29. আপনি কি মনে করতে পারেন, আজ থেকে পাঁচ বছর আগে আপনি কতটা অসুখী ছিলেন? এটা কি বর্তমানে আপনার নিকট কোন অর্থ বহন করে?

উত্তরঃ মাঝে মঝে।

30. আপনার ছেলেবেলার সবচাইতে সুখকর মুহুর্ত কি ছিলো? কেন এটি আপনার সবচাইতে সুখকর ছিলো?

উত্তরঃ মামা বাড়ি যাওয়া, যা আমাকে আমার মত বাচতে শিখাত।

31. আপনার কোন অতীত ঘটনা বা অভিজ্ঞতা কি আপনাকে এখনোও বাঁচিয়ে রেখেছে?

উত্তরঃ বেঁচে থাকার জন্য আমি কোন অতীত ঘটনার উপর নির্ভরশীল না।

32. যদি এখন না হয়, তবে কখন?

উত্তরঃ আজ না হলে কাল হবে, হবেই।

33. যদি আপনি এখনোও কিছু না-ই অর্জন করে থাকেন, তবে আপনি কি হারানোর ভয় করছেন?

উত্তরঃ হ্যাঁ করছি।

34. আপনি কি কখনোও অনুভব করেছেন যে, কারোও সাথে আপনার কিছু মুহুর্তের জন্য হলেও খুব গভীর যোগাযোগ হয়েছিলো যদিও আপনারা মুখে একটি কথাও উচ্চারন করেন নি?

উত্তরঃ না

35. এটি কি চুড়ান্তভাবে নিশ্চিত হওয়া সম্ভব যে, কোন কিছু আসলেই ভালো অথবা খারাপ?

উত্তরঃ না

36. যদি আপনাকে কোটি টাকা দেওয়া হতো, আপনি কি আপনার বর্তমান চাকুরী বা পেশা ছেড়ে দিতেন?

উত্তরঃ হ্যাঁ


37. কোনটি আপনি অধিকতর পছন্দ করবেন? প্রচুর কাজ যা আপনার সত্যিই করা প্রয়োজন নাকি কম কাজ যা আপনি আরামে করতে পারবেন?

উত্তরঃ কাজ যা আমাকে মানুষিক শান্তি দেয় সেটা প্রচুর হোক বা কম

38. আপনি কি এটা মনে করেন যে, আপনি আজকে সেই রকম একটি দিন-ই কাটাচ্ছেন যেরকম দিন এর আগেও আপনি হাজারটা কাটিয়েছেন?

উত্তরঃ না

39. এটি শেষ কবে ছিলো যে, আপনি কোন পদক্ষেপ নিয়েছেন গোছানো কোন প্ল্যান ছাড়া শুধু হৃদয়ের তাগিদ থেকে?

উত্তরঃ না, কখনোই হয় নি।

40. আপনি যাদেরকে চেনেন, তারা সবাই কালকে মারা যাবে- আপনি কার সাথে শেষবারের মতো দেখা করতে যাবেন?

উত্তরঃ মা

41. বিশ্ববিখ্যাত হওয়ার জন্য আপনি আপনার আয়ু হতে দশ বছর সময় হারাতে রাজি আছেন?

উত্তরঃ না

42. জীবন এবং অস্তিত্ব এর মাঝে পার্থক্য কী? আপনি কি মনে করেন?

উত্তরঃ কোন পার্থক্য নাই, দুটাই দুটার পরিপূরক

43. কখন সেই সময় আসবে যখন আপনি ঝুঁকি নিয়ে হলেও সঠিক কাজটিই করবেন?

উত্তরঃ যখন আমি আর্থিক ভাবে সচ্ছল হবো।

44. যদি আপনি ভুল থেকেই শিখেন, তাহলে আপনি ভুল করতে ভয় পান কেন?

উত্তরঃ কারন ভুল গুল বেশি কষ্টদায়ক।

45. যদি জানতেন যে কেউই আপনাকে সঠিকভাবে বুঝতে পারে না তবে আপনি একা কি কি করতে চাইতেন?

উত্তরঃ একা আমার ইচ্ছা মাফিক কাজ করে যেতাম নিজের প্রয়োজনে।

46. শেষবারের মতো কবে আপনি আপনার হৃদয়ের স্পন্দন শুনেছেন?

উত্তরঃ ইন্টারমেডিয়েট পরিক্ষার রেজাল্ট এর দিন, জানতাম ফেল করছি তবুও ভয় পাচ্ছিলাম ফেল করবো এই ভেবে।

47. এটি কি যা আপনি সবচাইতে ভালোবাসেন? আপনার সর্বশেষ পদক্ষেপ কি আপনার এই ভালোবাসা প্রকাশ করার জন্য যথেষ্ঠ ছিলো?

উত্তরঃ না, যথেষ্ট ছিল না

48. এটি কি আপনি পার্থক্য করতে পারবেন যে, আপনি গতকাল কি করেছেন এবং গত পাঁচ বছর ধরে প্রতিদিন আপনি কি করছেন? এর আগের দিনগুলোই বা কেমন ছিলো আপনার কাছে?

উত্তরঃ অবশ্যই পার্থক্য করতে পারবো, কারন আজ থেকে ৫ বছর আগে আমি এর থেকে ভালো ছিলাম।

49. আপনি কি আপনার সিদ্ধান্ত নিজেই নেন নাকি অন্য কেউ আপনার হয়ে তা নিয়ে দেন?

উত্তরঃ আমি নিজেই নিতে চেষ্টা করি, কিন্তু সবসময় তা হয়ে ওঠে না, অন্য কারো সিদ্ধান্ত আমাকে মেনে নিতে হয়।

50. আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা কোনটি যেটি আপনি নিজেই নিজের জন্য রক্ষা করেছেন?

