নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ। তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন। ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

গেন্দু মিয়া

কিছু জানার চেষ্টা থেকে ব্লগে আসা। সাহিত্য চর্চা করতে চাই।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

রমজান মাসের শুভেচ্ছা

১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৪

রমজান মাসের যেসব জিনিস আমার পছন্দঃ



১) বাসার লোকজনের সাথে মহাসমারোহে ইফতার সামনে নিয়ে আজানের অপেক্ষা করা

২) তাড়াতাড়ি অফিস শেষ করে দৌড় দিয়ে বাসায় গিয়ে বিছানায় গড়াগড়ি দেয়া

৩) সময় মত সবগুলা নামাজ পড়া (অন্যান্য মাসে শয়তান অনেক পাওয়ারফুল থাকে মনে হয়)

৪) ইফতার করে নিচে নেমে ফাঁকা রাস্তায় অযথা হাঁটাহাঁটি করা

৫) দুই একটা মজার খাবার খাবার আইটেম পরখ করা – উদাহরণস্বরূপঃ কিমার হালিম (সাধারণ হালিমের মধ্যে মাংশের বদলে মাংশের কিমা দেয়া)

৬) ঈদে কী করবো তার প্ল্যান করা (কোনো প্ল্যান ই কখনো কাজে লাগে না – যথারীতি দূপুরে আত্মীয় স্বজনের বাসায় ওভার ইটিং করে সন্ধ্যায় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে রাতে ঈদের

নাটক দেখার মধ্যেই ঈদসংক্রান্ত কর্মকান্ড সীমাবদ্ধ থাকে)



----------------------------



রমজান মাসের যেসব জিনিস আমার অপছন্দঃ



১) ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম

২) খাবার-দাবারের দাম বেড়ে যাওয়া

৩) ইচ্ছা না থাকা স্বত্ত্বেও মার্কেটে গিয়ে শপিং করা এবং প্রচন্ড ভীড়ের মুখোমুখি হওয়া (রোজার সময় নাকি সত্যি সত্যি ঢাকায় মানুষের সংখ্যা বেড়ে যায়, আশেপাশে-র শহর গুলো থেকে মানুষ ঈদ শপিঙয়ে আসে)

৪) ইফতারে অনেক ভাজাপোড়া খেয়ে পরেরদিন সারাদিন জলতৃষ্ণায় আঁকুপাঁকু করা



---------------------------



প্রত্যেক রোজায় আমি একটা টার্গেট নেই। এবারের টার্গেট হচ্ছে বেগুন বর্জন করবো। শহরবাসী এ বিশেষ মাসে কেন যেন বেগুনী ছাড়া চলতেই পারে না। এই সুযোগে অনর্থক চড়া দামে বিক্রি হয়। এর বদলে পেঁপে খাবো। সেই সাথে সকল রকমের ভাজাপোড়াও বর্জন।



সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। খাওয়া দাওয়া ছেড়ে সংযমে মনোযোগ দিন। শুভকামনা রইলো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:২২

রাজনীতির ভাষা বলেছেন: রমজানের পালটা শুভেচ্ছা।

১২ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫৮

গেন্দু মিয়া বলেছেন: অনেক ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.