নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : গাঁজা

০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১:২৩

দরজায় সজোরে ধাক্কা। খুলে দেখি এক মাস্ক পরা যুবক। মুখটা চেনা লাগল।
বলল, "গাঁজার দামটা নিতে এসেছি।"
.
গাঁজার দাম! আমার মাথাটা বোঁ করে ঘুরে গেল। তাকিয়ে দেখলাম আশেপাশে কেউ নেই তো? শুনতে পেলে কেলো হয়ে যাবে। এনসিবি না হয় মহারাষ্ট্রে ব্যস্ত। পুলিশের কেউ শুনতে পেলেই হয়েছে। নির্ঘাত হাজতবাস।
বললাম, "কী উল্টোপাল্টা বলছ? আর একবার বললে সোজা পুলিশে দেব। যাও, ভুল হচ্ছে তোমার।"
যুবক আরও গলা চড়িয়ে বলল, "লেহ্ কী বলে মাইরি! পুলিশে দেবে? গাঁজার টাকা চাইব না? মাল নেওয়ার সময় নেবে! টাকা দেওয়ার সময় যত ঝামেলা করবে। কঠিন সব পাব্লিক তো?"
.
রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারা চিৎকার শুনে আমাদের দিকে তাকাচ্ছে। একে এক্ষুনি থামাতে হবে নইলে সমূহ বিপদ।
আমি হুংকার দিয়ে বললাম, "আমি তোমার কাছ থেকে ওই ওটা নিয়েছিলাম? মিথ্যে বলার জায়গা পাওনি?"
ছেলেটা বলল, "আপনি নিয়েছিলেন বলেছি নাকি? বউদি নিয়েছিল।"
আরে এ বলে কী! বউ গাঁজা নিয়েছে!
চেঁচামেচি শুনে বউ বেরিয়ে এসেছে। যুবকের দিকে তাকিয়ে হেসে বলল, "ও তুমি এসেছ?"
যুবক বলল, "ওহ্ দেখুন তো বউদি, দাদা কী কিচাইন করছে! গাঁজার টাকা চাইছি বলে বলছে আমায় পুলিশে দেবে।"
বউ অবাক হয়ে আমাকে বলল, "তোমার মাথাটা কী গেছে? আরে কাল আমার কাছে খুচরো টাকা ছিল না, পাঁচশো টাকার নোট দেখে ও বলল, এত ফেরত দিতে পারব না। নিয়ে যান আপনাদের বাড়ি চিনি, গিয়ে টাকা নিয়ে আসব। আর তুমি ওকে পুলিশে দেবে বলছ? যাও ষাট টাকা ওকে দিয়ে দাও এক্ষুনি।"
আমি গলা চড়িয়ে বললাম, "তুমি নিয়ে এসেছিলে? তুমি?"
বউ বলল, "হ্যাঁ আমিই তো বাজার থেকে ফুল নিয়ে আসি। কাল গাঁদা ফুল নিয়ে এসেছিলাম। এতো অবাক হচ্ছ কেন?"
.
গাঁদা! হে ভগবান!
মাস্ক পরে কথা বললে কথা ভাল বোঝা যায় না। তার ওপর মিডিয়ার প্রভাব তো আছেই। গাঁদাকে এতক্ষণ গাঁজা শুনেছি।
ওহ্ ঘাম দিয়ে জ্বর ছাড়ল!

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১:৪৩

মা.হাসান বলেছেন: বড় বড় অভিনেতা-অভিনেত্রিরা নাকি ক্রেডিট কার্ড দিয়ে গাঁজা কেনেন, এই জন্য পুলিশ নাকি ক্রেডিট কার্ড জব্দ করেছে। ভারত-বাংলাদেশে দু দেশেই গাঁজার বড় কাস্টোমার পুলিশই হবার কথা। লোকে আপনাকে ভুল বুঝবে এমন ভেবে আপনি মোটেই দুশ্চিন্তা করবেন না।

০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১১:২৮

গেছো দাদা বলেছেন: ক্রেডিট কার্ড দিয়ে গাঁজা ?

২| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ২:৪১

রাজীব নুর বলেছেন: আসলেই মাস্ক পড়ে কথা বললে সমস্যা হয় বুঝতে।

০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১১:২৯

গেছো দাদা বলেছেন: একদম ঠিক ।

৩| ০৯ ই অক্টোবর, ২০২০ ভোর ৫:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পুলিশ এই সব দেশে আপদের নাম।
পৃথিবীর অনেক উন্নত দেশে গাজা বৈধ করা হয়েছে।
সুতরাং আর ভাবনা নেই।

০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫৭

গেছো দাদা বলেছেন: //পৃথিবীর অনেক উন্নত দেশে গাজা বৈধ করা হয়েছে।// দাদা দেশগুলোর একটা লিস্ট দিন। থাকুম না আর এই পোড়া দেশে !!

৪| ০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:০১

ক্ষুদ্র খাদেম বলেছেন: B-) ;)

১০ ই অক্টোবর, ২০২০ রাত ১২:১৬

গেছো দাদা বলেছেন: হা হা হা B-) ;) B-) ;) B-) ;) B-) ;) B-) ;) B-) ;)

৫| ০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: বউদির গাঁদা ফুল দেখে নিশ্চিত হয়ে নিয়েন। ঘটনা অন্য কিছুও হতে পারে। তবে গাঁজা অনেক রথি মহারথীরা টানে তাই গাঁজা হলেও সমস্যা নাই।

১০ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৪৭

গেছো দাদা বলেছেন: হুমম

৬| ০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৪

শেরজা তপন বলেছেন: বাঃ দাদা দারুন গাঁদাখুরি গল্প!!

১০ ই অক্টোবর, ২০২০ রাত ১:৩৮

গেছো দাদা বলেছেন: গাঁদাখুরি ..... হা হা হা ।

৭| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৩১

মা.হাসান বলেছেন: ক্রেডিট কার্ড দিয়ে গাঁজা ?
বাল থ্যাকারের বোম্বের পুলিশ তো এই গল্পই বলছে

১০ ই অক্টোবর, ২০২০ রাত ২:৪০

গেছো দাদা বলেছেন: পুলিশ না ফুলিশ !!

৮| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ১:৪২

নেওয়াজ আলি বলেছেন: আহ সুখ

১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩৭

গেছো দাদা বলেছেন: সুখী হওয়ার জন্য অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.