নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : হুজ্জুত এ বঙাল !! =p~

০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩০

সেদিন এক সাহেবকে বেঙ্গল নিয়ে তার confusion দূর করতে গিয়ে তাকে যা ভারি বিপদে ফেলেছিলাম, সে আর কী বলব । বেচারি ভীষণ ঝামেলায় পড়েছিল।

কিছুই না...সাহেব জিজ্ঞেস করলেন,
"So...you are from the State of West Bengal? Then I believe there is an East Bengal as well?"

আমি বললাম, "Not there is...
There was once a region called East Bengal & it is now an Independent nation called Bangladesh."

সাহেব একটু মাথা চুলকালেন !
বুঝলাম, তিনি এই ভৌগলিক ব্যবস্থাপনা ধরতে পারলেন না। ইতিহাসটাও তো বোধহয় জানা নেই, ও বেচারি কী করবে ?
তাও আমাকে জিজ্ঞাসা করলেন, " Ok, that's fine, but along with East & West do you have North & South too?"

আমি বললাম, "Yes of course. There is a North Bengal & South Bengal as well."

"And what are they?", সাহেব জানতে চাইলেন, "Country or State?"

" Neither of the two" আমি বললাম,
" They are the combination of few districts of two regions in West Bengal, one in North & one in South"

সাহেবের চোখগুলো মোটামুটি মাঝারি সাইজের রাজভোগের আকার ধারণ করল ।

নিজের মনে বিড়বিড় করতে লাগলেন,
'East Bengal is a nation...
West Bengal a state in India...
North & South Bengal are two regions of West Bengal... Strange...",
তারপর আমার দিকে তাকিয়ে বললেন, "Is that all, or you still have more..."

বললাম," There is one more... Biswa Bangla"

"Now whats that"...

'It means Global Bengal, it is a concept. It speaks about the Bengal which is spread all over the world...

এটা শুনেই সম্ভবত, সাহেবের হঠাৎ শরীর খারাপ করে উঠল,ঘামতে শুরু করলেন। হৈহৈ পড়ে গেল। ডাক্তার ছুটে এল। প্রেসার চেক করল। বুক পিঠ স্টেথো দিয়ে পরীক্ষা করল। ওষুধ দিল।

হুমমম... তাও তো বাংলার 6th dimension এর কথা বলাই হয়নি।
খাঁটি বাংলা...৫০০ মিলি বোতল, ৩৫ টাকা... সঙ্গে লিমকা। =p~ =p~ =p~

(বহু পুরোনো লেখা।)

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৩৩

সোনাগাজী বলেছেন:



আপনাকে বুঝা হয়ে গেছে, এখন চিনির প্রলেপ দিয়ে লাভ নেই; বিজেপি'র সম্পর্কে সবার ধারণা আছে।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৪১

গেছো দাদা বলেছেন: রম্য টা পড়ে তোর কেমন লাগলো ?

২| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৩৫

কামাল১৮ বলেছেন: আসলে বাংলাদেশ না হয়ে পূর্ব বাংলা হলে ভালো হতো।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৪৩

গেছো দাদা বলেছেন: বাংলাভাগ না হলেই সবথেকে ভালো হতো। ধন্যবাদ দাদা।

৩| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৪৮

সোনাগাজী বলেছেন:



লেখক বলেছেন: বাংলাভাগ না হলেই সবথেকে ভালো হতো। ধন্যবাদ দাদা।

-পুর্ব বাংলার মানুষ কলকাতায় মাড়োয়ারীদের দোকানে কাজ করতো না, সেটার জন্য আপনারা আছেন।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৪

গেছো দাদা বলেছেন: ১ম রিপলাই এর উততর দিলি না কেন ?

৪| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১:০৭

সোনাগাজী বলেছেন:



লেখক বলেছেন: ১ম রিপলাই এর উততর দিলি না কেন ?

-বিজেপি'তে যোগদানের পর, দাদাদের চেহারে ও ভাষা বদলে গেছে; এটাই ঘটার কথা ছিলো!

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১:২৭

গেছো দাদা বলেছেন: =p~ =p~ =p~

৫| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: আমি কিছু মন্তব্য করবো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.