নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য: মহিলা ভূগোল

২৭ শে মে, ২০২২ রাত ১২:৪৭

১৮ থেকে ২২ পর্যন্ত মহিলারা আফ্রিকার মত।
অর্ধ আবিষ্কৃত, অর্ধ বন্য, উর্বর এবং প্রকৃতিদত্ত সৌন্দর্যে সমৃদ্ধ।
২৩ থেকে ৩০ পর্যন্ত মহিলারা ইউরোপের মত। পূর্ণ গঠিত, সম্পর্ক স্থাপনে উৎসাহিত, বিশেষত সেই সম্পর্ক যদি লাভজনক হয়।
৩১ থেকে ৩৫ পর্যন্ত পর্যন্ত মহিলারা স্পেনের মত। very hot, সন্তুষ্ট এবং নিজের সৌন্দর্য্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন।
৩৬ থেকে ৪০ পর্যন্ত মহিলারা গ্রিসের মত। ধীরে ধীরে যৌবন যাচ্ছে, কিন্তু এখনও উষ্ণ এবং ভ্রমণের জন্য আকর্ষণীয় স্থান।
৪০ থেকে ৫০ পর্যন্ত মহিলারা গ্রেট ব্রিটেনের মত।গৌরব এবং বিজয়ে অতীত পূর্ণ।
৫০ থেকে ৬০ পর্যন্ত মহিলারা ইসরাইলের মত। অতীতে অনেক যুদ্ধ সংগ্রামে লিপ্ত। কিন্তু এখন আর সেই ভুল করতে চান না। এখন শুধুই নিজের সমৃদ্ধি অর্জনে মনোযোগী।
৬১ থেকে ৭০ পর্যন্ত মহিলারা কানাডার মত। নিজের অভিজ্ঞতায় আস্থাশীল, কিন্তু নতুন চিন্তা ধারণা গ্রহণে মন মুক্ত।
৭০ এর পর মহিলারা তিব্বতের মত। প্রকৃতিদত্ত প্রাগৈতিহাসিক সৌন্দর্য। প্রজ্ঞাময়,রহস্যময় অতীত। আধ্যাত্মিক জ্ঞানের জন্য তৃষ্ণার্ত।
.
পুরুষদের_ভূগোল ::
৮ থেকে ৮০ পর্যন্ত পুরুষদের জীবন কলম্বাসের মত। শুধু নতুন নতুন দেশ আবিষ্কার করতে চায় !
.
[কঠোরভাবে সংগৃহীত]

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২২ রাত ১:০৫

সোনাগাজী বলেছেন:



আপনার কাছে রম্য বলে মনে হয়েছে? আপনি ফ্রি পেয়ে অপ্রয়োজনীয় জিনিষ সংগ্রহ করেছেন।

২৭ শে মে, ২০২২ রাত ১:১৬

গেছো দাদা বলেছেন: আপনার মন্তব্যটাই আমার কাছে অপ্রয়োজনীয়।

২| ২৭ শে মে, ২০২২ রাত ১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: সম্ভতো ফেসবুকে দেখেছিলাম

২৭ শে মে, ২০২২ রাত ১:১৪

গেছো দাদা বলেছেন: আমিও ফেসবুকেই পেয়েছি।

৩| ২৭ শে মে, ২০২২ রাত ১:৪৫

শূন্য সারমর্ম বলেছেন:


যিনি লিখেছেন, উনার বয়স কত হতে পারে?

২৭ শে মে, ২০২২ রাত ১:৫৭

গেছো দাদা বলেছেন: উনার বয়সের কোন গাছপাথর নেই। হা হা হা ।

৪| ২৭ শে মে, ২০২২ রাত ১:৪৮

রাজীব নুর বলেছেন: হাসি পেলো না।

২৭ শে মে, ২০২২ রাত ১:৫৫

গেছো দাদা বলেছেন: সব রম্যই সবাইকে হাসায় না দাদা , কাউকে কাউকে ভাবায়ও।

৫| ২৭ শে মে, ২০২২ সকাল ৯:৫৬

শেরজা তপন বলেছেন: যেহেতু সংগৃহীত সেখানে আপনার দায় বা কৃতিত্ত্ব নেই।
কিছু অংশ ভাল লেগেছে। মুল লেখক বুদ্ধিমান।

৬| ২৭ শে মে, ২০২২ সকাল ১০:৫৫

ইমরোজ৭৫ বলেছেন: Very Good

৭| ২৭ শে মে, ২০২২ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সব রম্যই সবাইকে হাসায় না দাদা , কাউকে কাউকে ভাবায়ও।
রম্য মানুষকে ভাবায়!!!!
আমার ধারনা ছিলো হাসায়। যাইহোক, জানি সব কিছু বদলে যায়। এটাই অলিখিত নিয়ম।

৮| ২৭ শে মে, ২০২২ বিকাল ৫:৫৯

মাস্টারদা বলেছেন: কঠোরভাবে না হলেও মজা পেলাম।
আচ্ছা আঠারোর আগেরটুকু কী আন্ডারএজ? ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.