নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ। তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন। ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

গেন্দু মিয়া

কিছু জানার চেষ্টা থেকে ব্লগে আসা। সাহিত্য চর্চা করতে চাই।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

তিন মাত্রার যাত্রা

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮

সে এক,

বদ্ধ ঘর – বিরাট পর্দা,

তাকাবিনা তুই, এমন স্পর্ধা!

গতিময় সব রঙ্গিন ছবি

না দেখে তোরা কোথায় যাবি?



চারিদিকে সাজিয়ে রাখা -

বিকট শব্দ-যন্ত্র।

শুনতেই হবে স্বকর্নে-

এ এক বিপুল ষড়যন্ত্র!



লাল লাল সিট – এসি টাও খাঁসা

আগা মাথা পুরো – দর্শকে ঠাসা।

কালো চশমায় ঢাকা দু’চোখে,

চমৎকৃত হবার আশা!



এ ধরার বুকেই বসুন্ধরা –

তাতে সেই বড় কক্ষে,

দেখে এলুম তিন মাত্রার,

উল্‌ভেরিন – স্বচক্ষে।



আধা মানুষ – আধা শ্বাপদ,

দুষ্ট লোকের ব্যপক বিপদ‼





হিংস্র নখরে কেটে ফেলে সব,

(সে যে) মানুষ রূপি নেকড়ে,

জন্মদিনে কাটা হয় যেমন

ব্ল্যাক ফরেস্ট কেক রে!



তুমিও যেও – দেখে এসো,

জীবনের মজা নিয়ে এসো।।



খেও সশব্দ ভুট্টা ভাজা,

ঠাণ্ডা কোমল পানীয়,

কেমন লাগলো – ভালো না মন্দ?

ই-মেইল করে জানিয়ো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.