নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

শিবরাত্রি

০৯ ই মার্চ, ২০২৪ রাত ১২:০৭

আজ শিবরাত্রি। একমাত্র দেবতা যে আমাদের ঘরের জামাই।
আপাতভাবে আলাভোলা , নেশারু, উদাসীন , অল্পেই সন্তুষ্ট । অন‍্যদিকে স্ত্রীর মৃত‍্যুতে ত্রিলোক কাঁপিয়ে তান্ডব করেন। ত্রিশূল ভেঙ্গে লাঙ্গল গড়ে চাষ করেন আবার চাষ করতে গিয়ে ইন্টুবিন্টুও হয়।
ভাবুনতো, নেহাতই জংলী ফুল আকন্দ, বিষফল ধুতুরা ও ফুল তাই কিনা প্রিয়!!! যতই মুখঝামটা দেওয়া হোকনা কেন শিবের মতন বর পেতে ব্রতীরা একপায়ে খাড়া।

এমন একটা দেবতা তো মারকাটারি লেভেলে হিট হবেনই।

সবাইকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানাই। হর হর মহাদেব, জয় ভোলেনাথ

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ২:৩০

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: শিবকেই কি হিন্দু দেবতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ধরা হয়?

২| ০৯ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৪৩

রানার ব্লগ বলেছেন: হিন্দু পুরাণ মোতাবেক শিব থেকেই সব কিছুর সৃষ্টি (আমার জানা মতে )

৩| ১১ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: গ্রেট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.