নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

জল খাওয়ার আগে একবার পড়েই নিন ... কথা দিচ্ছি , ভালো লাগবে ।।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:৩৪


আমাদের জীবন ধারণের জন্য সভ্যতাকে অগ্রসর করার জন্য যে জিনিসটা লাগবেই তা হল "জল"। জল ছাড়া উন্নয়ন অসম্ভব।
.
কারণ এই জল ছাড়া কিছুই উৎপাদন করা সম্ভব নয়। এমনকি একটা মাঝারি সাইজের পিৎসা বানাইতে ১১০০ লিটার জল লাগে। এক কেজি ধান উৎপাদনে ২৪০০ লিটার জল লাগে। ২৬০০ লিটার জল লাগে একটা সুতি শার্ট তৈরি করতে। ৪৩০০ লিটার জল লাগে এক কেজি মুরগির মাংস উৎপাদন করতে। ৫২০০ লিটার জল লাগে এক টন কংক্রিট বানাইতে। ৬৮০০ লিটার জল লাগে একটা জিনসের প্যান্ট বানাইতে। ১৫৪০০ লিটার জল লাগে এক কেজি গরুর মাংস উৎপাদন করতে। ১৭০০০ লিটার জল লাগে এক কেজি চকলেট উৎপাদন করতে। ১৪৮০০০ লিটার জল লাগে একটা সেডান কার তৈরি করতে। ২৩৫০০০ লিটার জল লাগে এক টন স্টিল তৈরি করতে।
.
কিন্তু দেখেন আমরা জল উৎপাদন করতে পারিনা। জলের জন্য আমাদের নির্ভর করতে হয় প্রকৃতির উপরে।
কাজেই................ জল বাঁচান ...প্রান বাঁচান ।।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:


দাদা, আপনি জলের কথা যা লিখেছেন, এর পরিপ্রেক্ষিতে বলতে হয়, ভারতের মহান জনতা যেন তিস্তায় কমপক্ষে পেসাব করেন।

২| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:১৪

শৈবাল আহম্মেদ বলেছেন: জল,গ্যাস,বিদ্যুত,খাদ্য,অর্থ,ধাতু,খনিজ ইত্যাদী সবকিছুরই অপচয় মানুষের জন্য অকল্যানকর ও অমঙ্গল বয়ে আনে।

৩| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:৩১

রাকু হাসান বলেছেন: হুম জল অপচয় রোধ করা উচিত অামাদের ।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:৪৬

রিফাত হোসেন বলেছেন: খালি প্রকৃতি না, মাঝে মাঝে মানুষের ইচ্ছার উপরও কিছু নির্ভর করে! তিস্তার কথা বাদ দিলাম। বাকিটা আপনার নিজের বুঝ!

৫| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১:২০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: জলকে দূষিত করছি আমরাই।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: আমি আমার জন্মের পর কখনও পানির সমস্যায় পড়ি নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.