উত্তরঃ কোনটাই না, কারন আজ জা ভাবছি আগামিকাল তার থেকে ভিন্ন প্রেক্ষাপট চলে আসছে।

২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৪

গাওসেল এ. রাসেল বলেছেন: ওয়াও!! অসাধারণ! ধন্যবাদ আপনাকে, ভাই। আমার পোস্ট দেওয়া কিছুটা হলেও স্বার্থক হলো। কিছুক্ষণ মধ্যেই আপনার সাথে আমার উত্তরগুলোর তুলনামূলক এবং বিস্তারিত আলোচনা করবো।

২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৬

গাওসেল এ. রাসেল বলেছেন: রানা ভাই, আমার উত্তরগুলো বা নিজস্ব অনুভবগুলো কারোও সাথে না মিল্লে এর জন্যও কেউ দায়ি হবে না। আপনার উত্তরের পাশে বন্ধনীর ভিতরের গুলো আমার উত্তর।

1. এমন যদি হয় আপনি আপনার বয়স জানেন না- তাহলে আপনি আপনার নিজের বয়স কত ভেবে নিবেন?

উত্তরঃ সবসময় ২৫ (একমত)

2. কোনটি বেশী খারাপ? ব্যর্থতার অভিজ্ঞতা সন্মুখিন হওয়া নাকি কোন চ্যালেঞ্জই না নেয়া?

উত্তরঃ ব্যর্থতার অভিজ্ঞতা ( অনেক কাজ করছি, বার বার ব্যর্থ হয়েছি তারপর থামিনি, এখনো ব্যর্থতার মধ্যে আছি ) (পুরোপুরি একমত। আমিও এখনোও ব্যর্থতার মধ্যে আছি। তবে অভিজ্ঞতা যদিও তা ব্যর্থতার আমাকে সম্বৃদ্ধ করে চলেছে নিরন্তর )

3. যদি আমরা মেনেই নিই, জীবন খুব ছোট। তবে কেন আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করছি যা আমরা ভালোবাসি না তা করে অথবা যা আমরা ভালোবাসি তা না করে?

উত্তরঃ জীবন যেহেতু ছোট সেহেতু সময় আমার কাছে মুল্যবান না। যা হওয়ার হবে। (এইডা কিছু অইলো !? আপনার সাথে একেবারেই একমত নই। জীবনের প্রত্যেকটা মুহুর্তই অমূল্য। তাই আমি সবসময় চেষ্টা করি নিজের ভালোবাসার কাজকেই প্রাধান্য দিতে। বাঁচার আনন্দে বাঁচতে)

4. যদি সমস্ত কাজ সম্পন্ন হয়ে যায়- তাহলে আপনি আপনার বাকি সময় কি করে কাটাতে চাইবেন? আরোও কিছু কাজ করে নাকি কথা বলে?

উত্তরঃ কাজ শেষ তো আমার আরামের সময়, যা আমাকে আনন্দ দিবে তাই করবো। (আমি কিন্তু ভাই কাজের সময়ই বেশী ভালো থাকি। তাই আমি আরোও কাজ খুঁজে নেবো। অবশ্যই নিজের পছন্দের কাজটাকেই অগ্রাধিকার দিবো)

5. যদি পৃথিবীর শুধু একটি বিষয়ই পরিবর্তন করার ক্ষমতা আপনাকে দেয়া হয়- তাহলে আপনি কি বা কোনটি পরিবর্তন করতে চাইবেন?

উত্তরঃ সীমানা (অল ঘৃণা শুড বি কনভার্টেড টু ভালোবাসা)

6. যদি সুখ টাকা হতো, তাহলে কি ধরনের কাজ আপনাকে ধনী করতে পারতো?

উত্তরঃ ব্যাবসা (মানব সেবা)

7. আপনি কি তাই করছেন, যা আপনি বিশ্বাস করেন নাকি যা করছেন, তা বিশ্বাস করার চেষ্টা করে যাচ্ছেন শুধু?

উত্তরঃ যা বিশ্বাস করি তা করছি না আবার তা বিশ্বাস করারো কোন চেষ্টাও করছি না। যা বিশ্বাস করি তা করার জন্য লেগে থাকি কিন্তু সফল হচ্ছি না। (দুঃখজনক! তবে এক্ষেত্রে আমিও আপনা মতোই একজন। সফলতার মায়রে বাপ!!)

8. যদি জানতে পারতেন যে, আপনি মাত্র চল্লিশ বৎসর বাঁচবেন- বাকি দিনগুলো আপনি আপনার সর্বোচ্চ আনন্দে বাঁচার জন্য নিজের জীবনের কোন দিকটি পরিবর্তন করতে চাইতেন?

উত্তরঃ দারিদ্র (মানসিক সীমাবদ্ধতা। যেমন লোভ, ঘৃণা, পরশ্রীকাতরতা ইত্যাদি)

9. আপনার জীবনে যা ঘটছে, তা নিয়ন্ত্রনের জন্য আপনি কি পদক্ষেপ নিচ্ছেন?

উত্তরঃ না (আমি প্রতিনিয়ত শিখছি।পদক্ষেপ নিচ্ছি। নতুন নতুন কৌশল অবলম্বন করছি জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ন্ত্রণের উদ্দেশ্যে)

10. আপনার কাছে কোনটি বেশী জরুরী? কাজ যথাযথভাবে করা নাকি সঠিক কাজটি করা?

উত্তরঃ কাজ টা করা (উত্তরটা কম্প্লিকেটেড হবে। আমি বলবো, আমার ইচ্ছে হলো সঠিক কাজটি যতটা সম্ভব যথাযথভাবে করা)

11. ধরুন আপনি সম্মানীয় এবং গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তির সাথে দুপুরের খাবার খাচ্ছেন, তারা অন্যায় ও উগ্রভাবে আপনার একজন ঘনিষ্ট বন্ধুকে সমালোচনা করে যাচ্ছেন যদিও তারা জানেন না যে ঐ ব্যক্তি আপনার ঘনিষ্ট বন্ধু। ঐ অবস্থায় আপনি কি করবেন?

উত্তরঃ চুপ থাকি ট্যেকনিকালি প্রতীবাদ জানাই। (পুরোপুরি একমত। আপনি আমার ভাই। আহেন, বুকে আহেন)

12. যদি একটি শিশুকে তার জীবন সম্পর্কে একটি মাত্র উপদেশ দিতে আপনাকে বলা হতো- আপনি তাকে কি উপদেশ দিতেন?

