নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

৫ মিনিটে মাত্র ৫টি অনু গল্প যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবেই!! এই সুযোগে জীবন কে আরেকটু চাঙ্গা করে নিন।।

২১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫২


গল্প -১

বাবা বাথরুমে , মা রান্না ঘরে আর ছেলে
টিভি দেখছিল। এমন সময় দরজায় ঘণ্টা
বাজল। ছেলে দৌড়ে গিয়ে দরজা খুলে
দেখল, পাশের বাড়ির দাসবাবু দাঁড়িয়ে।
ছেলে কিছু বলার আগেই দাসবাবু
বললেন, ‘আমি তোমাকে ৫০০ টাকা
দেব, যদি তুমি ১০ বার কান ধরে ওঠবস
কর।'
বুদ্ধিমান ছেলে অল্প কিছুক্ষণ চিন্তা
করেই কান ধরে ওঠবস শুরু করল,
প্রতিবার ওঠবসে ৫০ টাকা বলে কথা।
শেষ হতেই দাসবাবু ৫০০ টাকার নোট
ছেলের হাতে ধরিয়ে দিয়ে চলে
গেলেন।
বাবা বাথরুম থেকে বের হয়ে
জিজ্ঞেস করলেন, ‘কে ছিল দরজায়?’
‘পাশের বাড়ির দাসবাবু ’, উত্তর দিল
ছেলে।
‘ও’, বললেন বাবা, ‘আমার ৫০০ টাকা কি
দিয়ে গেছেন?’
.
# শিক্ষণীয়বিষয়
আপনার ধারদেনার তথ্য
শেয়ারহোল্ডারদের থেকে গোপন
করবেন না। এতে অনেক অনাকাঙ্ক্ষিত
ঘটনা থেকে রক্ষা পাবেন।
.
গল্প -২

সেলসম্যান, অফিস ক্লার্ক ও ম্যানেজার
দুপুরে খেতে যাচ্ছিলেন। পথে তাঁরা
একটি পুরোনো প্রদীপ পেলেন।
তাঁরা ওটাতে ঘষা দিতেই দৈত্য বের হয়ে
এল।
দৈত্য বলল, ‘আমি তোমাদের একটি করে
ইচ্ছা পূরণ করব।’
‘আমি আগে! আমি আগে!’ বললেন
অফিস ক্লার্ক, ‘আমি বাহামা সমুদ্রপারে
যেতে চাই, যেখানে অন্য কোনো
ভাবনা থাকবে না, কাজ থাকবে না।’
‘ফুঃ...!!’ তিনি চলে গেলেন।
‘এরপর আমি! এরপর আমি!’ বললেন
সেলসম্যান, ‘আমি মায়ামি বিচে যেতে
চাই, যেখানে শুধু আরাম করব।’
‘ফুঃ...!!’ তিনিও চলে গেলেন।
‘এখন তোমার পালা’, দৈত্য ম্যানেজারকে
বলল।
ম্যানেজার বললেন, ‘আমি ওই দুজনকে
আমার অফিসে দেখতে চাই।’
.
#শিক্ষণীয়বিষয়
সব সময় বসকে আগে কথা বলতে
দেবেন। তা না হলে নিজের কথার
কোন মূল্য থাকবে না।
.
গল্প -৩

একটি ইগল গাছের ডালে বসে আরাম
করছিল।
এমন সময় একটি ছোট খরগোশ
ইগলটিকে দেখে জিজ্ঞেস করল,
‘আমিও কি তোমার মতো কিছু না করে
এভাবে বসে আরাম করতে পারি?’
ইগল উত্তর দিল, ‘অবশ্যই, কেন পারবে
না।’
তারপর খরগোশটি মাটিতে এক জায়গায়
বসে আরাম করতে থাকল। হঠাৎ একটি
শিয়াল এসে হাজির, আর লাফ দিয়ে
খরগোশকে ধরে খেয়ে ফেলল।
.
#শিক্ষণীয়বিষয়
যদি কোনো কাজ না করে বসে বসে
আরাম করতে চান, তাহলে আপনাকে
অনেক ওপরে থাকতে হবে।
.
গল্প -৪

