নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ কি চলমান দুর্ভিক্ষের মধ্যে রয়েছে ?

১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:১৩

বাসা থেকে অফিস যাই বাসে। সকালে বাসা থেকে বের হয়ে নিকটবর্তী বাসস্ট্যান্ডে যেতে সর্বনিম্ন রিকশা ভাড়া লাগে ২০ টাকা। নতুনভাবে ভাড়া বাড়ার পর এখন অফিস যেতে বাস ভাড়া লাগে ৪০ টাকা। অফিসের নিকটবর্তী বাসস্ট্যান্ড থেকে অফিস পর্যন্ত রিকশাভাড়া লাগে নূন্যতম ২০ টাকা। অর্থাৎ অফিস যাওয়ার মোট খরচ ৮০ টাকা। এরপর অফিস থেকে বাসায় ফিরে আসতে ভাড়া লাগে আরও ৮০ টাকা।

অর্থাৎ জমিদারি না করে কেবল পাবলিক ট্রান্সপোর্টে অফিসে আসতে-যেতে আমার মোট খরচ হচ্ছে ১৬০ টাকা। সাপ্তাহে ছয় দিনে এই খরচ হচ্ছে ৯৬০ টাকা। চার সাপ্তাহে এক মাস হলে এই খরচ এসে দাঁড়াচ্ছে ৪০০০ টাকায়। যদি কোন বিপদ-আপদ হয়, যদি কখনো তাড়া থাকে তখন মোটরবাইকে আসা-যাওয়া করতে হয় সবাইকেই, এছাড়া অফডের দিন তো কোথাও না কোথাও যেতেই হচ্ছে। অর্থাৎ শুধু পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে আমার মাসিক যাতায়ত খরচ প্রায় ৬০০০ টাকা!

ঢাকা শহরের অধিকাংশ মানুষের যাতায়ত খরচ এরকমই। যার বেতন ৩০ হাজার টাকা তার বেতনের ২০% খরচ হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে। যার বেতন ২০ হাজার টাকা তার ৩০% আর যার বেতন ১৫ হাজার টাকা তার আয়ের ৪০% খরচ হচ্ছে রাস্তায়!

জাতিসংঘের ডেফিনেশন অনুসারে সুন্দর শার্ট গায়ে দিয়ে আর ফেসবুকে চেক-ইন দেয়া আমরা ঢাকা শহরের লোকেরা 'আরবান পোভার্টি', 'সিচুয়েশনাল পোভার্টি' আর 'রেলিটিভ পোভার্টি'-এর অধিকাংশ শর্ত ফুলফিল করি।

কবিতা, সাহিত্য আর দর্শন কপচানো আমরা সবাই আসলে দরিদ্র। নূন্যতম একটা মেডিক্যাল ইমারজেন্সি আসলে আমরা কলাপ্স করি। দেশের ভেতরে একটা চাপা দেয়া দুর্ভিক্ষ চলমান আছে। শহরের অধিকাংশ মানুষ শিক্ষিত হয়ে যাওয়ায় তারা হাউকাউ করে না। আমাদের মায়েরা আমাদের শিখিয়েছেন সরিষার তেল দিয়ে আলু ভর্তা খুব মজার একটা জিনিস।

এই পোশাকি 'মধ্যবিত্ত' তকমা ধরে রাখার ঐকান্তিক প্রচেষ্টা আর আমাদের 'স্যুডো শিক্ষিত ভাব' ধরের রাখার ঐতিহাসিক আকাঙ্ক্ষার কারণেই আমাদের ওপর এইসব অনাচার সহজে চাপানো যায়। বহু রিকশাওয়ালা, জেলে, কারপেন্টার এমনকি অনেকক্ষেত্রে একজন ভিক্ষুকের চাইতে আপনার-আমার আয় কোন ভাবেই বেশি না (ব্যতিক্রম অবশ্যই আছে)। বরং তার নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ আপনার আমার চেয়ে বেশি।

আর আপনি-আমি-আমরা তাদের মুক্ত করার চিন্তায় গভীরভাবে নিমগ্ন।

অন্যের আগে নিজেদের মুক্ত করার চিন্তা করতে না পারলে আসলে কিছুই পরিবর্তন হবে না। হয় নাই কখনো!

আগে স্বীকার করেন আপনি দরিদ্র। খুব শিগগিরই হবেন অতি-দরিদ্র। আগে স্বীকার করেন দেশে দুর্ভিক্ষ চলছে। স্বীকার করেন আপনার নিজের, নিজের মায়ের, নিজের সন্তানের পর্যাপ্ত পুষ্টির সংস্থান করার মত আয় আপনি করতে পারেন না। স্বীকার করেন আপনার জীবনের নিরাপত্তা নাই। স্বীকার করেন আপনার মধ্যবিত্ত তকমাটা কেবল একটা তকমাই। স্বীকার করেন ইলেক্ট্রিকের প্রিপেইড মিটারে বিকাশে মাসে দেড় হাজার টাকা ভরতে গিয়ে আপনার ফাটে। স্বীকার করেন খোলা আটার দাম কেজিতে পাঁচ টাকা বাড়লে আপনার পাতে রুটি কমে। চালের দাম বাড়লে আপনার চালের মান কমে, ক্রমশ মোটা হয়।