উত্তরঃ যেটা তোমার ভালো লাগে ওটাই করো। অন্যের ভালো লাগাকে গুরুত্ব দিতি গিয়ে নিজের জীবন কে গোলোকধাঁদা বানিয়োনা। (সবাইকে ভালোবাসতে শিখবে। এটাই সেই অব্যর্থ অস্ত্র, একমাত্র যা দি্য়েই পুরো পৃথিবী জয় কর সম্ভব)

13. আপনি ভালোবাসেন এমন কারো জন্য কি আপনি প্রচলিত আইন ভাঙতেও রাজি আছেন?

উত্তরঃ না, আইন তো আইনই (আইন কেন, আমার সত্যিকার ভালোবাসার মানুষটির জন্য পুরো পৃথিবীও উল্টিয়ে ফেলতে আমি রাজি আছি। এসপার নয় ওসপার!)

14. আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে, কেউ মানসিক রোগী হয়ে যেতে পারে এবং তার এটি ভেবে নেয় যে, তারা আসলে জিনিয়াস?

উত্তরঃ হা হতে পারে। এক মাত্র মানুষিক রুগীরাই নিজেকে অন্যদের তুলনায় বেশি জিনিয়াস ভাবে। (দ্যাট ওয়াজ লুল! লুল... রে... লুল.....। একমত, তবে এখানেও কথা আছে। পরে কখনোও হয়তো বিস্তারিত বলবো।)

15. যদি আপনাকে সকল মানুষের নিকট থেকে পৃথক করে দেয়া হয়, তাহলে ঐ জীবন নিয়ে আপনি কি করতে চাইবেন?

উত্তরঃ একা টিকে থাকার চেষ্টা করবো (একমত)

16. এটা কি হতে পারে, আপনাকে সুখী করে এমন কোন কিছু যা অন্য কাউকে সুখী করতে পারে না?

উত্তরঃ হা এটাই স্বাভাবিক (এটা কেন হবে? না, এটাতো স্বাভাবিক হওয়া উচিত না।)

17. এমন কোন কিছু যা আপনি সবসময় করতে চাইতেন কিন্তু কখনোই করতে পারেন নি? এটি করতে আপনাকে কি বা কে বাঁধা দিচ্ছে?

উত্তরঃ অভিনয়, কখনোই পরিবার থেকে সাপোর্ট পাই নি । (দুঃখজনক!)

18. এমন কি বা কে আছে যা বা যাকে আপনি এখনোও ধরে রেখেছেন কিন্তু অনেক আগেই তা বা তাকে আপনার চলে যেতে দেয়া উচিত ছিলো?

উত্তরঃ আমার সাবেক প্রমিকা। (দুঃখজনক রিটার্ণস। আমার উত্তরটা হচ্ছে আমার একটা বদঅভ্যাস যা অনেক আগেই ছেড়ে দেওয়া উচিত ছিলো আর তা হলো সিগারেট। এখন হবে নাকি একটা, ভ্রাতা?)

19. যদি কেউ আপনাকে সুযোগ করে দিত অন্য কোন দেশে একেবারে চলে যাওয়ার জন্য- আপনি কোন দেশে যেতেন? এবং কেন?

উত্তরঃ নিউজিল্যান্ড, আর্থ ও ওই দেশের প্রকৃতি আমাকে টানে। (দিল্লি, এর ইতিহাস ও ঐতিহ্য আমাকে সবসময় অপ্রতিরোধ্য গতিতে টানে)

20. আপনি কখনোও লিফ্ট এর বাটন একাধিকবার চেপেছেন? আপনি কি সত্যিই মনে করেন যে, একাধিকবার চাপার দরুন লিফ্টটি আপনাকে দ্রুত উপরে বা নিচে নিয়ে যাবে?

উত্তরঃ অসহিষ্ণু অবস্থায় টিপেছি লিফট বাটন একাধিক বার। এটা মানুষিক শান্তি প্রদান করে। (আমি চাপি নি, ওয়ার্থলেস ওয়ার্ক)

21. আপনি কোনটি পছন্দ করতেন? একজন ঝামেলা বহুল মেধাবী হতে নাকি একজন সুখী বোকা মানুষ হতে?

উত্তরঃ সুখি বোকা (পুরোপুরি একমত। সুপার লাইক হবে, ব্রো।)

22. আপনি কি বলতে পারেন? কেন আপনি, আপনি?

উত্তরঃ কারন আমি আমার ক্ষেত্রে ব্যর্থ তাই আমিই আমি। (আমি গাওসেল আজম রাসেল। পৃথিবীতে এই আদম একটাই। আর তাই আমিই আমি। কিছু করার নাই।)

23. যদি আপনি আপনার বন্ধু হতে পারতেন, তাহলে কি সত্যিই আপনি আপনার মতো এরকম একজন বন্ধু কামনা করতেন?

উত্তরঃ হ্যাঁ (আমিও। কারন আমি আমার ব্যক্তিত্বকে পছন্দ করি।)

24. কোনটি বেশী খারাপ? আপনার সবচাইতে কাছের বন্ধুকে অন্য কোন দেশে চিরতরে চলে যেতে দেখা নাকি মনের দিক থেকে সম্পূর্ণ আলাদা হয়ে কাছাকাছি বাস করা?

উত্তরঃ প্রয়োজনে যেতেই পারে এতে বন্ধুত্ব কমে যায় না। (পুরোপুরি একমত। বরং বলা যায় আমার বেস্ট ফ্রেন্ড কয়েকটাই বিদেশে থাকে। তাও সিটিজেনশীপ নিয়ে। কই, বন্ধুত্বেতো ঘাটতি পরে নি।)

25. আপনি আপনার কিসের জন্য সৃষ্টিকর্তার নিকট সবচাইতে কৃতজ্ঞ?

উত্তরঃ দারিদ্রতার মাঝেও আমাকে ভালো রাখার চেষ্টা করেন তিনি। (সামগ্রীকভাবে বলা যায়, আমাকে আমি হিসেবে জন্মদানের জন্য।)

26. কোনটি আপনি পছন্দ করবেন? আপনার সমস্ত পুরনো স্মৃতি হারিয়ে যাওয়া নাকি নতুন কোন স্মৃতি আর তৈরী না হওয়া?

