নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ। তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন। ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

গেন্দু মিয়া

কিছু জানার চেষ্টা থেকে ব্লগে আসা। সাহিত্য চর্চা করতে চাই।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

পাপ! (কিংবা তারও বাপ)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২২

আমি পাপ!

আমি চা বিহীন চায়ের কাপ।

দুনিয়ার যত চুরি – যত ছল চাতুরি,

আমি তার-ও বাপ।



মাসে মাসে আমি ফুল ফেঁপে উঠি, মাসে মাসে যাই চুপসে

মাসিক হিসেবে আমার খাতা, ভয়ঙ্কর বিরূপ সে!

ই,এম,আই আর ইন্সটাবাই-য়ের ঘুরপাকে জনগোষ্ঠী,

নতুন নতুন অদরকারি পন্যেই খোঁজে স্বস্থি।

দামি দামি সব মুঠোফোন কিনে মডার্ন শ্রেনীর ভোক্তা,

মাস শেষে এসে ধরতে পারেন – অদ্ভুত এই জোক টা!

পালা পার্বনে, অনুষ্ঠানে, হতে কেতা দুরস্ত -

ধার দেনা করা শপিঙের লোভে, ফেঁসে যায় গৃহস্থ।

হাসির বদলে কান্না ফোঁটে – মাস শেষে পেয়ে বিল টা,

চোখ মুখ সব ঠিক থাকলেও, ফেটে যায় যেনো দিল টা!



অনুগত প্রান গুরুর মতো দিয়ে যাই আমি শিক্ষা,

শিখলেই ভালো,

নতুবা পথে,

নেমে গিয়ে কোরো ভিক্ষা!



হিসেব কিতেব চুকিয়ে ফেল,

হয়ে যাও ওগো ‘ফ্রি বার্ড’,

ছুঁড়ে ফেলে দাও, দূরে ফেলে দাও,

বিধ্বংসী এ ক্রেডিট কার্ড!



(Credit cards are like sin, you get to pay for both them… later!)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.