নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

হিন্দু পুরানের আলোকে ডারউইনবাদ !! নাস্তিকেরা এবার কি যুক্তি দেবেন ??

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৭


মা, তুমি কি জানো মানুষের দেহের আকৃতি ক্রমশ কমে আসছে। মানুষের দেহ ছোট হয়ে আসছে। আগে নাকি মানুষের শরীর ছিল বড়। টিপু সুলতানের তরোয়াল দেখেছি মা, কি বিশাল। কি তার ওজন। সেটা আজকাল একটা মানুষের পক্ষে তোলাই সম্ভব নয়, যুদ্ধ তো কোন ছাড়।

মা , এক মনে করাইসুটি ছাড়াচ্ছেন। মাঝে মাঝে ছেলের দিকে তাকাচ্ছেন।

ছেলে বললো, মা জানো ডারউইন বলে একজন বিজ্ঞানী আছেন। উনি আমার প্রেরণা। উনি ই প্রথম ইভলুশন এর কথা বলেন। উনি বলেন, survival of the fitest. যে লড়াইতে জিতবে সেই পৃথিবীতে অস্তিত্ত্ব রক্ষা করতে পারবে। না হলে ম্যামথ, বা ডাইনোসর এর মত পৃথিবী থেকে বিদায় নেবে, বিলুপ্ত হয়ে যাবে।

মা, জানো আমি ডি এন এ নিয়ে রিসার্চ করবো। আমি আমেরিকায় যাবো। আমাকে লোকে বলবে আমি একজন জেনেটিক বিজ্ঞানী। ডারউইন এর ইভলুশন নিয়ে আরো রিসার্চ করবো।

ও মা, তুমি ডারউইনের নাম শুনেছ ??

মা বললো, হা আমি জানি ডারউইনের কথা। কিন্তু তুই কি জানিস বিষ্ণুর দশ অবতারের কথা??

ছেলে, মাথা নাড়লো। বললো সে নাম শোনেনি। ইংরেজি পড়াশোনায় সিলেবাস এ তো এসব নেই।

মা বললেন, বেশ তাহলে শোনো যেটা তুইও জানিস না, ডারউইন সাহেব ও জানেন না। মন দিয়ে শোন।

বিষ্ণুর প্রথম অবতার হলো মৎস অবতার। অর্থাৎ মাছ। আমরা বিজ্ঞান থেকে জানি জীবন শুরু হয়েছিল জলে। ঠিক কিনা।

ছেলে এবার অবাক চোখে তাকালো মায়ের দিকে। মা বলে চললো।

এরপর কুর্ম অবতার। অর্থাৎ জীবন জল থেকে উঠে এলো ডাঙায়। উভচর বা amphibians। কচ্ছপ। ইভলুশন হলো সমুদ্র থেকে ডাঙায়।

এরপর বরাহ অবতার। অর্থাৎ বন্য জন্তু, জানোয়ার। বরাহ হলো বিশাল দেহি শুকর। তাদের বুদ্ধির কোনো বিকাশ নেই। ধরা যেতেই পারে ম্যামথ বা ডাইনোসর এর কথা এখানে বলা হয়েছে।

চার নম্বর অবতার হলো নৃসংহ অবতার। যিনি আসলে প্রথম মানুষ। যার আকৃতি মানুষের মতো হলেও ব্যাবহার একটু জন্তুর মতো। মানুষের প্রথম প্রকাশ। তখনো মানুষের বুদ্ধির বিকাশ ঘটেনি। ওরা ছিল হিংস্র। অসামাজিক।

পঞ্চম হলো বামন অবতার। তখন এক শ্রেণীর মানুষের বুদ্ধির বিকাশ ঘটেছে। তারা অন্য শ্রেণীর মানুষ যারা হিংস্র তাদের থেকে খর্বকায়। অর্থাৎ বামন। অসভ্য মানুষ হলো homo erectus। আর ছোট্ট দেহি বুদ্ধিমান মানুষ হলো homo sepience। ক্রমশ homo sepience যুদ্ধে জিতল। এবং পৃথিবী দখল করলো।

ষষ্ঠ অবতার হলো পরশুরাম। এই মানুষের হাতে ছিল কুঠার। অর্থাৎ যে জঙ্গল কেটে পরিষ্কার করতে শুরু করে। গুহাতেও বসবাসের ব্যাবস্থা করে। রাগী। এবং এখনো অসামাজিক।