উত্তরঃ পুরান স্মৃতি মুছে যাক । (অবশ্যই না। একটা মানুষের স্মৃতি চলে গেলে থাকে কি আর? এ বিষয়ে আপনার সাথে পরে বিস্তারিত কথা বলবো, যদি আপনি চান।)

27. আপনি কি মনে করেন যে, ‘সত্য’ কে আপনি উপলব্ধি করতে পারবেন যদিও না আপনি তার অন্বেষন করেন?

উত্তরঃ সত্য সবসময় সত্য, আমি অন্বেষন না করলেও তা আমার সামনে আসবে। (উহু.....। সত্যের অন্বেষণ করতে হয়।)

28. আপনার সবচাইতে বড় ভয় কি কখনোও বাস্তবে রুপ নিয়েছিল?

উত্তরঃ অনেকবার (না, নেয় নি।)

29. আপনি কি মনে করতে পারেন, আজ থেকে পাঁচ বছর আগে আপনি কতটা অসুখী ছিলেন? এটা কি বর্তমানে আপনার নিকট কোন অর্থ বহন করে?

উত্তরঃ মাঝে মঝে। (অবশ্যই বহন করে। কারন এটা আমার মধ্যে সুখানুভুতি তৈরী করে। আমি এখন অনেক ভালো আছি।)

30. আপনার ছেলেবেলার সবচাইতে সুখকর মুহুর্ত কি ছিলো? কেন এটি আপনার সবচাইতে সুখকর ছিলো?

উত্তরঃ মামা বাড়ি যাওয়া, যা আমাকে আমার মত বাচতে শিখাত। (বলার মতো কোন মুহুর্ততো খুঁজে পাচ্ছিনা, ভ্রাতা!)

31. আপনার কোন অতীত ঘটনা বা অভিজ্ঞতা কি আপনাকে এখনোও বাঁচিয়ে রেখেছে?

উত্তরঃ বেঁচে থাকার জন্য আমি কোন অতীত ঘটনার উপর নির্ভরশীল না। (আছে, যা আমাকে এখনোও বাঁচার অনুপ্রেরণা দেয়।)

32. যদি এখন না হয়, তবে কখন?

উত্তরঃ আজ না হলে কাল হবে, হবেই। (উহু..... হয় এখনই, নয় কখনোই নয়। অবশ্য স্ট্রাটেজিক্যাল কারনে কাল হলে ভিন্ন কথা।)

33. যদি আপনি এখনোও কিছু না-ই অর্জন করে থাকেন, তবে আপনি কি হারানোর ভয় করছেন?

উত্তরঃ হ্যাঁ করছি। (একমত। আর করেছি বলেই হারানোর ভয়ও করি।)

34. আপনি কি কখনোও অনুভব করেছেন যে, কারোও সাথে আপনার কিছু মুহুর্তের জন্য হলেও খুব গভীর যোগাযোগ হয়েছিলো যদিও আপনারা মুখে একটি কথাও উচ্চারন করেন নি?

উত্তরঃ না (হ্যাঁ, হয়েছে। এ এক অন্যরকম অনুভুতি! বলে বুঝানো যাবে না।)

35. এটি কি চুড়ান্তভাবে নিশ্চিত হওয়া সম্ভব যে, কোন কিছু আসলেই ভালো অথবা খারাপ?

উত্তরঃ না (পুরোপুরি একমত।সবকিছুই আপেক্ষিক।)

36. যদি আপনাকে কোটি টাকা দেওয়া হতো, আপনি কি আপনার বর্তমান চাকুরী বা পেশা ছেড়ে দিতেন?

উত্তরঃ হ্যাঁ (না, অবশ্যই না। আমি আমার কাজকে ভালোবাসি।)


37. কোনটি আপনি অধিকতর পছন্দ করবেন? প্রচুর কাজ যা আপনার সত্যিই করা প্রয়োজন নাকি কম কাজ যা আপনি আরামে করতে পারবেন?

উত্তরঃ কাজ যা আমাকে মানুষিক শান্তি দেয় সেটা প্রচুর হোক বা কম (করতে চাই তো প্রথমটা আসলে করা হয়ে যায় দ্বিতীয় অপশনটা)

38. আপনি কি এটা মনে করেন যে, আপনি আজকে সেই রকম একটি দিন-ই কাটাচ্ছেন যেরকম দিন এর আগেও আপনি হাজারটা কাটিয়েছেন?

উত্তরঃ না (একমত। আমিও, না।)

39. এটি শেষ কবে ছিলো যে, আপনি কোন পদক্ষেপ নিয়েছেন গোছানো কোন প্ল্যান ছাড়া শুধু হৃদয়ের তাগিদ থেকে?

উত্তরঃ না, কখনোই হয় নি। (অনেকবারই হয়েছে।)

40. আপনি যাদেরকে চেনেন, তারা সবাই কালকে মারা যাবে- আপনি কার সাথে শেষবারের মতো দেখা করতে যাবেন?

উত্তরঃ মা (পুরোপুরি একমত। কিন্তু আমার মা’তো আমাকে একা রেখেই চলে গেছে। তাই বর্তমান উত্তর-আমার স্ত্রী।)

41. বিশ্ববিখ্যাত হওয়ার জন্য আপনি আপনার আয়ু হতে দশ বছর সময় হারাতে রাজি আছেন?

উত্তরঃ না (একমত। অবশ্যই না। মাথা খারাপ!)

42. জীবন এবং অস্তিত্ব এর মাঝে পার্থক্য কী? আপনি কি মনে করেন?

উত্তরঃ কোন পার্থক্য নাই, দুটাই দুটার পরিপূরক (অনেক পার্থক্য, ব্রো। জীবনানুভুতির গভিরতাই এই পার্থক্য গড়ে দেয়।)

43. কখন সেই সময় আসবে যখন আপনি ঝুঁকি নিয়ে হলেও সঠিক কাজটিই করবেন?

উত্তরঃ যখন আমি আর্থিক ভাবে সচ্ছল হবো। (লুল..... এগেইন।পৃথিবীতে সবচেয়ে কম পরিশ্রমে যে অভাব দুর করা যায়, তাহলো অর্থের অভাব। তবে, হ্যাঁ। স্বচ্ছলতার সংজ্ঞ আকাশচুম্বি অর্থ হলে ভিন্ন কথা।)

44. যদি আপনি ভুল থেকেই শিখেন, তাহলে আপনি ভুল করতে ভয় পান কেন?

