নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু পরবর্তী জীবন .... একটি কাল্পনিক কথোপকথন । ভাবনার খোরাক ও নাস্তিকের জবাব !!

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১২:১০


'একটি মাতৃগর্ভে জমজ দুই শিশুর মধ্যে কথা হচ্ছে।তাদের প্রথমজন দ্বিতীয়জনকে জিজ্ঞেস করলো,- 'তুমি কি প্রসব পরবর্তী জীবনে বিশ্বাস করো?'
'
দ্বিতীয়জন বললো,- 'অবশ্যই করি। নিশ্চয় প্রসব পরবর্তী জীবন বলে কিছু আছে। হয়তো প্রসব পরবর্তী জীবনের প্রস্তুতির জন্যই আজ আমরা এখানে।'
'
প্রথমজন বললো,- 'আরে বোকা! প্রসব পরবর্তী জীবন বলে কিছুই নেই। তোমার সেই কাল্পনিক জগত কেমন হতে পারে বলতো দেখি?'
'
দ্বিতীয়জন বললো,- 'আমি ঠিক জানিনা। তবে হতে পারে সেখানে এখানকার (মাতৃগর্ভের) তুলনায় আলো অনেক বেশি হবে। হতে পারে সেখানে আমরা আমাদের পা দিয়ে হাঁটতে পারবো। আমাদের মুখ দিয়ে নিজেরাই খাদ্য গ্রহন করতে পারবো। হয়তো সেই জগতে আমাদের অন্যান্য ইন্দ্রিয় থাকবে যা আমরা এখন কল্পনা করতে পারছিনা।'
'
প্রথমজন বললো,- 'এটা নিছক কল্পনা ছাড়া কিছুই নয়। পা দিয়ে হাঁটাহাঁটি? অসম্ভব। মুখ দিয়ে খাদ্য গ্রহন? অলীক কল্পনা। আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় যাবতীয় পুষ্টি আসে এই নাড়ির মাধ্যমে।কিন্ত নাড়ির এই স্বল্প দৈর্ঘ্য কখনোই প্রসব পরবর্তী জীবনের পক্ষে যুক্তি হতে পারেনা। প্রসব পরবর্তী জীবন বলে আদৌ কিছু নেই। এটা বাতুলতা।'
'
দ্বিতীয়জন বললো,- 'আমি মনে করি প্রসব পরবর্তী জীবন বলে কিছু আছে এবং সেটা এই মাতৃগর্ভের জীবনের চেয়ে ভিন্ন।হতে পারে সেখানে বাঁচার জন্যে আমাদের এই নাড়ির দরকার হবেনা।'
'
প্রথমজন উত্তর দিলো,- 'হাঁদারাম! প্রসব পরবর্তী জীবন বলে যদি কিছু থেকে থাকে,তাহলে সেই জীবন থেকে কখনো কেউ এই জীবনে ফেরত আসেনা কেনো? আসলে প্রসবের পরের জীবন বলতে কিছুই নেই। প্রসব হচ্ছে জীবনের শেষ। এরপর আর কিছু নেই। আছে কেবল অন্ধকার আর শুন্যতা।'
'
'আমি ঠিক জানিনা।'- দ্বিতীয়জন বললো।
সে আরো বললো,- 'হতে পারে সে জগতে আমাদের সাথে আমাদের মায়ের দেখা হবে। মা হয়তো সে জগতে আমাদের দেখাশুনা করবেন।'
'
প্রথমজন হাসতে লাগলো, আর বললো,- ' মা? তুমি 'মা' তে বিশ্বাস করো? এটা সত্যিই হাস্যকর! যদি মা বলে কেউ থেকে থাকে,তাহলে সে এখন কোথায়?'
'
দ্বিতীয়জন বললো,- 'সে আমাদের কাছেই আছেন তার করুণাতেই আমরা বেঁচে আছি।তাকে ছাড়া আমাদের এই জগত অসম্ভব।'
'
প্রথমজন বললো,- 'যেহেতু আমরা মা বলে কাউকে দেখিনা,অনুভব করিনা। সুতরাং, এর যুক্তিসম্মত ব্যাখ্যা এই যে, আসলে মা বলে কেউ নেই।'
'
দ্বিতীয়জন মুচকি হেসে বললো,- 'মাঝে মাঝে যখন তুমি নীরব থাকো,তখন মনোযোগ সহকারে যদি খেয়াল করো তাহলে তুমি তার উপস্থিতি টের পাবে। তুমি তার কন্ঠ শুনতে পাবে। বুঝতে পারবে তিনি তার দরদভরা মধুর কন্ঠে উপর থেকে আমাদের ডাকছেন।"
.
******** Dr. Wayne Dyer এর লেখা 'Your Sacred Self' বই থেকে অনুপ্রানিত ।