সপ্তম অবতার হলো রাম। প্রথম বুদ্ধি এবং বিবেচনা করতে পারে এরকম এক মানুষ। ইনি হলেন সামাজিক। রাজ তন্ত্র প্রতিষ্ঠা হলো। আইন, কানুন এর জন্ম হলো। জন্ম হলো সমাজের ও। তৈরি হল মানুষের সাথে মানুষের সম্পর্ক।

অষ্টম অবতার হলেন বলরাম। যিনি আসলে চাষ, আবাদ করলেন। কৃষি কার্য শুরু হলো মানুষের সার্থে।

নবম হলেন শ্রী কৃষ্ণ। রাজনীতি, কূটনীতি র প্রবর্তন হলো। সৃস্টি হলো ধর্মের। ধর্ম সামাজিক মানুষকে দেখালো কি ভাবে বেঁচে থাকতে হয়।

শেষ অবতার হলেন কল্কি। তিনি এখনো আসেন নি। তিনি হবেন জেনেটিক্যালি অনেক অনেক উন্নত এক মানুষ। তার আসাটাই আর একটা ইভলুশনের দরকার। কর্কট রোগের অতিরিক্ত কোষ বিভাজন ই নাকি তার প্রারম্ভ। অর্থাৎ সেই জেনেটিক ইভলুশনের কাজ শুরু হয়ে গেছে।

মা, এ তো আশ্চর্য মা। ছেলে বলে উঠলো। আমি তো ভাবতেই পারছিনা যে ডারউইনের অনেক আগেই হিন্দু পুরানে এসব লেখা আছে।

মা বললেন, হা আছে।আসলে হিন্দু রা ভাবতে জানে, আবিষ্কার ও করতে জানে। কিন্তু তাকে বিজ্ঞানের ভাষায় লিখতে জানে না। তারা এই সব আবিষ্কার কে পুরানের অন্তর্ভুক্ত করেছেন। তাই পুরাণ সঠিক ভাবে পড়তে পারলে দেখা যাবে হিন্দুরা যা বহুকাল আগে ভেবে ফেলেছে, তা বিদেশিরা আজ ভাবতে শুরু করেছে.........

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৪

সনেট কবি বলেছেন: বেশ।

২| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১:৪৪

নতুন বলেছেন: হুম সবই তো বইতে আছে... শুধু শুধুই বিজ্ঞানীরা গবেষনা করে... কিতাব গুলি পড়ে তরজমা/তফসির করলেই তো পারে। :|

৩| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:১৭

টারজান০০০০৭ বলেছেন: এগুলোতো আবিষ্কার হইয়া গিয়াছে ! যাহা আবিষ্কার হয় নাই সেগুলো লিখিয়া ফেলুন ! বৈজ্ঞানিক মহলে সারা পড়িয়া যাইবে !

তবে একটা কথা ঠিক, আমাদের পূর্বেও জ্ঞান,বিজ্ঞানে উন্নত অনেক জাতি ছিল ! ইহারা উন্নতির শিখরে থাকিয়াই ধ্বংস হইয়াছে ! তাই তাহাদের জ্ঞানকে অবহেলার দৃষ্টিতে দেখা বোকামি !

৪| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: পড়লাম।

৫| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫২

নূর আলম হিরণ বলেছেন: প্রথম অবতার হওয়ার কথা ছিলো তো এমিবা!

৬| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এমিবা প্রোটিয়াস। তাহারা অমর প্রাণী।

৭| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২০

ঠাকুরমাহমুদ বলেছেন: তাহলে মানব সভ্যতার বয়ষ কতো - মা’কে একটিু জিগ্যাসা করুন ?

সমস্যা হচ্ছে আপনি কোনো মন্তব্যর উত্তর দিচ্ছেন না ? অচিরেই সামহোয়ারইনব্লগ আপনার এই পাপে দন্ডিত সাব্যস্ত করিয়া ব্যান করিয়া দিবেক !!!

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৩

গেছো দাদা বলেছেন: //সমস্যা হচ্ছে আপনি কোনো মন্তব্যর উত্তর দিচ্ছেন না ?//....আমি দুঃখিত , আমি বেশি সময় পাই না । কাজেই সব মন্তব্যর উত্তর দিতে পারি না । দয়া করে আমাকে ভুল বুঝবেন না ।

৮| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: অটিস্টিক ডারউন ও তার গেছো দাদা ছাত্র! :P
পুরানে কি বলে পৃথিবীর আযুস্কাল কত?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.