উত্তরঃ কারন ভুল গুল বেশি কষ্টদায়ক। (ভুল করতে ভয় পাই কারন ভুল করা অপমানজনক।)

45. যদি জানতেন যে কেউই আপনাকে সঠিকভাবে বুঝতে পারে না তবে আপনি একা কি কি করতে চাইতেন?

উত্তরঃ একা আমার ইচ্ছা মাফিক কাজ করে যেতাম নিজের প্রয়োজনে। (এই প্রশ্নটার অনুবাদ আমি ঠিকমতো করতে পারি নি। যাই হোক, আমার ইচ্ছে কোন গাঙ এর মোহনায় গাছতলার বেঞ্চিতে বসে নদীর অপর পাড়ে কাঁশবন অথবা গ্রাম্য বাজারের ব্যস্ততা দেখা।)

46. শেষবারের মতো কবে আপনি আপনার হৃদয়ের স্পন্দন শুনেছেন?

উত্তরঃ ইন্টারমেডিয়েট পরিক্ষার রেজাল্ট এর দিন, জানতাম ফেল করছি তবুও ভয় পাচ্ছিলাম ফেল করবো এই ভেবে। (দ্যাট ওয়াজ কুল... গভীর রাতে ঘুম ভেঙে গেলে আমি এখনোও শুনতে পাই আমার হৃদস্পন্দন। বেঁচে আছি ভাবতেই ভালো লাগে।)

47. এটি কি যা আপনি সবচাইতে ভালোবাসেন? আপনার সর্বশেষ পদক্ষেপ কি আপনার এই ভালোবাসা প্রকাশ করার জন্য যথেষ্ঠ ছিলো?

উত্তরঃ না, যথেষ্ট ছিল না (প্রায় একমত।)

48. এটি কি আপনি পার্থক্য করতে পারবেন যে, আপনি গতকাল কি করেছেন এবং গত পাঁচ বছর ধরে প্রতিদিন আপনি কি করছেন? এর আগের দিনগুলোই বা কেমন ছিলো আপনার কাছে?

উত্তরঃ অবশ্যই পার্থক্য করতে পারবো, কারন আজ থেকে ৫ বছর আগে আমি এর থেকে ভালো ছিলাম। (আমিও পারবো। তবে কারনটা উল্টো।)

49. আপনি কি আপনার সিদ্ধান্ত নিজেই নেন নাকি অন্য কেউ আপনার হয়ে তা নিয়ে দেন?

উত্তরঃ আমি নিজেই নিতে চেষ্টা করি, কিন্তু সবসময় তা হয়ে ওঠে না, অন্য কারো সিদ্ধান্ত আমাকে মেনে নিতে হয়। (সাধারণত আমারটা আমি নিজেই নেই।)

50. আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা কোনটি যেটি আপনি নিজেই নিজের জন্য রক্ষা করেছেন?

উত্তরঃ কোনটাই না, কারন আজ জা ভাবছি আগামিকাল তার থেকে ভিন্ন প্রেক্ষাপট চলে আসছে। (আপনার কথাটির সাথে পুরোপুরি একমত নই। তবে এরকম কোন প্রতিজ্ঞার কথাও তো মনে পড়ছে না।)

মজার বিষয় হলো, আপনার অধিকাংশ উত্তর আমার উত্তরের সাথে বিপরীত অথবা প্রায় কাছাকাছি। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে। আপনার সাথে আমার আলাপচারিতা জমবে। প্রায় ভিন্ন পয়েন্ট অব ভিউ নিয়ে দুইজনের আলাপ থেকে আমি অন্তত অনেক কিছু শিখতে পারবো।

নিরন্তর শুভকামনা রইলো, ভাই।

১০| ২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৫

হাসান মাহবুব বলেছেন: সময় নিয়ে দেখতে হবে।

২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৯

গাওসেল এ. রাসেল বলেছেন: প্লিজ, হামা ভাই। সময় নিয়ে দেখে একটা হলেও মন্তব্য করবেন। আমি আশা করে থাকবো।

১১| ২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৯

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: অনেক ভালো লাগলো প্রশ্নগুলো। সবার দেখাদেখি আমিও কয়েকটা প্রশ্ন শেয়ার করার লোভ সামলাতে পারলাম না!

1. এমন যদি হয় আপনি আপনার বয়স জানেন না- তাহলে আপনি আপনার নিজের বয়স কত ভেবে নিবেন?
_ নিজের বয়স জেনেও এখন যদি অদ্ভুদ আবদার মাথায় আসে তাহলে নিজেকে ১২/ ১৩ বছর, আবার কারও প্রতি গম্ভীর গম্ভীর উপদেশ মাথায় আসলে ৫০/৬০ বছরের কেউ ভাবতে শুরু করি।

3. যদি আমরা মেনেই নিই, জীবন খুব ছোট। তবে কেন আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করছি যা আমরা ভালোবাসি না তা করে অথবা যা আমরা ভালোবাসি তা না করে?
_ সত্যি করে বলতে এটার সঠিক উত্তর টা অনেক ভেবেও মনমতো কিছু পেলাম না। কেবলই মন খারাপ করে দেয়া প্রশ্ন :(

4. যদি সমস্ত কাজ সম্পন্ন হয়ে যায়- তাহলে আপনি আপনার বাকি সময় কি করে কাটাতে চাইবেন? আরোও কিছু কাজ করে নাকি কথা বলে?
_ভীষণ আলসে আমি কোনো কাজ না করেও প্রতিদিন টেরই পাইনা সময় কোন দিক দিয়ে শেষ হয়ে যায়! তাই এটা নিয়ে চিন্তার কিছু নেই ;)

5. যদি পৃথিবীর শুধু একটি বিষয়ই পরিবর্তন করার ক্ষমতা আপনাকে দেয়া হয়- তাহলে আপনি কি বা কোনটি পরিবর্তন করতে চাইবেন?
_মানুষের নৈতিকতা