একটি মুরগি ও একটি ষাঁড় গল্প করছিল।
‘আমার খুব শখ ওই গাছের আগায় উঠব,
কিন্তু আমার এত শক্তি নেই’, মুরগিটি
আফসোস করল।
উত্তরে ষাঁড়টি বলল, ‘আচ্ছা, তুমি আমার
গোবর খেয়ে দেখতে পার, এতে
অনেক পুষ্টি আছে।’
কথামতো মুরগি পেট পুরে গোবর
খেয়ে নিল এবং তারপরই দেখল সে
বেশ শক্তি পাচ্ছে। চেষ্টা করে সে
গাছের নিচের শাখায় উঠে পড়ল।
দ্বিতীয় দিন আবার খেল, সে তখন এর
ওপরের শাখায় উঠে গেল।
অবশেষে চার দিন পর মুরগিটি গাছের
আগায় উঠতে সক্ষম হলো।
কিন্তু খামারের মালিক যখন দেখলেন
মুরগি গাছের আগায়, সঙ্গে সঙ্গে তিনি
গুলি করে তাকে গাছ থেকে নামালেন।
.
#শিক্ষণীয়বিষয়
ফাঁকা বুলি (বুল শিট) হয়তো আপনাকে
অনেক ওপরে নিয়ে যেতে পারে,
কিন্তু আপনি বেশিক্ষণ ওখানে টিকে
থাকতে পারবেন না।
.
গল্প -৫

একটি পাখি শীতের জন্য দক্ষিণ দিকে
যাচ্ছিল। কিন্তু এত ঠান্ডা ছিল যে পাখিটি
শীতে জমে যাচ্ছিল এবং সে একটি বড়
মাঠে এসে পড়ল।
যখন সে মাঠে পড়ে ছিল, একটি গরু তার
অবস্থা দেখে তাকে গোবর দিয়ে
ঢেকে দিল। কিছুক্ষণ পর পাখিটি বেশ
উষ্ণ অনুভব করল। যখন গোবরের
গরমে সে খুব ঝরঝরে হয়ে উঠল,
আনন্দে গান গেয়ে উঠল।
এমন সময় একটি বিড়াল পাশ দিয়ে যাচ্ছিল,
পাখির গান শুনে খুঁজতে লাগল কোথা
থেকে শব্দ আসছে !! একটু পরই সে
গোবরের কাছে আসে এবং সঙ্গে
সঙ্গে গোবর খুঁড়ে পাখিটিকে বের
করে তার আহার সারে।
.
#শিক্ষণীয়বিষয়
১. যারা আপনার ওপর কাদা ছোড়ে, তারা
সবাই-ই আপনার শত্রু নয়।
২. যারা আপনাকে সমস্যা থেকে বের
করে আনে, তারা সবাই-ই আপনার বন্ধু
নয়।
৩. এবং যখন আপনি গভীর সমস্যায়
নিমজ্জিত, তখন মুখ বেশি না খোলাই
ভালো ।
. সংগৃহীত ।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: গল্প গুলো ভাল লেগেছে। কিন্তু শিক্ষনীয় বিষয়? না, গল্প গিলিয়ে মনে হয় না ব্যকরন আর ভাষারীতি ব্যতিরেকে আর কিছু শেখানো যায়।

২| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: অনেক কিছু শিখলাম। জানলাম।

৩| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৯

কাইকর বলেছেন: সুন্দর পোস্ট

৪| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৮

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

৫| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৫৬

নতুন নকিব বলেছেন:



ভাল লাগলো। ধন্যবাদ।

৬| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো পোস্ট।

৭| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন: শেষ গল্পটি “বুড্ডা হোগা তেরা বাপ” ছবির অমিতাভ বচ্চন জ্বী এর শ্রেষ্ট ডায়ালগ - গল্পগুলো সামগ্রিক দিক দিয়ে অনেক উচুঁমানের ধন্যবাদ ।

৮| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১০

এস এম ইসমাঈল বলেছেন: বেশ ভালো লাগলো, দাদা, ধন্যবাদ।

৯| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৯

গেছো দাদা বলেছেন: আপনারা যারা পড়েছেন এবং মন্তব্য করেছেন তাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানালাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.