নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ। তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন। ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

গেন্দু মিয়া

কিছু জানার চেষ্টা থেকে ব্লগে আসা। সাহিত্য চর্চা করতে চাই।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

পথ চলতে (১)

২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১০

সেদিন এক সাপ্লায়ার অফিসে আসবে। সে আসলে পরে প্রোডাক্ট পাঠাবো আরেক জায়গায়।



তো, আমি প্রোডাক্ট-এর জন্য এবং সাপ্লায়ারের জন্য অপেক্ষা করছি। ব্যাটা দেরি করছে – ১১টার মধ্যে আসার কথা, ইতমধ্যে সাড়ে বারোটা বাজে। একটু আগে পর্যন্ত ফোন ধরছিল “স্যার এইতো রওনা হইসি…” – এখন আর ফোন-ও ধরে না। কী মুশকিল!



তো, আমি বার বার ফোন দিচ্ছি, ব্যাটা ধরে না। এর মধ্যে দেখি সে এস,এম,এস করেছেঃ

“Kaca kaca asa porsa”



এটা কী হলো? “কাঁচা কাঁচা আশা ভরসা”? মানে কী? ও আচ্ছা এই যে তার আশায় বসে আছি, তার মতে এই আশা এখনো কাঁচা? সে এসে পৌঁছলে পরে পাকবে। নিশ্চয়ই এটাই লিখেছে, “ভরসা” –কে ভুল করে “পরসা”-লিখেছে। এতটুকু ভুল ক্ষমা করাই যায়। বাহ! কিন্তু এই ব্যাটার কাছ থেকে এই লেভেলের কাব্য আশা করিনি এই আর কি।



তো কিছুক্ষন পর সে পৌঁছল। ঝাড়ি দিলাম – “ফোন ধরেন না কেন? আর বলসিলাম না কাছাকাছি এসে জানাতে, গাড়ি বের করতে হবে।”

“স্যার, আপনেরে মেসেজ দিলাম না?”

“কী মেসেজ দিয়েছেন?”

“ঐযে, কাছা কাছি এসে পড়সি।”



…… কিংকর্তব্যবিমূঢ় ব্যাপারটা যে আসলে কী, টের পেলাম!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৭

সাদা কলো বলেছেন: মুরাদ টাকলা

২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

গেন্দু মিয়া বলেছেন: অনেকটা ওরকমই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.