6. যদি সুখ টাকা হতো, তাহলে কি ধরনের কাজ আপনাকে ধনী করতে পারতো?
_ভালোবাসা।

8. যদি জানতে পারতেন যে, আপনি মাত্র চল্লিশ বৎসর বাঁচবেন- বাকি দিনগুলো আপনি আপনার সর্বোচ্চ আনন্দে বাঁচার জন্য নিজের জীবনের কোন দিকটি পরিবর্তন করতে চাইতেন?
_একটা হালাল আয়ের উৎস্য, যা থেকে প্রতিটি ব্যয় মানুষের মঙ্গল আর আল্লাহর সন্তুষ্টির জন্যে হত।

12. যদি একটি শিশুকে তার জীবন সম্পর্কে একটি মাত্র উপদেশ দিতে আপনাকে বলা হতো- আপনি তাকে কি উপদেশ দিতেন?
_একবাক্যে উপদেশ হত- "বাছা জীবনে একজন ভালো মানুষ হতে পারা টা সবচেয়ে বড় অর্জন।" তারপর ভালো মানুষের সংজ্ঞায়নে মোটামোটি একটা ম্যারাথন লেকচার
:|

13. আপনি ভালোবাসেন এমন কারো জন্য কি আপনি প্রচলিত আইন ভাঙতেও রাজি আছেন?
_হ্যাঁ, যদি ভালোবাসার মানুষটা শুধু মাত্র আমার মা হয়।

14. আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে, কেউ মানসিক রোগী হয়ে যেতে পারে এবং তার এটি ভেবে নেয় যে, তারা আসলে জিনিয়াস?
_খুব বিশ্বাস করি! :-/

18. এমন কি বা কে আছে যা বা যাকে আপনি এখনোও ধরে রেখেছেন কিন্তু অনেক আগেই তা বা তাকে আপনার চলে যেতে দেয়া উচিত ছিলো?
_একজন আছে। ধরে রাখতেও পারছি না, ছেড়ে দিতেও পারছি না :-(

21. আপনি কোনটি পছন্দ করতেন? একজন ঝামেলা বহুল মেধাবী হতে নাকি একজন সুখী বোকা মানুষ হতে?
_প্রথমটি হলে দ্বিতীয়টি হতে চাইতাম, দ্বিতীয়টি হলে প্রথমটির প্রতি আগ্রহ থাকতো!

22. আপনি কি বলতে পারেন? কেন আপনি, আপনি?
_হ্যাঁ, কারণ আমি আপনি, সে বা তিনি নই। তাই আমি আমিই :-)

25. আপনি আপনার কিসের জন্য সৃষ্টিকর্তার নিকট সবচাইতে কৃতজ্ঞ?
_আমার মা বাবা এখনও সুস্থ ভাবে বর্তমান আছেন তাই। আমার জীবনের সর্বোচ্চ রহমত এটাই।

26. কোনটি আপনি পছন্দ করবেন? আপনার সমস্ত পুরনো স্মৃতি হারিয়ে যাওয়া নাকি নতুন কোন স্মৃতি আর তৈরী না হওয়া?
_পুরনো গুলো ফরমেট দিতে পারলে তো বেশ হত!

30. আপনার ছেলেবেলার সবচাইতে সুখকর মুহুর্ত কি ছিলো? কেন এটি আপনার সবচাইতে সুখকর ছিলো?
_আম্মা ঝাড়ু নিয়ে বের হওয়ার আগ পর্যন্ত পাড়ার ছেলেমেয়েদের সাথে দৌড়াদৌড়ি, খেলাধুলা করে আধমরা হয়ে যাওয়া। অই জীবনটায়, অই সময়টায় তখনও জীবন সম্পর্কে সচেতনতা, ধরাবাঁধা নিয়ম, ভুল সঠিক জ্ঞানবোধ, কষ্ট, দুশ্চিন্তা কিছুই স্পর্শ করতে পারেনি তাই।

33. যদি আপনি এখনোও কিছু না-ই অর্জন করে থাকেন, তবে আপনি কি হারানোর ভয় করছেন?
_অর্জনটা অর্জনে ব্যর্থতার ভয়!

41. বিশ্ববিখ্যাত হওয়ার জন্য আপনি আপনার আয়ু হতে দশ বছর সময় হারাতে রাজি আছেন?
_টু ট্যাল দ্যা ট্রুথ, এর বেশিও হারাতে রাজি আছি।

42. জীবন এবং অস্তিত্ব এর মাঝে পার্থক্য কী? আপনি কি মনে করেন?
_জীবন থাকলেও মাঝে মাঝে নিজেকে অস্তিত্বহীন মনে হতে পারে।

49. আপনি কি আপনার সিদ্ধান্ত নিজেই নেন নাকি অন্য কেউ আপনার হয়ে তা নিয়ে দেন?
_নিজের সিদ্ধান্ত নিজেই নিই, কিন্তু কাজটা শেষতক অন্যের সিদ্ধান্তেই করতে হয় আরকি!

২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২২

গাওসেল এ. রাসেল বলেছেন: ভাই, আপনার প্রায় প্রতিটা উত্তরই আমার নিজের উত্তর মনে হচ্ছে। উপরে রানা ভাই এর কমেন্টের রিপ্লাইটা দেইখেন। এদের মধ্যে এক্সেপেশনাল হচ্ছে ৪১ নম্বরটা। যেটাতে আমি আপনার সাথে মোটেই একমত নই। আর আপনার ১ নম্বরে করা উত্তরটা “জাস্ট কুল!!”

অনেক ধন্যবাদ আপনাকে সময় নিয়ে মন্তব্য করার জন্য। আপনার মন্তব্য থেকে আমার শেখার আছে অনেক কিছু।

১২| ২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রশ্নগগুলো চমৎকার। আর কিছু মন্তব্য দারুণ।


৪১ এর উত্তরে বলবো
বিশ্ববিখ্যাত নয় তবে স্বপ্ন পূরণে যতটা লাগে সে ১০ হোক বা তার বেশি দিতে আপত্তি নেই।

২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:১২

গাওসেল এ. রাসেল বলেছেন: আমি আপনার সাথে নাই, ভ্রাতা।

১৩| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৩

গেম চেঞ্জার বলেছেন: সময় নিয়ে আসব এ পোস্টে!!