মায়ের ওষুধ কেনার সময় এখন আর আপনি পুরা পাতা কিনতে পারেন না। আপনার কলিজার ওপর দিয়ে কাঁচি চলার মত কইরা স্ট্রিপটা কাটা পড়ে। স্বীকার করেন আজকে আপনার বাপ মারা গেলে বাড়িতে লাশটা এম্ব্যুলেন্সে করে নিয়ে যাওয়ার মুরোদ আপনার নাই। স্বীকার করেন। স্বীকার করেন।

তারপর আলাপের শুরুটা শুরু হবে...
( আমার বন্ধু আরিফ রহমান এর লেখা।)

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:১০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: করোনার সময় আরও করুণ পরিস্থিতি ছিল, তাও দুর্ভিক্ষ হয়ে যায়নি।

১০ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

গেছো দাদা বলেছেন: করোনার সময় সব দেশেই অবশ্য করুণ পরিস্থিতি ছিল।

২| ১০ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪২

অহরহ বলেছেন: দুর্ভিক্ষ বলা যায় না,, তবে কম আয়ের মানুষ ভালো নেই।

১০ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

গেছো দাদা বলেছেন: সব দেশেই কম আয়ের মানুষ ভালো নেই।

৩| ১০ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:১৮

শেরজা তপন বলেছেন: এই নিয়ে আপনার টেনশন না করলেও চলবে দাদা - আমাগো টেনশন আমাগোরে করবার দ্যান।
আপনাদের দেশ তড়তড় করে উন্নয়নের সিড়ি উপ্রে উঠেই যাছে সেইটা চেয়ে চেয়ে দেখেন আর তালি বাজান।

১০ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৭

গেছো দাদা বলেছেন: এগুলো হিংসার কথা।
আপনারা খাারাপ থাকলে আমাদের মোটেই ভালো লাগবে না।

৪| ১০ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩৩

শিশির খান ১৪ বলেছেন: লক্ষ করে দেখবেন ঢাকার রাস্তায় ইদানিং ফকিরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ঢাকায় এখন মেয়েরা স্কুটি চালায় আপনার বন্ধু রিকশা বাস রিকশা তে কইরা অফিস গেলে তো খরচ অনেক হবে এটাই স্বাভাবিক। উনাকে কিস্তিতে হোন্ডা কিনতে বলেন লিটারে ৪০ কিলো যায় এতে করে খরচ কিসুটা সাশ্রয় হবে যদি হোন্ডা চালাইতে ভয় পায় তে হইলে তাকে সাইকেল কিনতে বলেন। ভাইজান ২০২৪ সাল এর অর্থনৈতিক পরিস্থিতি আরো কঠিন হবে যেভাবে পারেন টাকা বাচান খরচের লাগাম টানেন।

১০ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

গেছো দাদা বলেছেন: ঢাকায় স্কুটির এখন কত দাম ?

৫| ১০ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৩

আমি সাজিদ বলেছেন: প্রতিটা কথা সত্য।

১০ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১২

গেছো দাদা বলেছেন: এগুলো ভাবলে সত্যিই কষ্ট হয়।

৬| ১০ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৯

ঢাবিয়ান বলেছেন: আরিফুর রহমান দেশের প্রকৃত অবস্থা তুলে ধরেছেন। যারা কোনমতে এক আধবেলা খেয়ে পড়ে আছে , তারা কেউ ব্লগে বা ফেসবুকে নাই , তাদের সেই সময়ও নাই।

১০ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

গেছো দাদা বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।

৭| ১০ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৭

ফেনা বলেছেন: ভাল এবং যথার্থই বলেছেন।

১০ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

গেছো দাদা বলেছেন: সঠিক মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ১০ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৩

বাউন্ডেলে বলেছেন: ভিক্ষুক বৃদ্ধি পেয়েছে, সত্যি। আজ মাংস নিতে গিয়ে ভির ঠেলে আধা কেজী কলিজি নিতে পেরেছি।পুরো শহরে ১০০ শ' রও বেশী দোকান । সব গুলোতেই উপচে পড়া ভীর। মাইকিং করে ৪টা বিশালাকার মহিষ কাটার পরও নিমিষেই শেষ। চালের বাজারে ভীর নেই- মোটেও । মানুষ কি তবে ভাত ছেেড়ে গোশত খাচ্ছে। সৈয়দপুর শহরটা আমেরিকায়। যাদের বিলাসী জীবনে আসক্তি আছে - তাদেরকেই বিরক্ত মনে হচ্ছে।

১০ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২১

গেছো দাদা বলেছেন: আপনি বা আপনার দেখা এই ভিড় , আপনার দেশের মোট জনসংখ্যার কত % হবে ?

