নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : বাংলাদেশি নাটক !

০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৪০


মাঝে একদিন একটু ইচ্ছে করে কয়েকটা বাংলাদেশি নাটক দেখে ফেলেছিলাম ফেসবুকে। তারপর থেকে ফেসবুকে ভিডিও খুললেই বাংলাদেশি নাটকের বন্যা। এমনিতে বাংলাদেশি নাটকে খারাপ কিছু নেই। আমাদের ভারতের বাংলা সিরিয়ালের থেকে ভালো, প্লাস নায়িকারাও বেশ দেখতে সুন্দরী। কিন্তু নাটক দেখতে গিয়ে আরও কয়েকটা জিনিষ খেয়াল করলাম।

প্রথমত বাংলাদেশি নাটকে নায়ক এবং নায়িকারা বিশেষত নায়িকারা অদ্ভুত আমেরিকান উচ্চারনে বাংলা বলেন আর প্রতি বাক্যে অন্তত পাঁচটা ইংরাজী শব্দ ব্যবহার করেন। তারা প্রায় কেউই স্থানীয় ডায়ালেক্টে কথা বলেননা (অবশ্য বললে আমি বুঝতেও পারতামনা আর্ধেক কথা)। অথচ আমি শুনেছিলাম বাঙালির সংস্কৃতি নাকি বাংলাদেশেই রক্ষিত হচ্ছে !!

দ্বিতীয়ত, নাটকের নায়করা দামী দামী জুতো পরেন কিন্তু জুতোর নিচে মোজা পরেননা !!

তৃতীয়ত, নাটকে প্রেমিক এবং প্রেমিকা উভয়েই প্রায়ই একে অপরকে মনে করিয়ে দেন জীবনে সৎ পথে থাকতে হলে, সুখী থাকতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া খুবই জরুরী !!

চতুর্থ বিষয় হচ্ছে, নাটকে নায়িকারা খুবই মর্ডাণ ড্রেস পরে ঘোরেন, এমনকি তাদের বান্ধবীরাও। কিন্তু রাস্তাঘাটে প্রচুর বোরখাধারীরা ঘুরে বেড়ায় !!

পঞ্চমত কোন নায়ক বা নায়িকার কোন হিন্দু বা অন্য ধর্মাবলম্বী বন্ধু দেখা যায়না। অথচ বাংলাদেশে তারাও আছে বলেই জানি !!

আপাতত ফেসবুকের কল্যাণে এই পাঁচটিই জ্ঞান অর্জন করেছি। বাকি ফেসবুক যেভাবে নাটকের বন্যা বওয়াচ্ছে তাতে অচিরেই আরও কিছু জ্ঞান অর্জন করে আপনাদের সাথে সেগুলি ভাগ করে নিতে পারব বলেই আশা করি !!

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা এতদিন পরে এইটা কি লিখলেন!
আপনাদের দেশে নায়করা কী জুতার নীচে মোজা পরে?
আমাদের দেশের নায়করা কখনোই জুতার নীচে মোজা পরেনা!
ফকিন্নীর পোলারাও জুতার ভিতরে মোজা পরে।

০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৯

গেছো দাদা বলেছেন: হাহাহা। জুতার নিচে মোজা।ওটা মজা করে লেখা।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:


বাঙালী নাটক দেখলে মনে হয়, উনারা জাতে উঠতে চায়।

০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১০

গেছো দাদা বলেছেন: কোন জাত ?