২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৪

গাওসেল এ. রাসেল বলেছেন: প্লিজ, ওয়েলকাম।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪১

গেম চেঞ্জার বলেছেন: এবার প্রশ্নগুলো দেখুন এবং ভাবুন.......
1. এমন যদি হয় আপনি আপনার বয়স জানেন না- তাহলে আপনি আপনার নিজের বয়স কত ভেবে নিবেন-
প্রশ্নটা অনেকটা অযৌক্তিক! তবে বয়সটা ১৫-১৬ তেই আটকে থাকলে বেশ হতো।

2. কোনটি বেশী খারাপ? ব্যর্থতার অভিজ্ঞতা সন্মুখিন হওয়া নাকি কোন চ্যালেঞ্জই না নেয়া?
চ্যালেঞ্জই না নেয়া, খারাপ।

3. যদি আমরা মেনেই নিই, জীবন খুব ছোট। তবে কেন আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করছি যা আমরা ভালোবাসি না তা করে অথবা যা আমরা ভালোবাসি তা না করে?
কারণ, আমরা সচেতন নই।

4. যদি সমস্ত কাজ সম্পন্ন হয়ে যায়- তাহলে আপনি আপনার বাকি সময় কি করে কাটাতে চাইবেন? আরোও কিছু কাজ করে নাকি কথা বলে?
কিছু কাজ করে।

5. যদি পৃথিবীর শুধু একটি বিষয়ই পরিবর্তন করার ক্ষমতা আপনাকে দেয়া হয়- তাহলে আপনি কি বা কোনটি পরিবর্তন করতে চাইবেন?
দৃষ্টিভঙ্গি।

6. যদি সুখ টাকা হতো, তাহলে কি ধরনের কাজ আপনাকে ধনী করতে পারতো?
জানুর সাথে লাভু লাভু...। ;)

7. আপনি কি তাই করছেন, যা আপনি বিশ্বাস করেন নাকি যা করছেন, তা বিশ্বাস করার চেষ্টা করে যাচ্ছেন শুধু?
তাই, যা বিশ্বাস করার চেষ্টা করছি।

8. যদি জানতে পারতেন যে, আপনি মাত্র চল্লিশ বৎসর বাঁচবেন- বাকি দিনগুলো আপনি আপনার সর্বোচ্চ আনন্দে বাঁচার জন্য নিজের জীবনের কোন দিকটি পরিবর্তন করতে চাইতেন?
কিছুই না।

9. আপনার জীবনে যা ঘটছে, তা নিয়ন্ত্রনের জন্য আপনি কি পদক্ষেপ নিচ্ছেন?
হ্যাঁ।

10. আপনার কাছে কোনটি বেশী জরুরী? কাজ যথাযথভাবে করা নাকি সঠিক কাজটি করা?
সঠিক কাজটি করা।

11. ধরুন আপনি সম্মানীয় এবং গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তির সাথে দুপুরের খাবার খাচ্ছেন, তারা অন্যায় ও উগ্রভাবে আপনার একজন ঘনিষ্ট বন্ধুকে সমালোচনা করে যাচ্ছেন যদিও তারা জানেন না যে ঐ ব্যক্তি আপনার ঘনিষ্ট বন্ধু। ঐ অবস্থায় আপনি কি করবেন?
স্পষ্টভাবে বলে দেব এ আলোচনায় আমি নেই।

12. যদি একটি শিশুকে তার জীবন সম্পর্কে একটি মাত্র উপদেশ দিতে আপনাকে বলা হতো- আপনি তাকে কি উপদেশ দিতেন?
পৃথিবীর সবচেয়ে মজার কাজ পড়া!

13. আপনি ভালোবাসেন এমন কারো জন্য কি আপনি প্রচলিত আইন ভাঙতেও রাজি আছেন?
হ্যাঁ

14. আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে, কেউ মানসিক রোগী হয়ে যেতে পারে এবং তার এটি ভেবে নেয় যে, তারা আসলে জিনিয়াস?
এটা সাইকোলজিস্টের ব্যাপার।

15. যদি আপনাকে সকল মানুষের নিকট থেকে পৃথক করে দেয়া হয়, তাহলে ঐ জীবন নিয়ে আপনি কি করতে চাইবেন?
বই।

16. এটা কি হতে পারে, আপনাকে সুখী করে এমন কোন কিছু যা অন্য কাউকে সুখী করতে পারে না?
না।

17. এমন কোন কিছু যা আপনি সবসময় করতে চাইতেন কিন্তু কখনোই করতে পারেন নি? এটি করতে আপনাকে কি বা কে বাঁধা দিচ্ছে?
বিলিয়নিয়ার হওয়া। :)

18. এমন কি বা কে আছে যা বা যাকে আপনি এখনোও ধরে রেখেছেন কিন্তু অনেক আগেই তা বা তাকে আপনার চলে যেতে দেয়া উচিত ছিলো?
অলসতা! :|

19. যদি কেউ আপনাকে সুযোগ করে দিত অন্য কোন দেশে একেবারে চলে যাওয়ার জন্য- আপনি কোন দেশে যেতেন? এবং কেন?
বাংলাদেশেই থাকতে চাই। অন্য কিছু বলতে হলে মরিশাস! B-)

20. আপনি কখনোও লিফ্ট এর বাটন একাধিকবার চেপেছেন? আপনি কি সত্যিই মনে করেন যে, একাধিকবার চাপার দরুন লিফ্টটি আপনাকে দ্রুত উপরে বা নিচে নিয়ে যাবে?
না

21. আপনি কোনটি পছন্দ করতেন? একজন ঝামেলা বহুল মেধাবী হতে নাকি একজন সুখী বোকা মানুষ হতে?
ঝামেলা বহুল মেধাবী

22. আপনি কি বলতে পারেন? কেন আপনি, আপনি?
না

23. যদি আপনি আপনার বন্ধু হতে পারতেন, তাহলে কি সত্যিই আপনি আপনার মতো এরকম একজন বন্ধু কামনা করতেন?
হ্যাঁ!

24. কোনটি বেশী খারাপ? আপনার সবচাইতে কাছের বন্ধুকে অন্য কোন দেশে চিরতরে চলে যেতে দেখা নাকি মনের দিক থেকে সম্পূর্ণ আলাদা হয়ে কাছাকাছি বাস করা?
মনের দিক থেকে সম্পূর্ণ আলাদা হয়ে কাছাকাছি বাস করা

25. আপনি আপনার কিসের জন্য সৃষ্টিকর্তার নিকট সবচাইতে কৃতজ্ঞ?
জানি না!

