নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

কবিতা : ইচ্ছে

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৮


ইচ্ছে ছিল চাঁদটা পেড়ে ফুল করে দিই,
আমিই নাহয় কাঁটায় ভরা বৃন্ত হব,
কিন্তু চাঁদের সমস্যাটা ভীষণ গভীর,
কেমন করে ওপর থেকে নামিয়ে নেব?

ইচ্ছে হল অন্ধকারে গুচ্ছ তারায়
লাফিয়ে বেড়াই একের থেকে আরেকটাতে
কিন্তু তারা এমন দুরে থাকল বসে,
বামন হয়ে সাধ্য কি মোর সেথায় যেতে?

ইচ্ছে তখন মেঘগুলোকেই ডাকবে ভেবে
যেই না গেছে বনপাহাড়ের গায়ের কাছে
পাহাড় তখন অমনি হেসেই লুটোপুটি,
"মেঘরা কত দূর তা বামন ভুলেই গেছে।"

ইচ্ছে তখন হতাশ হয়ে দেখল নীচে
মাটির কাছে, মাটির সাথে ফুলের মেলা,
বলল তারা, "ইচ্ছেপাগল, ঘাড়টা নামা,
মাটির সাথে খেল বসে তোর ইচ্ছেখেলা।
এই মাটিতেই ভর করে তুই আকাশ দেখিস
এই মাটিটাই শিকড় দিয়ে জল বয়ে দেয়
এই মাটিতেই জীবনশেষে লুকিয়ে পড়া,
এসব ছেড়ে মন কেন তোর ঐদিকে ধায়?"

ইচ্ছে তখন দেখল ফিরে চতুর্দিকে
ছড়িয়ে আছে দিকখোলা মাঠ এই মাটিতে
সেই মাটিকে ছুঁতেও কারো নেইকো মানা,
বামন তো কি? ছুটতে মানা নেইকো তাতে।

সেই থেকে সব ইচ্ছেগুলো জলের পাশে,
ফুলের কাছে, কিম্বা ঘাসে, ক্লান্ত সাঁঝে
টুকরো হাওয়ায় গাছের পাতার ছড়িয়ে গিয়ে
ইচ্ছেজীবন মিলিয়ে দিল মাটির মাঝে।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ দাদা।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৩

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনবদ্য।।শুভকামনা।।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৪

গেছো দাদা বলেছেন: উৎসাহ পেলাম। ধন্যবাদ।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫০

হাবিব বলেছেন: সুন্দর কবিতা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৪

গেছো দাদা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ স্যার।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৫

জাহিদ অনিক বলেছেন:
একটা দুটো ইচ্ছে আমায় ছুটি দিচ্ছে না -

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৯

গেছো দাদা বলেছেন: সেই ইচ্ছে গুলো কে একটু খোলসা করে বলুন না দাদা। আমরাও জানতে পারি তাহলে।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৮

জাহিদ অনিক বলেছেন:





একটা দুটো ইচ্ছে
সুনীল গঙ্গোপাধ্যায়
---------------------------
একটা দুটো ইচ্ছে আমায় ছুটি দিচ্ছে না
যাবার কথা ছিল আমার সাড়ে ন’টার ট্রেনে
ছিল অটুট বন্দোবস্ত, রাত-পোশাকের বোতাম
তিনটে বাতিঘর পেরুলেই সীমা-সুখের স্বর্গ
একটা দুটো ইচ্ছে আমায় ছুটি দিচ্ছে না।

খেলাচ্ছলে দেখা হলো, খেলা ভাঙলো রাতে
শরীরময় জড়িয়ে রইলো সুদূরপন্থী হাওয়া
নদীর মতো নারীর ঘ্রাণ মোহ মধুর স্মৃতি
সবই বুকের কাছাকাছি, যেমন কাছে আকাশ
একটা দুটো ইচ্ছে তবু ছুটি দিচ্ছে না।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.