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৫৩

কামাল৮০ বলেছেন: নাটকে হিন্দু থাকা হারাম।

০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১১

গেছো দাদা বলেছেন: কত নম্বর আয়াত ? দলিল দ্যান । হা হা হা ।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:৪৩

ইমরোজ৭৫ বলেছেন: ভারতের নটাকের গল্পে অতিরঞ্জিত করে ফেলে৷

০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩২

গেছো দাদা বলেছেন: একদম ঠিক বলেছেন।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:২৯

নিরীক্ষক৩২৭ বলেছেন: এসব খুবই নিম্নমানের নাটক, সস্তা ভিউ থেকে ইনকামের জন্য বানায়। ভালো কিছু দেখতে চাইলে পুরান আমলের নাটক দেখেন বা স্ট্রিমিং সার্ভিসগুলো দেখতে পারেন।

০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৪

গেছো দাদা বলেছেন: না না। কিছু নাটক আমার ভালো লেগেছে। বিশেষ করে অপূর্বর কয়েকটি নাটক।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০১

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: প্রথমতঃ ঐ বাংলিশটাও একটা ডায়ালেক্ট। আজকালকার লোকজন অনেক প্রিটেনশাস। প্রিটেনশাসের বাংলা কি? আমিও কি প্রিটেনশাস হয়ে যাচ্ছি বাংলিশ বলে? সেলফ ইটিং স্নেইক। ওহ নো!
দ্বিতীয়তঃ টাকা বেশী অনেকের, জুতা দীর্ঘদিন ব্যাবহারের জন্য মোজা পরে জুতাটা টেইক কেয়ার করার প্রয়োজনীয়তা বোধ করে না। ঘামটাম লেগে জুতার ভিতর নষ্ট হলেও সমস্যা নাই, ধুয়ে দিলেই হয়ে যায়। আর কিছুদিন পরে নতুন জুতা কিনবে নতুন মডেলের। আর মোজা পরা অনেক ঝামেলা, টাইম লাগে, পায়ে লাগিয়ে টেনে তুলতে হয়, ডাইরেক্ট জুতা পরা ভেজাল কম।
তৃতীয়তঃ এগুলা রিয়েল লাইফেও করে প্রেমিক প্রেমিকারা। শুধু নামাজ না, মেয়েরা তাদের বয়ফ্রেন্ডদের গোসল করার জন্য হুমকি ধামকিও দেয়। আপনি জানেন না ইয়াং ছেলেরা কত নোংরা।
চতুর্থতঃ সবগুলা বোরকাওয়ালি এক একটা খেমটা নর্তকী। রাস্তায় বোরকা পরে ঘুরে, ঘরে এসে বয়ফ্রেন্ডকে ব্রা খুলে দুদু দেখায়। সবগুলা অশ্লীল। প্রতিটা ছুকরিই মর্ডান ড্রেস পরে, আকাজ কুকাজ ঢাকার জন্য বোরকা ইউজ করে।
পঞ্চমতঃ ভারতে ভালো সাজার জন্য জোরপূর্বক গলা দিয়ে ঠেসে ঠেসে মুসলিম ক্যারেক্টার ঢোকানো হয় যাতে ইনক্লুসিভ একটা ভাইব ক্রিয়েট করা যায়। বোঝাই যায় দগদগে নোংরা সাম্প্রদায়িক বৈষম্য ঢাকার জন্য এই ফোর্স ফীডিং অব ইনক্লুসিভিটি ইউজ করা হয়। বাংলাদেশে বোরকাওয়ালীগুলি হল সবচেয়ে বড় মাগী। আমাদের নিজেদের ধর্মেরই ঠিক নাই, হুদাই হিন্দুদের নিয়া চিন্তার টাইম নাই। আগে নিজেরা ভালো মুসলমান হইয়া নিই।

০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৬

গেছো দাদা বলেছেন: হা হা হা । ভালো লিখেছেন। ধন্যবাদ।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলিশ বলাটা একটা বড় সমস্যা। বাঙ্গালী সংস্কৃতি রক্ষার চেষ্টা দুই বাংলাতেই আছে। কিন্তু দুই দেশেই এই চেষ্টা হুমকির মধ্যে আছে। আমাদের দেশের নাটক, সিনেমা হুমকির মধ্যে আছে। তবে আপনাদের টিভি সিরিয়ালগুলি ভয়ংকর।

মোজা না পড়াটা একটা ফ্যাশন এখানে। :)