26. কোনটি আপনি পছন্দ করবেন? আপনার সমস্ত পুরনো স্মৃতি হারিয়ে যাওয়া নাকি নতুন কোন স্মৃতি আর তৈরী না হওয়া?
কোনটাই না। আর বেশি অপছন্দ বললে- নতুন কোন স্মৃতি আর তৈরী না হওয়া

27. আপনি কি মনে করেন যে, ‘সত্য’ কে আপনি উপলব্ধি করতে পারবেন যদিও না আপনি তার অন্বেষন করেন?
না

28. আপনার সবচাইতে বড় ভয় কি কখনোও বাস্তবে রুপ নিয়েছিল?
হ্যাঁ

29. আপনি কি মনে করতে পারেন, আজ থেকে পাঁচ বছর আগে আপনি কতটা অসুখী ছিলেন? এটা কি বর্তমানে আপনার নিকট কোন অর্থ বহন করে?
হ্যাঁ, সেই সময়ের অসুবিধার কারণেই আজ অনেক ভোগান্তি, অনেক প্রাপ্তিও!!

30. আপনার ছেলেবেলার সবচাইতে সুখকর মুহুর্ত কি ছিলো? কেন এটি আপনার সবচাইতে সুখকর ছিলো?
বড় মামার কাছে প্রশ্নের জবাব দেওয়া! কারণ, আমি উত্তর দিয়ে সুখি অনুভব করতাম।

31. আপনার কোন অতীত ঘটনা বা অভিজ্ঞতা কি আপনাকে এখনোও বাঁচিয়ে রেখেছে?
হ্যাঁ

32. যদি এখন না হয়, তবে কখন?
কি জানি!!!

33. যদি আপনি এখনোও কিছু না-ই অর্জন করে থাকেন, তবে আপনি কি হারানোর ভয় করছেন?
অর্জন কিছু তো আছেই!!!!

34. আপনি কি কখনোও অনুভব করেছেন যে, কারোও সাথে আপনার কিছু মুহুর্তের জন্য হলেও খুব গভীর যোগাযোগ হয়েছিলো যদিও আপনারা মুখে একটি কথাও উচ্চারন করেন নি?
হ্যাঁ!

35. এটি কি চুড়ান্তভাবে নিশ্চিত হওয়া সম্ভব যে, কোন কিছু আসলেই ভালো অথবা খারাপ?
না

36. যদি আপনাকে কোটি টাকা দেওয়া হতো, আপনি কি আপনার বর্তমান চাকুরী বা পেশা ছেড়ে দিতেন?
না

37. কোনটি আপনি অধিকতর পছন্দ করবেন? প্রচুর কাজ যা আপনার সত্যিই করা প্রয়োজন নাকি কম কাজ যা আপনি আরামে করতে পারবেন?
প্রচুর কাজ[।/sb]

38. আপনি কি এটা মনে করেন যে, আপনি আজকে সেই রকম একটি দিন-ই কাটাচ্ছেন যেরকম দিন এর আগেও আপনি হাজারটা কাটিয়েছেন?
হ্যাঁ।

39. এটি শেষ কবে ছিলো যে, আপনি কোন পদক্ষেপ নিয়েছেন গোছানো কোন প্ল্যান ছাড়া শুধু হৃদয়ের তাগিদ থেকে?
১ বছর আগে।

40. আপনি যাদেরকে চেনেন, তারা সবাই কালকে মারা যাবে- আপনি কার সাথে শেষবারের মতো দেখা করতে যাবেন?
মা[!/si]

41. বিশ্ববিখ্যাত হওয়ার জন্য আপনি আপনার আয়ু হতে দশ বছর সময় হারাতে রাজি আছেন?
না।

42. জীবন এবং অস্তিত্ব এর মাঝে পার্থক্য কী? আপনি কি মনে করেন?
জীবন হলো শরীর সহ বেঁচে থাকা। কিন্তু অস্তিত্ব মানেই আজীবন বেঁচে থাকা নয়!!

43. কখন সেই সময় আসবে যখন আপনি ঝুঁকি নিয়ে হলেও সঠিক কাজটিই করবেন?
পরিস্থিতি সৃষ্টি হলে।

44. যদি আপনি ভুল থেকেই শিখেন, তাহলে আপনি ভুল করতে ভয় পান কেন?
ভুল থেকে শিখছি। কিন্তু ভুল করলে সময় নষ্ট হয়!

45. যদি জানতেন যে কেউই আপনাকে সঠিকভাবে বুঝতে পারে না তবে আপনি একা কি কি করতে চাইতেন?
কিছুই না, নিজেকে নিয়েই থাকব।

46. শেষবারের মতো কবে আপনি আপনার হৃদয়ের স্পন্দন শুনেছেন?
কালই।

47. এটি কি যা আপনি সবচাইতে ভালোবাসেন? আপনার সর্বশেষ পদক্ষেপ কি আপনার এই ভালোবাসা প্রকাশ করার জন্য যথেষ্ঠ ছিলো?
কিসের কি??????????

48. এটি কি আপনি পার্থক্য করতে পারবেন যে, আপনি গতকাল কি করেছেন এবং গত পাঁচ বছর ধরে প্রতিদিন আপনি কি করছেন? এর আগের দিনগুলোই বা কেমন ছিলো আপনার কাছে?
মোটামুটি আগের থেকে এখনকার সময়ই ভাল!!

49. আপনি কি আপনার সিদ্ধান্ত নিজেই নেন নাকি অন্য কেউ আপনার হয়ে তা নিয়ে দেন?
নিজেই নিই।

50. আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা কোনটি যেটি আপনি নিজেই নিজের জন্য রক্ষা করেছেন?
দৃষ্টিভঙ্গি নির্বাচনে সতর্কতা!

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫১

গাওসেল এ. রাসেল বলেছেন: ঐ, গেমু ভ্রাতা! আপনি আমার চিন্তাভাবনাকে নকল করেছেন কেন? আপনার সাথে তো আমার প্রায় সবই মিলে যায়। ৪০ নম্বরেও আমি আপনার সাথে একমত। কিন্তু আমার পক্ষে তা করা সম্ভব নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.