৯| ১০ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩

বাউন্ডেলে বলেছেন: লেখক বলেছেন: আপনি বা আপনার দেখা এই ভিড় , আপনার দেশের মোট জনসংখ্যার কত % হবে ?
শহরে দুইলাখ লোক থাকে। ১০০ গরু জবাই হলে ৪০০ মন। হিসাব করে দেখলাম গড়ে ৮০ গ্রাম গোশত। ভীর প্রায় ৫০০০ লোকের হওয়ার কথা। কাছাকছি গেছে কনফার্ম।

১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২৭

গেছো দাদা বলেছেন: পাচ জনের পরিবার ধরলে ভিড় হিসাবে ২৫ হাজার জনসংখ্যা হয়। মোট ২ লাখের মধ্যে এটা ১২.৫০% । তার মানে, ৮৭.৫০% লোক গরিব !! বেশিরভাগ টাই তো গরিব ! আপনার হিসাব তো মিললো না মিঞা ?

১০| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৯

আমি সাজিদ বলেছেন: বাউন্ডলে ? আর ইউ ম্যাড?

১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২৯

গেছো দাদা বলেছেন: না। উনি উপরচালাক !

১১| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০২

বাউন্ডেলে বলেছেন: আমি সাজিদ বলেছেন: বাউন্ডলে ? আর ইউ ম্যাড?

চলে আসুন আগামী শুক্রবার সৈয়দপুরে। গরীবের বাসায় ভুনা খিচুরী ও গরু ‍ভুনার আয়োজন থাকলো। বস্তির খাবারের রগরও স্বচক্ষে দেখে যাবেন।

১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩১

গেছো দাদা বলেছেন: জাকাতের মাংস খাওয়াবেন নাকি ?

১২| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৬

আমি সাজিদ বলেছেন: পাগলাচোদা শালা। তোর বাসার বিরিয়ানির হিসাব কি দেশের সব মানুষের নাকি?

১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৪

গেছো দাদা বলেছেন: হা হা হা। উনি দেশের সব মানুষকে ধনী ভেবে বসে আছেন !

১৩| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১৭

শাহ আজিজ বলেছেন: যে অর্থে দুর্ভিক্ষ মিন করা হয় তা বাংলাদেশে ঘটেনি । ঢাকায় ভিক্ষুকের সংখ্যা বেড়েছে । এরাও বুরকাধারি । সব্জির দাম কিছুটা কমতির দিকে কারন শীতের সবজি বাজারে এসেছে । মফস্বলে থাকেন এমন একজন কাল আমায় বলছিলেন ঢাকার বাজার লুটপাটের জায়গা । তুলনা করলে মফস্বলে সবজি দাম ঢাকার অর্ধেক । সামনে নির্বাচন তফশিল ঘোষণার পর সরকারে নড়াচড়া শুরু হলে বাজার স্থিতিশীল হবে , এটা আমার ধারনা কারন ২০০৭ সালে সেনা সমর্থিত সরকার আসার সাথে সাথে বাজার ঘুরে দারিয়েছিল । আমার মনে হয় দুর্ভিক্ষ এদেশে হবে না ।

১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৭

গেছো দাদা বলেছেন: ভগবান করুন। দুর্ভিক্ষ যেন আর না হয়।

১৪| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৩

কাঁউটাল বলেছেন: এই লেখা গেছো দাদা লিখছে !!!!!! :-*

১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:১৭

গেছো দাদা বলেছেন: Click This Link

১৫| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৪

ডার্ক ম্যান বলেছেন: আল্লাহ যদি চান, তবে আমাদের দেশে কোন দুর্ভিক্ষ হবে না।

১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৯

গেছো দাদা বলেছেন: সত্যিই তাই। ভগবান যদি চান, তবে আপনাদের দেশে কোন দুর্ভিক্ষ হবে না।

১৬| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৪

ডার্ক ম্যান বলেছেন: আমরা দুর্ভিক্ষের মধ্যে নাই।

১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৪১

গেছো দাদা বলেছেন: ভগবানের কাছে প্রার্থনা, আপনার কথা যেন সত্যি হয়।

১৭| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:

বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের বিপুল পরিমাণ সক্ষম ক্রেতা গোষ্ঠী।
বাংলাদেশের বিপুল পরিমাণ কৃষি পণ্য উৎপাদিত হলেও বিক্রির জন্য শ্রীলংকার মত রপ্তানি বাজার খুঁজতে হয় না দেশেই খাদ্যের বিশাল বাজার।
শ্রীলঙ্কার মত বিদেশি পর্যটক খুঁজতে হয় না, দেশেই বিশাল পরিমাণ পর্যটক উপচে পড়ে, যারা বিদেশীদের চেয়ে বেশি খরচ করতে রাজি।

১১ ই নভেম্বর, ২০২৩ রাত ২:০০

গেছো দাদা বলেছেন: এগুলোই আশার খবর। ভগবান করুন আর কোনো দুর্ভিক্ষ যেন না দেখতে হয় আমার প্রিয় বাংলাদেশকে ।

১৮| ১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: আপনি দুর্ভিক্ষ বলছেন কেন?
অনেক মানুষ ঢাকার আশেপাশের এলাকা থেকে ঢাকায় এসে অফিস করছে প্রতিদিন অফিস করছে।

১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৮

গেছো দাদা বলেছেন: আমি চাই না আপনার দেশে আর কোনদিন দুর্ভিক্ষ হোক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.