নামাজ পড়তে বলার মধ্যে কোন সমস্যা দেখি না। ধর্ম জীবনের একটা অংশ। আপনি হয়তো বলতে পারেন পুজার কথা বা চার্চে যাওয়ার কথা কেন আসে না। এখানে মুসলমান বেশী তাই কাহিনীগুলিতে ইসলামি প্রথাগুলি বেশী আসে।

একটা দেশে বহু ধরণের মন মানসিকতার লোক বাস করে। এই দেশে অনেক মেয়ে জিন্স পড়ে আবার অনেকে হিজাব, বোরকা পড়ে। রাস্তায় আপনি দুই ধরণের পোশাকের মেয়েই দেখবেন। বোরকা পড়ে গোপনে প্রেম করে এরকম মেয়ে এই দেশে অনেক আছে। কিন্তু নাটকে এগুলি দেখালে হয়ত বিরূপ প্রতিক্রিয়া হবে তাই দেখানো হয় না। এই দেশে যারা নাটকগুলি বানায় তারা ধর্মের ব্যাপারে বেশী সিরিয়াস না। তবে ব্যতিক্রম থাকতে পারে। তাদের কল্পনায় প্রেমের ক্ষেত্রে বোরকাওয়ালী মেয়ে আসে না।

এইসব নাটকে ধর্ম আসে না বললেই চলে। তাই কাহিনীতে ইসলাম, হিন্দু বা অন্য ধর্ম প্রকাশ পাওয়ার দরকার পড়ে না। তবে যেহেতু বড় অংশ মুসলমান তাই অনেক ক্ষেত্রে নামাজ, রোজা ইত্যাদি চলে আসে। এটার মানে না যে এই দেশে অন্য ধর্মের মানুষ নাই। ভারতের সিরিয়ালগুলিতেও বাসায় পুজার ঘর বা দৃশ্য আসে। এটাই ভারতের জন্য স্বাভাবিক। এটার মধ্যে কোন সাম্প্রদায়িকতা দেখি না। আমরা যখন হিন্দি সিনেমা দেখি তখন মুসলমানদের কাহিনী আশা করি না। কারণ আমরা জানি ভারতে মুসলমানের হার অনেক কম। যে কোন দেশের শিল্পকর্ম, সাহিত্য, নাটক, সিনেমা উপভোগ করতে হলে ঐ দেশের প্রেক্ষাপট মাথায় রেখে চিন্তা করতে হবে। এটাকে শিল্প হিসাবে দেখতে হবে। এটার মধ্যে ধর্ম খুঁজতে যাওয়া বোকামি। বেশী ধার্মিক হলে তার উচিত এই ধরণের জিনিস থেকে দূরে থাকা।
আপনার লেখাটা কোন ধরণের রম্য এটা আমার মাথায় ঢুকছে না। এটাকে রম্য না বরং ব্যঙ্গ মনে হচ্ছে।

০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৪

গেছো দাদা বলেছেন: রম্য সবসময় মিষ্টি হবে কেন ? এটা একটু স্যাটায়ার ধর্মী।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৫

অপ্‌সরা বলেছেন: ভাইয়া!

বাংলাদেশের নাটক এবং বিজ্ঞাপনগুলো দেখে আমি মুগ্ধ হয়ে যাই। যত রকম গল্প ততরকমই বৈচিত্রতা। সাজুগুজু অবশ্য তেমন থাকে না। গল্পের সাথে মানানসই।

তবে ইন্ডিয়ান সিরিয়ালগুলোর মেয়েদের দেখেও আমি মুগ্ধ হই। একই গল্প। সংসারের কুটনামী আর ঝগড়াঝাটি আর একের সংসার আরেক ভাঙ্গাভাঙ্গি। কিন্তু সাজুগুজুতে সবাই সমান।

সেই সাূগুজুটুকুই আমার পসন্দ! আই লাইক ইট। ইশ যদি রান্নাঘরেও ঘেমেঘুমেও রাঁধুনী ওমন রান্না করতো। কাপড় কাঁচা কাঁচুনীও ওমন সাজুগুজু হত। কত ভালোই না লাগতো।

