নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : কাপ এ পা !

২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৫২

-ওদের কাপ ওরা যা খুশি করবে। আর পা রাখলেই অপমান করা হয়ে যায়?

-হয় না?
-না হয় না। এগুলো উপমহাদেশের হিন্দুবাদী কুসংস্কার। পা-ও তো শরীরের একটা অঙ্গ, সেটা কেন খারাপ হতে যাবে?
-বলছেন?
-হ্যাঁ বলছি! খাবারে পা দেওয়া, বইয়ে পা দেওয়া এগুলো নিয়ে এত ট্যাবু কেন থাকবে আমাদের একুশ শতকে এসে?

-বইয়ে পা দেওয়া নিয়েও ট্যাবু রাখা উচিত নয় বুঝি?
-উচিত তো নয়ই।
-আপনি পারেন বইতে পা দিতে?
-আলবাত পারি। আমার ওসব সরস্বতী-ফরস্বতীর/পুজা টুজার বাতিক নেই। বই কী, কাগজ মাত্র। আনুন এক্ষুণি পা দিয়ে দেখাচ্ছি। লাথি মেরে কুসংস্কার ভেঙে ফেলব।

-বটে! ওই যে সবুজ মলাটের উপর সোনালি রঙে নাম লেখা বইটা রয়েছে, ডানদিক থেকে বাঁদিকে পড়তে হয়, ওটা এনে একবার কুসংস্কার ভেঙে দেখান তো।
-(নীরবতা)

-লিবারাল সাহেব, কোথায় চললেন? ও লিবারাল ভাইয়া ! আরে দৌড়াচ্ছেন কেন?
-(হিরণ্ময় নীরবতা)

-যাঃ। 'চলে গেল, বলেও গেল না।' =p~

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৬

কামাল১৮ বলেছেন: কাপের চেয়ে পায়ের মুল্য অনেক বেশি।

২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৯

গেছো দাদা বলেছেন: এইটা একটা দার্শনিক কথা কইলেন ! B:-/

২| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:০৯

শাহ আজিজ বলেছেন: পশ্চিমাদের আচরন আমরা না মানতে পারি কিন্তু তাতে ওদের কিসসু আসে যায় না । ওরা উন্নত ওদের সামগ্রিক কর্মকাণ্ডে বেদ বাইবেল কোরানের কারনে নয় ।

২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৩

গেছো দাদা বলেছেন: কিসের মধ্যে কি ,,, পান্তা ভাতে ঘি !! =p~

৩| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৩১

কামাল১৮ বলেছেন: পোষ্টে বেশিরভাগ কথাই দার্শনিক।কেতাবে পা দেয়া,কেতাব পুড়ানো,লাথি মারা সবই লাইভে হয়েছে।আপনি হয়তো দেখেন নাই।ঘোষণা দিয়ে পোড়ানো হল প্রমান করার জন্য যে পোড়ে।পোড়ানোর আগে লাথি টাথি মারলো।

২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:১৬

গেছো দাদা বলেছেন: হ হ । ইহা একটি রম্য নয়, পুরাই দার্শনিক ব্লগ !! :-P

৪| ২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: কাপে পা দেওয়া সঠিক কাজ হয়নি।

২২ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:১৭

গেছো দাদা বলেছেন: ওদের কালচার টাই কেমন যেন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.