মন্তব্য ১৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৬

ফেনা বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪১

গেছো দাদা বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো থাকুন ।

২| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৭

শৈবাল আহম্মেদ বলেছেন: বাহ. পেটের ভেতর কৃমিগুলোও তবে মৃত্যু পরবর্তী জীবন পাবে!

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪০

গেছো দাদা বলেছেন: আরেকবার ভালো করে পড়েন । এটা একটা রূপক গল্প ।

৩| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৭

উদাসী স্বপ্ন বলেছেন: ভালোই তো, শেষপর্যন্ত কল্পনার আশ্রয় নিতে হলো? যদিও পেটের ভেতর থাকা পিচকিদের সাবকনশাস মাইন্ড যে এত স্ট্রং সেটা জানতাম না। তাহলে যখন এই পিচকিগুলোর মায়ের অংশ আর বাপের অংশ আলাদা ছিলো তখন তারা কি গল্প করতো?রসময় গুপ্ত না ব্রেজারস?

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫০

গেছো দাদা বলেছেন: ঐ যে ... আগেই বলা আছে কাল্পনিক !!

৪| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১:০৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল পড়লাম।

৫| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ২:১৬

আশরাফুল অ্যাস্ট্রো বলেছেন: ভালো লিখেছেন

৬| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ২:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন: গল্পটি কাল্পনিক হলেও যুক্তি মারাত্বকভাবে ষ্ট্রং ।।।
আর ব্লগে ষ্ট্রং যুক্তিও ভাতে টেকে না, কারণ এটা সামনাসামনি বিতর্ক না যে পক্ষ বা বিপক্ষ হেরে ভুত হয়ে স্মশান ঘাটে ঘুরবে !!! ব্লগে যে কেউ দুইটা চ্যালেঞ্জবানী দিয়ে চলে যেতে পারেন, কারণ কথা বলতে তো টাকা লাগে না - - - - - -- - - - - - -- -

৭| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

৮| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০২

নীল আকাশ বলেছেন: দাদা, অসাধারন। আপনার ব্লগে মাঝে মাঝেই আসি পড়তে। আজকের লেখাটা পড়ে খুব ভালো লাগলো। পুরো বই টা পড়ে দেখতে হবে............।

৯| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: আমার ভীষণ ভালো লেগেছে কাল্পনিক সংলাপ। তবে জাস্ট বিনোদন হিসাবে মুগ্ধ হলেও এ গল্প থেকে আমারমত সব জানতাদের কিছু শেখার নেই। আমি বরং শিকড়ের সন্ধানে ব্যস্ত থাকবো।

পাশাপাশি ড.Wayne Dyer কে ও আপনাকে ধন্যবাদ সুনন্দ লেখা তাকে তুলে ধরার জন্য।

শুভেচ্ছা দাদা আপনাকে।

১০| ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর উপস্থাপন। ++

১১| ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৮

এস এম ইসমাঈল বলেছেন: মজা পেলাম, চালিয়ে যান, দাদা।

১২| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫০

এক হতভাগা বলেছেন: অসাধারণ লিখা !!!! লিখাটার মর্ম বুঝার জন্য কিছু ক্ষণ নিরব থাকতে হলো ।

১৩| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৫

গেছো দাদা বলেছেন: আপনারা যারা পড়েছেন এবং মন্তব্য করেছেন তাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানালাম । আপনাদের আশীর্বাদে এই ব্লগ আজকে সর্বাধিক লাইকপ্রাপ্ত হয়েছে । সময় স্বল্পতার কারনে প্রত্যেকের মন্তব্যের উত্তর আলাদা আলাদা না দিতে পারার জন্য আমি ক্ষমাপ্রার্থী । আপনারা সবাই ভালো থাকুন নিরন্তর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.