তবে শুধু ওদের মত শয়তানীগুলি না করলেই বাঁচি। আমাদের বাসার সুফিয়া আসমাদের অনেক পছন্দ ওসব সিরিয়াল নাটক। দেখে দেখে চোখের জলে ভাসে।

আর আমার পছন্দ ওদের সাজুগুজু কাতান বেনারসী। :) তবে আমি দেখিনা মাঝে মধ্যে চোখে পড়ে আর কি। :)

০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৪

গেছো দাদা বলেছেন: হ হ । সাজুগুজুু টাই জীবনের সবকিছু। হা হা হা ।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: "রম্য" দেখে এলাম। আমি হতাশ!

০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৫

গেছো দাদা বলেছেন: আমিও হতাশ ।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৯

পোড়া বেগুন বলেছেন:
দাদা আপনি কয়টি বাংলাদেশী নাটক দেখে আপনার এই তথা কথিত রম্য লিখলেন?
আরো নাটক দেখুন আপনার দিগন্ত প্রসারিত হবে। তখন হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, গারো সবাইকে দেখতে পাবেন। কুয়োর ব্যাঙ সমুদ্রের ধারণা কি করে পাবে!

@ বারামদী! আপনি কি মোদীর আত্মীয়-স্বজন? এত সাম্প্রদায়িকতার বীজ কেন বপন করছেন? কয়জন বাংগালী নারীকে চিনেন? বাংগালী নারীদের কখনো নেতিবাঁচক চরিত্রে দেখবেন না নাটকে। ব্যক্তিগত জীবনে কে কি করে তা নাটকের উপজীব্য নয়।

০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৪

গেছো দাদা বলেছেন: দাদা আপনি কয়টি বাংলাদেশী নাটক দেখে আপনার এই তথা কথিত রম্য লিখলেন?
আরো নাটক দেখুন আপনার দিগন্ত প্রসারিত হবে। তখন হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, গারো সবাইকে দেখতে পাবেন। কুয়োর ব্যাঙ সমুদ্রের ধারণা কি করে পাবে!

লাস্ট লাইনে এটাই তো বলতে চেয়েছি।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: এখন অনেক ভালো নাটকও হয়।

০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৬

গেছো দাদা বলেছেন: কয়েকটা ভালো নাটকের লিস্ট দিন। আমি দেখবো।

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৫

শেরজা তপন বলেছেন: আপনি দু'য়েকটা নাটকের নাম যদি দিতেন তাহলে আমরাও আপনার মত যত কিঞ্চিৎ জ্ঞান অর্জন করতে পারতাম দাদা
ওইসব ফেসবুকীয় নাটক না দেখে চরকি/ ফর্কিতে একটু ঘুরে আসুন

০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৮

গেছো দাদা বলেছেন: ওই যে আপনাদের অপূর্ব তিশা করিম চঞ্চল এদের নাটক দেখলাম। পরে সময় পেলে আরো দেখার ইচ্ছে আছে।

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৪

ককচক বলেছেন: ফেইসবুকের পাব্লিক যা খায়, ফেইসবুকে তাই দেওয়া হয়। ভালো ভালো নাটকও বাংলাদেশে হচ্ছে, তবে তুলনা করলে আজাইরা সস্তা গল্পের নাটক বেশি হচ্ছে

০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২০

গেছো দাদা বলেছেন: এটা ঠিক কথা যে ভারতের বাংলা সিরিয়াল থেকে আপনাদের নাটকের মান ভালো।

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দাদা নিচের লিংকে ক্লিক কর ওই নাটকগুলো দেখুন সময় করে।
বাংলা দেশের সেরা কয়েকটি নাটক
বাংলাদেশের নাটক সম্পর্কে আপনার ধারণা পালটে যাবে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৪

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ দাদা। সময় পেলে দেখব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.