নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বর সমাচার

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০০


"কখনো দেখেছ ঈশ্বরকে?? কখনো কথা বলেছ তার সাথে?? বুঝতে চেয়েছ তাকে??"
কান্নায় ভেজা কর্কশ বিকৃতস্বরে বলে উঠলেন বৃদ্ধ।
আমি তখন তীব্র ক্ষোভে তাকিয়ে ছিলাম অর্ধভুক্ত মৃত হরিণশিশুটির দিকে। ক্ষোভে, যন্ত্রণায় থুতু ফেলছিলাম। বলে যাচ্ছিলাম "ঘৃণা করি সেই বিকৃতমস্তিষ্কটিকে যে এই নৃশংসতা সৃষ্টি করেছে।"
তখন বৃদ্ধ কেঁদে উঠে চিৎকার করে বলে উঠলেন, "কখনো দেখেছ........"
আমি ঘৃণামিশ্রিত উত্তর করেছিলাম, "নাহ্ দেখার ইচ্ছাও করিনা সেই ঘৃণিত পাশব প্রবৃত্তিটিকে।"
বৃদ্ধ বললেন, "এসো আমার সাথে।"
তারপর আমাকে বনজঙ্গল ভেঙে নিয়ে গেছিলেন এক অন্ধকার গুহায়.....
তারপর বলেছিলেন, "দেখো....."
শিকার দেখে এসেছিলাম। এবার দেখলাম শিকারীকে। ঘোলাটে চোখ তুলে শ্বদন্ত বার ক‍রতে চাইল সে। কিন্তু পারল না। আমাকে দেখে উঠতে চাইল। ব‍্যর্থ হল। এককালের দুর্ধর্ষ শিকারী আজ অথর্ব। শিকারের ক্ষমতাহীন তাই মৃত‍্যুর প্রতীক্ষারত।
আমি অবাক হয়ে তাকালাম বৃদ্ধের দিকে। বৃদ্ধ জলভরা চোখে সেদিকে তাকিয়ে থেকেই বললেন, "কখনো নিজ সন্তানের মৃত‍্যু পরোয়ানা লিখেছ নিজে হাতে? আমাকে লিখতে হয় প্রতিনিয়ত, প্রতিমুহুর্তে। কখনো দন্ডাজ্ঞাপ্রাপ্ত সন্তানের জল্লাদ হয়ে দেখেছ?? আমাকে হতে হয় প্রতিদিন, প্রতিক্ষণে.... হয় শিকারের, অথবা শিকারীর। কারন..... কারন সৃষ্টির গতিকে রক্ষা করার প্রতিজ্ঞায় বদ্ধ আমি। আমাকে মুক্তি দাও... মুক্তি দাও আমায়... দেবে যুবক?? তোমায় নিজ অমরত্ব দান করব আমি"...
আমি অবাক হয়ে দেখছিলাম, ঝরঝর করে কাঁদছেন নিজের শক্তির কাছেই নিজে পরাজিত, নিজপ্রতিজ্ঞাবলেই অসহায় সর্বশক্তিমানরূপে পরিচিত ঈশ্ব‍র। তার চোখের জল মিশে যাচ্ছিল পৃথিবীর তিনভাগ জলে... গড়ে তুলছিল নদী, সাগর, মহাসাগর.... যেখানে বহু বহু কাল আগে সৃষ্টি হয়েছিল প্রথম প্রাণ। আর তখন..... তখন শিকার ও শিকারী উভয়েই মিলেমিশে মিশে যাচ্ছিল মাটিতে.... গড়ে উঠছিল মহাদেশ.... দেশ..... জনপদ............. ........... .......
......
আমি অমরত্বের অভিশাপ গ্রহণে স্বীকৃত হ‌ইনি। মুক্তি দিইনি ঈশ্বরকে।
নিজ সৃষ্টির পাপের দায় বহন করুক সে। সেটা তার প্রাপ‍্য......

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১২

জুন বলেছেন: আপনার গল্পে মন্তব্য করার জন্যই লগ হোলাম গেছো দাদা। অল্প পরিসরে অনেক বিশাল একটি বক্তব্য যা মনের ভেতর ঘা দিয়ে গেল। বড় দুর্ভাগা তুমি ইশ্বর।
+

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩০

গেছো দাদা বলেছেন: আপনাদের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ। খুব খুব ভালো থাকুন আপনারা।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: হে ঈশ্বর আমি বৃহৎ হৃদয়ের ক্ষুদ্র মানুষকে ভালোবাসতে চাই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩১

গেছো দাদা বলেছেন: আমিও । অনেক ধন্যবাদ দাদা।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৭

সুবোধ বালক বলেছেন: নিজ সৃষ্টির পাপের দায়ভার গ্রহন করুক সে। সেটা তার প্রাপ্য । অপূর্ব ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৮

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬

কানিজ রিনা বলেছেন: নিত্যতুমি হে উদাস সুখে দুঃখের অবিকাশ
হাসিছো গড়িছো তুমি পুতুলও খেলা
নিরজনে প্রভু নিরজনে খেলিছো।
হে বিশ্বলয়ে বিরাটও শিশু আনমনে
খেলিছ। (নজরুল)
তবুও ভাল লাগল ধন্যবাদ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৮

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বাপরে বাপ #:-S
কী জগন্য কবিতা(!)


পেলাইচ্চা+++++

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৭

মোহামেেদ বলেছেন: সৃষ্টির পরিপেক্ষে স্রষ্ঠার বিচার!!
অপূর্ব!!

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩০

ডাঃ আকন্দ বলেছেন: ভাই নৃশংসতার দেখেছেন কি ? বেশীরভাগ লোককে অনন্তকাল জাহান্নামে পুড়তে হবে এবং পুঁজ খেতে হবে । অতঃপর আল্লাহ আপনাকে হেদায়েত করুন , কারন মারেফাতের শুরু এখান থেকেই ।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২০

ইকবাল সরদার বলেছেন: প্রশ্নঃ সৃষ্টি কর্তা কি হত্যা করতে পারেন?
উত্তরঃ কৃষক তার ফসল দিনের বেলায় না কেটে যদি রাতের বেলায় কেটে ঘরে তোলেন তাতে কি কোন সমস্যা হবে? দিনে কাটুক
আর রাতে কাটুক , তিনি ফসলের মালিক তার ফসল নিয়ে তিনি যা ইচ্ছা হয় করুক এতে তো আর মালিকানা বদলাচ্ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.