নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ। তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন। ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

গেন্দু মিয়া

কিছু জানার চেষ্টা থেকে ব্লগে আসা। সাহিত্য চর্চা করতে চাই।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

খাঁচা

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩২

তিন চাকার এই লোহার খাঁচায় – বন্দী আমি ক্লান্ত বেশ,

গুলশান টু শাহবাগ – রাস্তাটা যে হয় না শেষ।

লোহার খাঁচায় বন্দী আমি – খাঁচা চলে মিটারে,

ভুরুম ভুরুম সুর তুলে – তবলা এবং গিটারে।

খাঁচা খানার চালক মশাই, তিনি অতি ধুরন্ধর!

ষাট টাকা মিটারে উঠে, দুইশ’ তিনি হাঁকান দর।



চালক মশাই চালাক তুমি,

দ্রগবা কিংবা বালাক তুমি,

তিন চাকার এই খেল্‌ খেলে যাও,

চোখ বুজে সব গোল দিয়ে যাও।

তোমার হাতেই জিম্মি আমি,

জিম্মি আমার মাতৃভূমি।



স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে – স্তম্ভিত সভ্যতা,

ট্রাফিক জ্যামে কট খেয়েছে নগরবাসীর ভদ্রতা।



দু’চোখ জুড়ে ঘুম আসে, ঘুমেই আমি স্বপ্নবাজ।

রাস্তা খালি, রাস্তা খালি – খাঁচা যেন পঙ্খীরাজ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ছড়ায় ১ম ভাল লাগা ।

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০০

গেন্দু মিয়া বলেছেন: অনেক ধন্যবাদ! :)

২| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর তো +++++

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০১

গেন্দু মিয়া বলেছেন: থ্যাঙ্ক ইউ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.